বোলপুর, 27 জুলাই: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সমর্থনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন সোমনাথ সৌ ৷ এদিকে পরীক্ষার ঠিক আগে তাঁকে সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ পল্লী সম্প্রসারণ বিভাগের ছাত্র সোমনাথকে একটি সেমিস্টার থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ পড়ুয়ার অভিযোগ, সামাজিক মাধ্যমে অমর্ত্য সেনকে নিয়ে করা পোস্টের জন্যই সাসপেন্ড হতে হল তাঁকে ৷
অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাঁর সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের জমি বিবাদ চলছে ৷ অমর্ত্য সেনকে একাধিকবার 'জমি দখলকারী' বলে উল্লেখ করে বিতর্কেও জড়িয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ সহ-উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এমনকী, জমি খালি করে দেওয়ার জন্য 'প্রতীচী' বাড়ির গেটে নোটিশও সেঁটে দেয় বিশ্বভারতী ৷ এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন ৷
আরও পড়ুন: অমর্ত্যর পাশে দাঁড়ানোয় মার্কিন নোবেলজয়ীদের 'স্বার্থপর' বলল বিশ্বভারতী
এই জমি বিবাদ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সোমনাথ সৌ ৷ তিনি বলেন, "অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতী যে দাবি করছে, তার বিরুদ্ধে আমরা কিছু নথি পোস্ট করেছিলাম সামাজিক মাধ্যমে ৷ সেখানে আমরা প্রশ্ন করেছিলাম, বিশ্বভারতীর যে দাবি করছে, তার সমর্থনে কোনও নথি কেন প্রকাশ করছে না ?"
তিনি আরও জানান, এই পোস্ট নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল ৷ মার্চে সেই কমিটি সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ প্রায় চার মাসের মাথায় পরীক্ষার আগে বিশ্বভারতী সোমনাথকে সাসপেন্ড করে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে ৷ এর পিছনে ওই পোস্টই দায়ী বলে মনে করছেন পল্লী শিক্ষা ভবনের ছাত্র সোমনাথ সৌ ৷
প্রসঙ্গত, এই ছাত্রকে আগেও উপাচার্য বিরোধী আন্দোলন করার জন্য বহিষ্কার করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুনরায় তাঁকে ভর্তি হতে হয় ৷ এর আগে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ায় দুই মার্কিন নোবেলজয়ীকে 'স্বার্থপর' আখ্যা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে ৷
আরও পড়ুন: অমর্ত্য 'পরিযায়ী'-'জমি হরফকারী', পড়ুয়ারা 'চাটুকার'! কদর্য ভাষায় প্রেসবিজ্ঞপ্তি বিশ্বভারতীর
বিশ্বভারতীর এই আচরণের বিরুদ্ধে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিদ্বজ্জনেরা ৷ তাঁদের মধ্যে অন্যতম পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী কবীর সুমন, চিত্রকর যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও, দেশ-বিদেশের বিখ্যাত শিক্ষাবিদেরাও অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম মার্কিন অর্থনীতিবিদ জোসেফ ইউনিজ স্টিগলিটজ, জর্জ আর্থার একারলফ, মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি, বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রধান তথা ভারত সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু, অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচি ৷