ETV Bharat / state

Visva-Bharati University : হাইকোর্টের নির্দেশে তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরাতে চিঠি বিশ্বভারতীর

বহিষ্কৃত তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরার নির্দেশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পাওয়ার 48 ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের চিঠি পাঠিয়েছে ৷

তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরাতে চিঠি বিশ্বভারতীর
তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরাতে চিঠি বিশ্বভারতীর
author img

By

Published : Sep 11, 2021, 2:05 PM IST

শান্তিনিকেতন, 11 সেপ্টেম্বর : হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফিরতে বলে বিজ্ঞপ্তি দিল বিশ্বভারতী (Visva-Bharati University) কর্তৃপক্ষ । আদালতের নির্দেশ পাওয়ার 48 ঘণ্টা পর তিন পড়ুয়াকে চিঠি পাঠিয়েছে বিশ্বভারতী ।

সম্প্রতি অর্থনীতি বিভাগের দুই ছাত্র ফাল্গুনী পান, সোমনাথ সৌ ও সঙ্গীতভবনের ছাত্রী রূপা চক্রবর্তীকে তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় ৷ এরপরই গত 27 অগস্ট থেকে 12 দিন ধরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা ৷ এর মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । তার প্রেক্ষিতেই অবস্থান প্রত্যাহার-সহ তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরানোর নির্দেশ দেয় হাইকোর্ট ।

নির্দেশ পাওয়ার পরপরই উপাচার্যের বাড়ির সামনে থেকে অবস্থান প্রত্যাহার করেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ নির্দেশের 48 ঘণ্টা পর বহিষ্কৃত পড়ুয়াদের ফিরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতীর ছাত্র পরিচালক তিন পড়ুয়াকে ইমেল মারফৎ পঠন-পাঠনে ফেরার জন্য চিঠিও দিয়েছে ৷

তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরাতে চিঠি বিশ্বভারতীর
বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরাতে বিশ্বভারতীর জারি করা বিজ্ঞপ্তি

আরও পড়ুন : Visva Bharati : হাইকোর্টের নির্দেশে উঠল অবস্থান মঞ্চ, বহিষ্কৃত পড়ুয়াদের ফেরাতে নীরব বিশ্বভারতী

খুশি বহিষ্কৃত তিন পড়ুয়া । জানান, নিয়ম বহির্ভূত ভাবে তাঁদের বহিষ্কার করা হয়েছিল ৷ অবশেষে তাঁদের জয় হল ।

আরও পড়ুন : Adhir Chowdhuri : বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অধীরের

শান্তিনিকেতন, 11 সেপ্টেম্বর : হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফিরতে বলে বিজ্ঞপ্তি দিল বিশ্বভারতী (Visva-Bharati University) কর্তৃপক্ষ । আদালতের নির্দেশ পাওয়ার 48 ঘণ্টা পর তিন পড়ুয়াকে চিঠি পাঠিয়েছে বিশ্বভারতী ।

সম্প্রতি অর্থনীতি বিভাগের দুই ছাত্র ফাল্গুনী পান, সোমনাথ সৌ ও সঙ্গীতভবনের ছাত্রী রূপা চক্রবর্তীকে তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় ৷ এরপরই গত 27 অগস্ট থেকে 12 দিন ধরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা ৷ এর মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । তার প্রেক্ষিতেই অবস্থান প্রত্যাহার-সহ তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরানোর নির্দেশ দেয় হাইকোর্ট ।

নির্দেশ পাওয়ার পরপরই উপাচার্যের বাড়ির সামনে থেকে অবস্থান প্রত্যাহার করেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ নির্দেশের 48 ঘণ্টা পর বহিষ্কৃত পড়ুয়াদের ফিরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতীর ছাত্র পরিচালক তিন পড়ুয়াকে ইমেল মারফৎ পঠন-পাঠনে ফেরার জন্য চিঠিও দিয়েছে ৷

তিন পড়ুয়াকে পঠন-পাঠনে ফেরাতে চিঠি বিশ্বভারতীর
বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরাতে বিশ্বভারতীর জারি করা বিজ্ঞপ্তি

আরও পড়ুন : Visva Bharati : হাইকোর্টের নির্দেশে উঠল অবস্থান মঞ্চ, বহিষ্কৃত পড়ুয়াদের ফেরাতে নীরব বিশ্বভারতী

খুশি বহিষ্কৃত তিন পড়ুয়া । জানান, নিয়ম বহির্ভূত ভাবে তাঁদের বহিষ্কার করা হয়েছিল ৷ অবশেষে তাঁদের জয় হল ।

আরও পড়ুন : Adhir Chowdhuri : বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.