বোলপুর, 22 ফেব্রুয়ারি : পুলিশি ঘেরাটোপে বোলপুরের কংকালীতলা মন্দিরে বিয়ে হল বন্দীর । প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে জেল হেপাজতে রয়েছেন সেনাকর্মী স্বপন সর্দার ৷ আদালতের নির্দেশে 1 ঘণ্টার মধ্যে মন্দিরে বিয়ে সম্পন্ন হয় ৷ পুলিশে নিরাপত্তায় এই বিয়ে দেখতে মন্দিরে ভিড় মানুষজনের ।
লাভপুরের দ্বারন্দার বাসিন্দা স্বপন সর্দার ৷ পেশায় সেনাকর্মী (BSF), পঞ্জাব রেজিমেন্ট কর্মরত ৷ মহম্মদবাজারের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল স্বপনের ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় 14ফেব্রুয়ারি বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় স্বপন সর্দারের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে 376, 414 ধারায় মামলা রুজু হয় । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ৷ তবে দুটি পরিবারের মধ্যস্থতায় বিয়েতে রাজি হয় দু'জন ৷ সেইমতো আদালতে প্রস্তাব দেওয়া হয় ৷ এক ঘণ্টার মধ্যে বিবাহ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারক । আদালত ছাড়পত্র দিলে পুলিশি ঘেরাটোপে এদিন বোলপুরের কংকালীতলা মন্দিরে বিয়ে হয় দুজনের ৷ এই বিয়ে দেখতে ভিড় জমে মন্দিরে ৷
অভিযুক্তের পক্ষের আইনজীবী বিশ্বনাথ সরকার বলেন, ‘‘দুই পরিবার ও পাত্র-পাত্রী বিয়েতে রাজি হয় । আদালতও বিষয়টি মেনে নেয় ৷ সেই মতো জেল হেপাজতে থেকেই বিয়ে হয় ৷’’