ETV Bharat / state

স্কুল পড়ুয়াদের দিয়ে দলীয় প্রচার তৃণমূলের, বিতর্ক - কীর্ণাহার

স্কুল পড়ুয়াদের দিয়ে দলীয় প্রচার করানোয় বিতর্কে তৃণমূল। তবে তৃণমূল "জানি না" বলে বিষয়টি এড়িয়ে গেছে।

School students are used for TMC campaigns
স্কুল পড়ুয়াদের দিয়ে দলীয় প্রচার তৃণমূলের, বিতর্ক
author img

By

Published : Mar 3, 2021, 11:41 AM IST

কীর্ণাহার, 3 মার্চ : স্কুল পড়ুয়াদের দলীয় প্রচারে ব্যবহার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। পোশাক পরা আবস্থায় 'বাংলা নিজের মেয়েকেই চায়' লেখা পোস্টার নিয়ে প্রচার করতে দেখা গেল কীর্ণাহারের একটি স্কুলের পড়ুয়াদের। ঘটনাটি নানুরের কীর্ণাহারের শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।

গতকাল স্কুল চত্বরেই পড়ুয়াদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার নিয়ে চলে প্রচার৷ "বাংলা নিজের মেয়েকেই চায়", তৃণমূলের নতুন স্লোগান নিয়ে পড়ুয়াদের দিয়ে প্রচার চালানো হয়। প্রশ্ন উঠছে, কীভাবে পড়ুয়াদের দিয়ে স্কুলের ভিতরে দলীয় প্রচার করা হল ? যদিও, বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য।

আরও পড়ুন- রুজ়ভেল্টকে উদ্ধৃত করে ফ্যাসিবাদের পাঠ, ফের রাজ্যপালের নিশানায় মমতা ?

এবিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল ওই স্কুলের প্রধান শিক্ষক নীলকমল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, "স্কুল শুরুর আগে কে বা কারা স্কুলে ঢুকে এই কাজ করেছে তা আমার জানা নেই। আমাদের স্কুলের মাঠ তো সব সময় খোলা থাকে। তাই সেই সুযোগে করেছে। ফের এই ধরনের কাজ যাতে পড়ুয়ারা না করে তার জন্য় আমি নিষেধ করেছি।

কীর্ণাহার, 3 মার্চ : স্কুল পড়ুয়াদের দলীয় প্রচারে ব্যবহার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। পোশাক পরা আবস্থায় 'বাংলা নিজের মেয়েকেই চায়' লেখা পোস্টার নিয়ে প্রচার করতে দেখা গেল কীর্ণাহারের একটি স্কুলের পড়ুয়াদের। ঘটনাটি নানুরের কীর্ণাহারের শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।

গতকাল স্কুল চত্বরেই পড়ুয়াদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার নিয়ে চলে প্রচার৷ "বাংলা নিজের মেয়েকেই চায়", তৃণমূলের নতুন স্লোগান নিয়ে পড়ুয়াদের দিয়ে প্রচার চালানো হয়। প্রশ্ন উঠছে, কীভাবে পড়ুয়াদের দিয়ে স্কুলের ভিতরে দলীয় প্রচার করা হল ? যদিও, বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য।

আরও পড়ুন- রুজ়ভেল্টকে উদ্ধৃত করে ফ্যাসিবাদের পাঠ, ফের রাজ্যপালের নিশানায় মমতা ?

এবিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল ওই স্কুলের প্রধান শিক্ষক নীলকমল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, "স্কুল শুরুর আগে কে বা কারা স্কুলে ঢুকে এই কাজ করেছে তা আমার জানা নেই। আমাদের স্কুলের মাঠ তো সব সময় খোলা থাকে। তাই সেই সুযোগে করেছে। ফের এই ধরনের কাজ যাতে পড়ুয়ারা না করে তার জন্য় আমি নিষেধ করেছি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.