ETV Bharat / state

পৌষমেলা হচ্ছে, রবীন্দ্রনাথকে "বহিরাগত" বলা নিয়ে দুঃখ প্রকাশ বিশ্বভারতীর

পৌষমেলা হচ্ছে ৷ পৌষমেলা বন্ধের কোনও ইচ্ছা নেই বিশ্বভারতীর ৷ আজ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তা জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

visva bharati
বিশ্বভারতী
author img

By

Published : Aug 28, 2020, 4:41 PM IST

Updated : Aug 28, 2020, 8:46 PM IST

শান্তিনিকেতন, 28 অগাস্ট : পৌষমেলা বন্ধের কোনও ইচ্ছা বিশ্বভারতীর নেই। এদিন বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। সদ্য একটি খোলা চিঠিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে "বহিরাগত" বলে উল্লেখ করাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। এদিন প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করা হয় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে।

visva bharati
প্রেস বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, কর্মসমিতির বৈঠকের বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, পৌষমেলা তারা আর করবে না। পৌষমেলা করতে অপারগ বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরে শোরগোল পড়ে যায়। সদ্য অনলাইনে একটি বক্তৃতায় BJP-র রাজ্যসভার সাংসদ তথা বিশ্বভারতীর কোট কমিটির সদস্য স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন পৌষমেলা হচ্ছে ও তা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হবে।এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষ থেকে কর্মী, আধিকারিক, অধ্যাপকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৈঠকে পৌষমেলা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সুশোভন বন্দ্যোপাধ্যায়


বৈঠক শেষে বিশ্বভারতী তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয় পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের নেই। পর্যাপ্ত সহযোগিতা ও পরিকাঠামো পেলেই পৌষমেলা হবে। উল্লেখ্য, একটি খোলা চিঠিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে "বহিরাগত" বলে উল্লেখ করায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছিল। এই প্রসঙ্গে এদিন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই বক্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন তার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।"

রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির প্রাক্তন সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে বলেন, "পৌষমেলা হবে। এই নিয়ে কোনও দ্বিমত নেই।" তিনি আরও বলেন, "উপাচার্য এদিনের বৈঠকে বলেছেন আমি যদি ব্যক্তিস্বার্থ নিয়ে কাজ করি, আপনারা জানতে পারেন তাহলে আমি বিশ্বভারতী ছেড়ে চলে যাব।"

শান্তিনিকেতন, 28 অগাস্ট : পৌষমেলা বন্ধের কোনও ইচ্ছা বিশ্বভারতীর নেই। এদিন বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। সদ্য একটি খোলা চিঠিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে "বহিরাগত" বলে উল্লেখ করাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। এদিন প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করা হয় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে।

visva bharati
প্রেস বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, কর্মসমিতির বৈঠকের বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, পৌষমেলা তারা আর করবে না। পৌষমেলা করতে অপারগ বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরে শোরগোল পড়ে যায়। সদ্য অনলাইনে একটি বক্তৃতায় BJP-র রাজ্যসভার সাংসদ তথা বিশ্বভারতীর কোট কমিটির সদস্য স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন পৌষমেলা হচ্ছে ও তা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হবে।এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষ থেকে কর্মী, আধিকারিক, অধ্যাপকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৈঠকে পৌষমেলা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সুশোভন বন্দ্যোপাধ্যায়


বৈঠক শেষে বিশ্বভারতী তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয় পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের নেই। পর্যাপ্ত সহযোগিতা ও পরিকাঠামো পেলেই পৌষমেলা হবে। উল্লেখ্য, একটি খোলা চিঠিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে "বহিরাগত" বলে উল্লেখ করায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছিল। এই প্রসঙ্গে এদিন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই বক্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন তার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।"

রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির প্রাক্তন সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে বলেন, "পৌষমেলা হবে। এই নিয়ে কোনও দ্বিমত নেই।" তিনি আরও বলেন, "উপাচার্য এদিনের বৈঠকে বলেছেন আমি যদি ব্যক্তিস্বার্থ নিয়ে কাজ করি, আপনারা জানতে পারেন তাহলে আমি বিশ্বভারতী ছেড়ে চলে যাব।"

Last Updated : Aug 28, 2020, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.