ETV Bharat / state

ভেঙে দেওয়া হল বিতর্কিত ফলক, শান্তিনিকেতনে বসল রবীন্দ্রনাথের নামাঙ্কিত নয়া ফলক - ফলক বিতর্ক

Visva Bharati Plaques Controversy: বিতর্কের অবসান ৷ নরেন্দ্র মোদি ও বিদ্যুৎ চক্রবর্তীর নাম লেখা ফলক অবশেষে ভেঙে ফেলা হল ৷ বসানো হল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা নতুন ফলক ৷

Etv Bharat
ভেঙে ফেলা হচ্ছে বিতর্কিত ফলক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 9:14 PM IST

Updated : Dec 7, 2023, 9:36 AM IST

শান্তিনিকেতনে বসল রবীন্দ্রনাথের নাম যুক্ত নয়া ফলক

বোলপুর, 6 ডিসেম্বর: অবশেষে ব্রাত্য রবীন্দ্রনাথের বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । লাগানো হল নতুন ফলক ৷ তাতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ৷ প্রসঙ্গত, বিশ্বকবিকে বাদ দিয়ে শান্তিনিকেতনে বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী ও উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে সেই ফলক ভেঙে দেওয়া হল বুধবার সন্ধ্যায় ৷

17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো । তারপরেই 20 অক্টোবর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন, গৌরপ্রাঙ্গণে 3টি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন ৷ তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য হিসেবে নিজের নাম দিয়েছিলেন ৷ ফলকে ব্রাত্য ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । যা নিয়ে সরব হয় রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরা ৷

Visva Bharati Plaques Controversy
ভেঙে ফেলা হচ্ছে বিতর্কিত ফলক

বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট । 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন উপাচার্য হন সঞ্জয় কুমার মল্লিক । একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 'বিতর্কিত' ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই মতো এদিন রাতে ভেঙে দেওয়া হল শান্তিনিকেতনের বিতর্কিত ফলক । সেখানেই বসানো হল নতুন ফলক ৷ তাতে লেখা রয়েছে "প্রাকৃতিক ঐতিহ্য বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যে সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে । এই সারণীতে অন্তর্ভূক্ত শান্তিনিকেতনের বিশ্বজনীন সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে এবং বিশ্ব মানবতার স্বার্থে এটির সুরক্ষা আবশ্যক ।" এরপরেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে । বাংলা, ইংরেজি ও হিন্দিতে লেখা হয়েছে নতুন ফলক ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বলেন, "কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পুরনো ফলক সরিয়ে নতুন ফলক বসানো হল ।"

আরও পড়ুন :

1 রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে

2 ফলক বদলের নির্দেশ মমতার জয় দেখছেন চন্দ্রনাথ, বিতর্কের ইতি টানতে বললেন অনুপম

3 বিশ্বভারতীতে বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ, খতিয়ে দেখবে রাজভবন

শান্তিনিকেতনে বসল রবীন্দ্রনাথের নাম যুক্ত নয়া ফলক

বোলপুর, 6 ডিসেম্বর: অবশেষে ব্রাত্য রবীন্দ্রনাথের বিতর্কিত ফলক ভেঙে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । লাগানো হল নতুন ফলক ৷ তাতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ৷ প্রসঙ্গত, বিশ্বকবিকে বাদ দিয়ে শান্তিনিকেতনে বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী ও উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে সেই ফলক ভেঙে দেওয়া হল বুধবার সন্ধ্যায় ৷

17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো । তারপরেই 20 অক্টোবর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন, গৌরপ্রাঙ্গণে 3টি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন ৷ তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য হিসেবে নিজের নাম দিয়েছিলেন ৷ ফলকে ব্রাত্য ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । যা নিয়ে সরব হয় রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরা ৷

Visva Bharati Plaques Controversy
ভেঙে ফেলা হচ্ছে বিতর্কিত ফলক

বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট । 8 নভেম্বর উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নতুন উপাচার্য হন সঞ্জয় কুমার মল্লিক । একাধিক অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 'বিতর্কিত' ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সেই মতো এদিন রাতে ভেঙে দেওয়া হল শান্তিনিকেতনের বিতর্কিত ফলক । সেখানেই বসানো হল নতুন ফলক ৷ তাতে লেখা রয়েছে "প্রাকৃতিক ঐতিহ্য বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যে সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে । এই সারণীতে অন্তর্ভূক্ত শান্তিনিকেতনের বিশ্বজনীন সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে এবং বিশ্ব মানবতার স্বার্থে এটির সুরক্ষা আবশ্যক ।" এরপরেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে । বাংলা, ইংরেজি ও হিন্দিতে লেখা হয়েছে নতুন ফলক ৷

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো বলেন, "কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পুরনো ফলক সরিয়ে নতুন ফলক বসানো হল ।"

আরও পড়ুন :

1 রবীন্দ্রনাথ বিহীন বিতর্কিত ফলক এখনও স্বমহিমায় বিশ্বভারতীতে, কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ সকলে

2 ফলক বদলের নির্দেশ মমতার জয় দেখছেন চন্দ্রনাথ, বিতর্কের ইতি টানতে বললেন অনুপম

3 বিশ্বভারতীতে বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ, খতিয়ে দেখবে রাজভবন

Last Updated : Dec 7, 2023, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.