ETV Bharat / state

Visva Bharati Agitation : খাবার পাচ্ছি না, অভিযোগ ঘেরাও উপাচার্যের; দুধ-কলা পৌঁছে দিলেন পড়ুয়ারা - বিদ্যুৎ চক্রবর্তী

পাঁচদিন ধরে বিক্ষোভের জেরে উপাচার্য নাকি খাবার পাচ্ছেন না ৷ এমন অভিযোগ সামনে আসা মাত্রই আন্দোলনরত পড়ুয়ারা দুধ ও কলা নিয়ে হাজির হলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের গেটে ৷

Visva Bharati Agitation
Visva Bharati Agitation
author img

By

Published : Sep 1, 2021, 11:47 AM IST

শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : পাঁচ রাত ধরে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । আজ সকালে তাঁর বাড়িতে দুধ ও কলা পৌঁছে দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা । যদিও, সেই খাবার গেটের কাছেই পড়ে রয়েছে ।

প্রসঙ্গত, বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করার পাশাপাশি 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । অবিলম্বে পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবি-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে 27 অগস্ট রাত থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে বিক্ষোভ ।

শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন 'পূর্বিতা' ঘেরাও করে সেদিন থেকে চলছে বিক্ষোভ । আন্দোলনকারী পড়ুয়ারা আজ উপাচার্যকে দুধ ও কলা পৌঁছে দিয়ে জানান, ঘেরাও থাকায় খাবার পাচ্ছিনা, এমন অভিযোগ করছেন উপাচার্য । আমরা মানবিক, তাই ওনাকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি ।

উপাচার্যকে দুধ-কলা পৌঁছে দিলেন বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়ারা

যদিও পড়ুয়াদের দেওয়া খাবার উপাচার্যের বাসভবনের গেটের কাছে পড়ে থাকলেও কেউ হাত দেয়নি । গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা ৷ বিশ্বভারতীতে চলছে আন্দোলন ।

আরও পড়ুন : Viswa Bharati Agi : বিশ্বভারতীর উপাচার্য ঘেরাও কর্মসূচিকে সমর্থন এসএফআইয়ের

শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : পাঁচ রাত ধরে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । আজ সকালে তাঁর বাড়িতে দুধ ও কলা পৌঁছে দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা । যদিও, সেই খাবার গেটের কাছেই পড়ে রয়েছে ।

প্রসঙ্গত, বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকে তিন বছরের জন্য বহিষ্কার করার পাশাপাশি 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । অবিলম্বে পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানোর দাবি-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে 27 অগস্ট রাত থেকে বিশ্বভারতীতে শুরু হয়েছে বিক্ষোভ ।

শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন 'পূর্বিতা' ঘেরাও করে সেদিন থেকে চলছে বিক্ষোভ । আন্দোলনকারী পড়ুয়ারা আজ উপাচার্যকে দুধ ও কলা পৌঁছে দিয়ে জানান, ঘেরাও থাকায় খাবার পাচ্ছিনা, এমন অভিযোগ করছেন উপাচার্য । আমরা মানবিক, তাই ওনাকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি ।

উপাচার্যকে দুধ-কলা পৌঁছে দিলেন বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়ারা

যদিও পড়ুয়াদের দেওয়া খাবার উপাচার্যের বাসভবনের গেটের কাছে পড়ে থাকলেও কেউ হাত দেয়নি । গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা ৷ বিশ্বভারতীতে চলছে আন্দোলন ।

আরও পড়ুন : Viswa Bharati Agi : বিশ্বভারতীর উপাচার্য ঘেরাও কর্মসূচিকে সমর্থন এসএফআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.