ETV Bharat / state

প্রথমবার পৌষমেলার আয়োজনে রাজ্য সরকার, বৈঠক শুরু হতেই প্রকাশ্য়ে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস - Poush Mela Meeting at Bolpur

Poush Mela Meeting at Bolpur: পৌষমেলা নিয়ে বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্বের আভাস ৷ প্রথমবার এই মেলার আয়োজন করছে রাজ্য সরকার ৷ আর জেলা প্রশাসনের ডাকা বৈঠকে চেয়ার না পেয়ে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন জেলা সভাধিপতি কাজল শেখ ৷

poush mela meeting clash
প্রথমবার পৌষমেলার আয়োজনে রাজ্য সরকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 8:13 PM IST

বোলপুর, 12 ডিসেম্বর: এই প্রথম পৌষমেলার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার ৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠটি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে । তবে মেলার আয়োজন নিয়ে বৈঠক চলাকালীন জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ার না-ছাড়ার অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে । এই ঘটনার পর দ্রুত বৈঠক ছেড়ে বেরিয়ে যান সভাধিপতি কাজল শেখ । যা নিয়ে তৈরি হয় শোরগোল ।

24 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা । আদালতের নির্দেশ মতো ভাঙামেলা থাকবে না ৷ 29 ডিসেম্বর মেলা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষকেও রাখা হচ্ছে মেলা কমিটিতে ৷ ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে জট অবশেষে কাটল । তবে এই প্রথম মেলার আয়োজন করছে রাজ্য সরকার ৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠ ব্যবহার করার আবেদন জানানো হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে । বিশ্বভারতী অনুমতি দিয়েছে ৷ 2019 সালের পর এই মেলা চলছিল টানাপোড়েন ৷ ফের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হওয়া 'পৌষমেলা'।

মঙ্গলবার মেলা সংক্রান্ত একটি বৈঠক ডাকে জেলা প্রশাসন । বৈঠকে চেয়ার না-পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল । জেলাশাসক বিধান রায়ের তত্ত্বাবধানে এদিন বোলপুর মহকুমা শাসকের দফতরে এই বৈঠক ডাকা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা শাসক অয়ন নাথ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র সিংহ-সহ অন্যান্য আধিকারিক ও কাউন্সিলররা ৷

উপস্থিত হন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার, বিশ্বভারতীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়, অমল পাল, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিশির সাহানা প্রমুখ । এছাড়াও ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা ৷ এদিন পৌষমেলা নিয়ে চূড়ান্ত বৈঠক শুরু হওয়ার 30 মিনিট পর সভাকক্ষে আসেন কাজল । কিন্তু, দেখা গেল তাঁর জন্য কোনও চেয়ার নেই মঞ্চে । অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) উঠে নিজের চেয়ার ছেড়ে দেন ৷ মন্ত্রী চন্দ্রনাথ সিংহর পাশে বসেছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । জেলা সভাধিপতি তাঁকে সরে আসতে বলেন । না ওঠায় তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান ।

কাজল চলে যাওয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । প্রশ্ন করলে কাজল শেখ বলেন, "কেন বেরিয়ে গেলাম জেলা শাসককে জিজ্ঞাসা করুন ।" বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, "পূর্বপল্লীর মাঠেই হচ্ছে পৌষমেলা ৷ রাজ্য সরকার এই মেলার আয়োজন করলেও বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট থাকবে মেলা কমিটিতে। 5 দিনের মেলা হবে ৷ হাতে সময় কম তাই দ্রুত মেলার আয়োজন করতে হবে ।" জেলা সভাধিপতির বেরিয়ে যাওয়া প্রসঙ্গে জেলা শাসক বলেন, "ওনার হয় তো কোন মিটিং ছিল তাই চলে গেলেন ৷ সম্পূর্ণ ভাবে জানি না।"

আরও পড়ুন:

  1. বিশ্বভারতী থেকে ‘রাহু’ বিদ্যুৎ চলে যাওয়ায় পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর
  2. হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ?
  3. পৌষমেলার দাবিতে গেটের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ, উত্তপ্ত বিশ্বভারতী

বোলপুর, 12 ডিসেম্বর: এই প্রথম পৌষমেলার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার ৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠটি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে । তবে মেলার আয়োজন নিয়ে বৈঠক চলাকালীন জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ার না-ছাড়ার অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে । এই ঘটনার পর দ্রুত বৈঠক ছেড়ে বেরিয়ে যান সভাধিপতি কাজল শেখ । যা নিয়ে তৈরি হয় শোরগোল ।

24 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা । আদালতের নির্দেশ মতো ভাঙামেলা থাকবে না ৷ 29 ডিসেম্বর মেলা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষকেও রাখা হচ্ছে মেলা কমিটিতে ৷ ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে জট অবশেষে কাটল । তবে এই প্রথম মেলার আয়োজন করছে রাজ্য সরকার ৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠ ব্যবহার করার আবেদন জানানো হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে । বিশ্বভারতী অনুমতি দিয়েছে ৷ 2019 সালের পর এই মেলা চলছিল টানাপোড়েন ৷ ফের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হওয়া 'পৌষমেলা'।

মঙ্গলবার মেলা সংক্রান্ত একটি বৈঠক ডাকে জেলা প্রশাসন । বৈঠকে চেয়ার না-পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল । জেলাশাসক বিধান রায়ের তত্ত্বাবধানে এদিন বোলপুর মহকুমা শাসকের দফতরে এই বৈঠক ডাকা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা শাসক অয়ন নাথ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র সিংহ-সহ অন্যান্য আধিকারিক ও কাউন্সিলররা ৷

উপস্থিত হন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার, বিশ্বভারতীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়, অমল পাল, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, শিশির সাহানা প্রমুখ । এছাড়াও ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা ৷ এদিন পৌষমেলা নিয়ে চূড়ান্ত বৈঠক শুরু হওয়ার 30 মিনিট পর সভাকক্ষে আসেন কাজল । কিন্তু, দেখা গেল তাঁর জন্য কোনও চেয়ার নেই মঞ্চে । অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) উঠে নিজের চেয়ার ছেড়ে দেন ৷ মন্ত্রী চন্দ্রনাথ সিংহর পাশে বসেছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । জেলা সভাধিপতি তাঁকে সরে আসতে বলেন । না ওঠায় তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান ।

কাজল চলে যাওয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । প্রশ্ন করলে কাজল শেখ বলেন, "কেন বেরিয়ে গেলাম জেলা শাসককে জিজ্ঞাসা করুন ।" বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, "পূর্বপল্লীর মাঠেই হচ্ছে পৌষমেলা ৷ রাজ্য সরকার এই মেলার আয়োজন করলেও বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট থাকবে মেলা কমিটিতে। 5 দিনের মেলা হবে ৷ হাতে সময় কম তাই দ্রুত মেলার আয়োজন করতে হবে ।" জেলা সভাধিপতির বেরিয়ে যাওয়া প্রসঙ্গে জেলা শাসক বলেন, "ওনার হয় তো কোন মিটিং ছিল তাই চলে গেলেন ৷ সম্পূর্ণ ভাবে জানি না।"

আরও পড়ুন:

  1. বিশ্বভারতী থেকে ‘রাহু’ বিদ্যুৎ চলে যাওয়ায় পৌষমেলা ফের আয়োজনের পক্ষে সওয়াল সুভাষ দত্তর
  2. হচ্ছে বিকল্প পৌষমেলা, বিশ্বভারতীর কাছে মাঠ চাইবে রাজ্য সরকার; কবে থেকে শুরু ?
  3. পৌষমেলার দাবিতে গেটের তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ, উত্তপ্ত বিশ্বভারতী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.