বীরভূম, 28 ডিসেম্বর : বীরভূমের মাটিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের নয়া কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ "পাড়ায় পাড়ায় সমাধান" রাজ্য সরকারের নয়া কর্মসূচি ৷ আজ প্রশাসনিক সভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ছোটো ছোটো কাজ বাস্তবায়নে এই কর্মসূচি ৷" পাশাপাশি আজ সভা থেকে শহিদ রাজেশ ওরাঙের বোনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ৷
গত রবিরার দুইদিনের রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ । দ্বিতীয় দিনে বোলপুর মিছিল করেন । বোলপুরে রোড শো-এর পর সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বলেছিলেন, "পাঁচ বছর সুযোগ দিলে সোনার বাংলা গড়ে দেব ৷" তারপর কেটে গেছে সাতদিন ৷ আজ সোমবার সেই বীরভূমে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চে উঠেই প্রথম ঘোষণা রাজ্য সরকারের নয়া প্রকল্প ৷ "পাড়ায় পাড়ায় সমাধান ।" এলাকা, ব্লক ভিত্তিক বিভিন্ন ছোটো ছোটো কাজ বাস্তবায়নের জন্যই এই কর্মসূচি বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
2 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি ৷ পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির জন্য গঠন হবে আলাদা টাস্ক ফোর্স ৷ পাশাপাশি সভা মঞ্চ থেকে সিউড়িতে মোরোব্বা হাব গড়ার চিন্তাভাবনা ডিএমদের জানান মুখ্যমন্ত্রী ৷
একনজরে মুখ্যমন্ত্রীর ঘোষণা :
- "পাড়ায় পাড়ায় সমাধান" নয়া কর্মসূচি রাজ্য সরকারের
- বীরভূমের প্রশাসনিক মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
- দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচি চলবে, জানালেন মুখ্যমন্ত্রী
- ছোটো ছোটো কাজ বাস্তবায়নে এই কর্মসূচি
- 2 জানুয়ারি থেকে 15 জানুয়ারি এই কর্মসূচি
- দুয়ারে সরকার কর্মসূচি বাস্তবায়নের জন্য 13 হাজার 714 টি শিবির হয়েছে, জানালেন মুখ্যসচিব
- পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির জন্য আলাদা টাস্ক ফোর্স
- জাতি শংসাপত্রের দৈনিক রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী
- রূপশ্রীর আবেদন জমা পড়েছে 50 হাজার
- এখনও পর্যন্ত রূপশ্রীতে উপকৃত হয়েছে 32 হাজার
- কন্যাশ্রীতে আবেদন জমা পড়েছে দেড় লাখ
- 2 লাখ 82 হাজার লোক কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন
- সিউড়িতে মোরোব্বা হাবের চিন্তাভাবনা মুখ্যমন্ত্রীর ৷
- 630 টি মেলায় বাউল, আদিবাসী গ্রুপগুলিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷
- কেন্দ্রের থেকে এখনও 85 হাজার কোটি টাকা পায় রাজ্য, বললেন মুখ্যমন্ত্রী ৷
- বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের 70 শতাংশ কাজ শেষ ৷
- "ডেভেলপমেন্টের কাজটা খুব ভালো বোঝে কেষ্ট " বললেন মুখ্যমন্ত্রী ৷