ETV Bharat / state

Visva-Bharati Convocation Ceremony: বিশ্বভারতীর সমাবর্তনে অতিথি রাজনাথ সিং, দেখবেন 'ভানুসিংহের পদাবলী' - বিশ্বভারতীর সমাবর্তনে অতিথি রাজনাথ সিং

23 ফেব্রুয়ারি শান্তিনিকেতনে পৌঁছে যাবেন রাজনাথ। সেখানে রাত্রিবাস করে পরদিন আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি (Rajnath Singh to attend Convocation ceremony of Visva Bharati) ৷ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷

Etv Bharat
বিশ্বভারতীর সমাবর্তনে অতিথি রাজনাথ সিং
author img

By

Published : Feb 20, 2023, 10:20 PM IST

বোলপুর, 20 ফেব্রুয়ারি: বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Union defence minister Rajnath Singh)। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। আগামী 24 ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনের সমাবর্তন অনুষ্ঠান ৷ তার আগেরদিন অর্থাৎ, 23 ফেব্রুয়ারি শান্তিনিকেতনে পৌঁছে যাবেন রাজনাথ। সেখানে রাত্রিবাস করে পরদিন আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি (Rajnath Singh to attend Convocation ceremony of Visva Bharati) ৷

2020 কোভিড পরিস্থিতির জন্য বিশ্বভারতীতে বন্ধ ছিল সমাবর্তন অনুষ্ঠান ৷ 2021 কোভিড বিধি মেনে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল ৷ ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2022 সালে ছাত্র আন্দোলনের জেরে বাসভবন পূর্বিতায় ঘেরাও ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ঘটনার ঘনঘটায় গতবছর তাই স্থগিত হয়ে গিয়েছিল বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ৷ ফলে বহু পড়ুয়া শংসাপত্র পায়নি। তাই এবছর বাড়তি উদ্যমে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে রবি ঠাকুরের বিশ্বভারতীতে।

ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে সমাবর্তন অনুষ্ঠান সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি প্রথা মেনে আম্রকুঞ্জে সমাবর্তন হবে এবং প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ জানা গিয়েছে, সমাবর্তনে যোগ দেওয়ার জন্য 23 ফেব্রুয়ারি রাঙামাটির দেশে পা রাখছেন প্রতিরক্ষা মন্ত্রী। ওই দিনই বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে তাঁর সামনে পরিবেশিত হবে ভানুসিংহের পদাবলী। অনুষ্ঠানের দিন রাত্রিবাস করে দিল্লি ফিরবেন তিনি ৷ এখনও পর্যন্ত এমনই সম্ভাব্য সূচি তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফেও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ৷

আরও পড়ুন: 'পরিবেশ আদালতের নির্দেশ মানে না বিশ্বভারতী !' ক্ষোভ সুভাষের

জেলা পুলিশ কর্তারা ইতিমধ্যেই বিশ্বভারতীর আম্রকুঞ্জ, লিপিকা প্রেক্ষাগৃহ, গৌরপ্রাঙ্গণ, রবীন্দ্রভবন ঘুরে দেখেছেন ৷ রীতি অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে শংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেওয়া হয়। যদিও, এবছর বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান 'দেশিকোত্তম' ও 'গগন-অবন' কাউকে প্রদান করা হচ্ছে না বলেই খবর ৷

বোলপুর, 20 ফেব্রুয়ারি: বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Union defence minister Rajnath Singh)। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। আগামী 24 ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনের সমাবর্তন অনুষ্ঠান ৷ তার আগেরদিন অর্থাৎ, 23 ফেব্রুয়ারি শান্তিনিকেতনে পৌঁছে যাবেন রাজনাথ। সেখানে রাত্রিবাস করে পরদিন আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি (Rajnath Singh to attend Convocation ceremony of Visva Bharati) ৷

2020 কোভিড পরিস্থিতির জন্য বিশ্বভারতীতে বন্ধ ছিল সমাবর্তন অনুষ্ঠান ৷ 2021 কোভিড বিধি মেনে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল ৷ ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2022 সালে ছাত্র আন্দোলনের জেরে বাসভবন পূর্বিতায় ঘেরাও ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ঘটনার ঘনঘটায় গতবছর তাই স্থগিত হয়ে গিয়েছিল বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ৷ ফলে বহু পড়ুয়া শংসাপত্র পায়নি। তাই এবছর বাড়তি উদ্যমে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে রবি ঠাকুরের বিশ্বভারতীতে।

ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে সমাবর্তন অনুষ্ঠান সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি প্রথা মেনে আম্রকুঞ্জে সমাবর্তন হবে এবং প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ জানা গিয়েছে, সমাবর্তনে যোগ দেওয়ার জন্য 23 ফেব্রুয়ারি রাঙামাটির দেশে পা রাখছেন প্রতিরক্ষা মন্ত্রী। ওই দিনই বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে তাঁর সামনে পরিবেশিত হবে ভানুসিংহের পদাবলী। অনুষ্ঠানের দিন রাত্রিবাস করে দিল্লি ফিরবেন তিনি ৷ এখনও পর্যন্ত এমনই সম্ভাব্য সূচি তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফেও শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ৷

আরও পড়ুন: 'পরিবেশ আদালতের নির্দেশ মানে না বিশ্বভারতী !' ক্ষোভ সুভাষের

জেলা পুলিশ কর্তারা ইতিমধ্যেই বিশ্বভারতীর আম্রকুঞ্জ, লিপিকা প্রেক্ষাগৃহ, গৌরপ্রাঙ্গণ, রবীন্দ্রভবন ঘুরে দেখেছেন ৷ রীতি অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে শংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেওয়া হয়। যদিও, এবছর বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান 'দেশিকোত্তম' ও 'গগন-অবন' কাউকে প্রদান করা হচ্ছে না বলেই খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.