শান্তিনিকেতন, 6 ফেব্রুয়ারি : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে মাঘ উৎসব বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্বভারতীয় সর্বোচ্চ সম্মান 'দেশিকোত্তম' (Desikottam award of Visva Bharati) পেয়েছিলেন লতা ৷ তৎকালীন উপাচার্য দিলীপকুমার সিংহের সময় 1997 সালে আম্রকুঞ্জে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছিল তাঁকে ৷ আম্রকুঞ্জের জহর বেদীতে একটি অনুষ্ঠানের মধ্য দিতে তাঁকে সম্মানিত করা হয়েছিল ৷ শিল্পীর প্রয়াণে তাই শোকের ছায়া শান্তিনিকেতনেও ।
রীতি অনুযায়ী এদিন থেকেই শ্রীনিকেতনে শুরু হয় মাঘ উৎসব ৷ প্রতি বছর এই দিনে মাঘ উৎসবের পাশাপাশি শ্রীনিকেতন মেলা বা মাঘ মেলা হয়ে থাকে । কিন্তু, কোভিড পরিস্থিতির জন্য এবার মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । তবে প্রথা অনুযায়ী মাঘ উৎসবের সূচনা হয় ৷ রবিবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে এই মাঘ উৎসবের সন্ধ্যানুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : লতা-মান্না জুটির একের পর এক সুপারহিট গান এখনও শ্রোতাদের মনে দোলা দেয়
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে বুধবার উপাসনা গৃহে বিশেষ উপাসনারও আয়োজন হবে ৷ 'দেশিকোত্তম' পেয়ে লতা মঙ্গেশকর বলেছিলেন "ঠাকুর ঘর সে প্রসাদ লেনে কে লিয়ে আয়ে হ্যায় হাম ।"