বোলপুর, ২৪ মে : বুথে এগিয়ে BJP । তাই একাধিক টিউবওয়েলের হাতল খুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বোলপুর লোকসভার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের মহুলারা গ্রামে রাতারাতি প্রায় ১০টি হাতল তুলে নেওয়া হয়েছে । চরম জল সংকট গ্রামে । জলের অভাবে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা ।
লোকসভা ভোটের ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে লিড পেয়েছে BJP । অভিযোগ, এরপর এই গ্রামের একাধিক টিউবওয়েলের হাতল খুলে নেওয়া হয়েছে ।
সকাল থেকে তীব্র গরমে জলের অভাবে ভুগছেন বাসিন্দারা । BJP নেতারা বলছেন, এভাবে মানুষকে কষ্ট দেওয়া মানা যায় না । মানুষ ভরসা করে আমাদের ভোট দিয়েছেন । তাই, তৃণমূলের দুষ্কৃতীরা এসব কাজ করছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।