ETV Bharat / state

রাজনীতির লড়াইয়ে অস্ত্র সংস্কৃতি, মুখ্যমন্ত্রীর সফরের আগে বোলপুরে রবীন্দ্রনাথ ! - মুখ্যমন্ত্রীর সফরের আগে বোলপুরে রবীন্দ্রনাথের ছবি, গান, কবিতা

বিশ্বভারতীর শহরে সংস্কৃতির লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণেই নজরে রবীন্দ্রনাথ । শুধু কবির ছবিই লাগানোই নয়, গতকাল, রোববার থেকেই শহরজুড়ে বাজছে রবীন্দ্রসংগীত ।

tagores photo and poetry in bolpur before CM visit
tagores photo and poetry in bolpur before CM visit
author img

By

Published : Dec 28, 2020, 8:24 AM IST

বোলপুর, 28 ডিসেম্বর : দু'দিনের সফরে আজ বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও কবিতার ব্যানারে ভরে উঠল বোলপুর শহর । অমিত শাহ-র সফরের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছিল বিজেপি । এই অবস্থায় বিশ্বভারতীর শহরে সংস্কৃতির লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণেই রাজনৈতিক শক্তি প্রদর্শনের পদযাত্রায় নজরে রবীন্দ্রনাথ ! শুধু কবির ছবিই লাগানোই নয়, গতকাল, রোববার থেকেই শহরজুড়ে বাজছে রবীন্দ্রনাথের গান ।

মুখ্যমন্ত্রীর সফরের আগে বোলপুরে রবীন্দ্রনাথ !

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী : ব্রাত্য

জানা গিয়েছে, আজ বোলপুরে পৌঁছে প্রথমেই একটি সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পরে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকও করবেন । বিকেলের দিকে শান্তিনিকেতন সংলগ্ন কোনও একটি গ্রামে বঙ্গধ্বনি যাত্রা করার কথা রয়েছে তাঁর । 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো । পদযাত্রায় থাকবেন অনুব্রত মণ্ডল-সহ দুই মন্ত্রী আশিস বন্দোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ । মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন প্রায় 1 হাজার বাউল শিল্পী । তৃণমূল সূত্রে খবর, কেন অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হল ? কেন পৌষমেলা বন্ধ হল ? প্রশ্ন তোলা হবে পদযাত্রায় ৷ এইসঙ্গে কবিগুরুর অবমাননার প্রসঙ্গও তোলা হবে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় ।

tagores photo and poetry in bolpur before CM visit
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে রবীন্দ্রনাথের কাটআউটে সেজে উঠেছে বোলপুর ৷

আরও পড়ুন: রবীন্দ্রনাথ নিয়ে নাড্ডার মন্তব্যের কটাক্ষ তৃণমূলের, বিকৃত করা হয়েছে দাবি বিজেপির

20 ডিসেম্বর বোলপুরে এসে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই রোড শোয়ের আগে রবীন্দ্রনাথের ছবি সম্বলিত পোস্টার ঘিরে বিতর্ক হয় । পোস্টারে দেখা যায়, অমিত শাহ-র বিরাট বড় ছবির নিচে ছোটো মাপের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ৷ যা নিয়ে নিন্দার ঝড় বয় । সেই কথা মাথায় রেখে নিজেদের শক্তি প্রদর্শনের পদযাত্রায় সবরকম ভাবে রবীন্দ্রনাথকে সামনে রাখছে তৃণমূল । মুখ্যমন্ত্রীর সফরের আগে কবিগুরুর ছবি ও কবিতায় সেজে উঠছে বোলপুর শহর ৷ আকাশ-বাতাসে রবীন্দ্রসংগীত ৷

বোলপুর, 28 ডিসেম্বর : দু'দিনের সফরে আজ বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও কবিতার ব্যানারে ভরে উঠল বোলপুর শহর । অমিত শাহ-র সফরের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঘিরে বিতর্কে জড়িয়েছিল বিজেপি । এই অবস্থায় বিশ্বভারতীর শহরে সংস্কৃতির লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণেই রাজনৈতিক শক্তি প্রদর্শনের পদযাত্রায় নজরে রবীন্দ্রনাথ ! শুধু কবির ছবিই লাগানোই নয়, গতকাল, রোববার থেকেই শহরজুড়ে বাজছে রবীন্দ্রনাথের গান ।

মুখ্যমন্ত্রীর সফরের আগে বোলপুরে রবীন্দ্রনাথ !

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী : ব্রাত্য

জানা গিয়েছে, আজ বোলপুরে পৌঁছে প্রথমেই একটি সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পরে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকও করবেন । বিকেলের দিকে শান্তিনিকেতন সংলগ্ন কোনও একটি গ্রামে বঙ্গধ্বনি যাত্রা করার কথা রয়েছে তাঁর । 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো । পদযাত্রায় থাকবেন অনুব্রত মণ্ডল-সহ দুই মন্ত্রী আশিস বন্দোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ । মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন প্রায় 1 হাজার বাউল শিল্পী । তৃণমূল সূত্রে খবর, কেন অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হল ? কেন পৌষমেলা বন্ধ হল ? প্রশ্ন তোলা হবে পদযাত্রায় ৷ এইসঙ্গে কবিগুরুর অবমাননার প্রসঙ্গও তোলা হবে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় ।

tagores photo and poetry in bolpur before CM visit
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে রবীন্দ্রনাথের কাটআউটে সেজে উঠেছে বোলপুর ৷

আরও পড়ুন: রবীন্দ্রনাথ নিয়ে নাড্ডার মন্তব্যের কটাক্ষ তৃণমূলের, বিকৃত করা হয়েছে দাবি বিজেপির

20 ডিসেম্বর বোলপুরে এসে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই রোড শোয়ের আগে রবীন্দ্রনাথের ছবি সম্বলিত পোস্টার ঘিরে বিতর্ক হয় । পোস্টারে দেখা যায়, অমিত শাহ-র বিরাট বড় ছবির নিচে ছোটো মাপের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ৷ যা নিয়ে নিন্দার ঝড় বয় । সেই কথা মাথায় রেখে নিজেদের শক্তি প্রদর্শনের পদযাত্রায় সবরকম ভাবে রবীন্দ্রনাথকে সামনে রাখছে তৃণমূল । মুখ্যমন্ত্রীর সফরের আগে কবিগুরুর ছবি ও কবিতায় সেজে উঠছে বোলপুর শহর ৷ আকাশ-বাতাসে রবীন্দ্রসংগীত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.