শান্তিনিকেতন, 16 মার্চ : ঘেরাও মুক্ত হয়ে পদত্যাগ করলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ও কর্মসমিতির সদস্য স্বপন ঘোষ । কর্মসচিবের ইস্তফার পর এদিন পদত্যাগ করেন দুই আধিকারিক (Two Visva-Bharati Administrator Resign)।
জানা গিয়েছে, উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জেরেই এই সিদ্ধান্ত । যদিও, সে কথা স্বীকার করেননি কোনও পক্ষই । 17 দিন লাগাতার ছাত্র আন্দোলনের জেরে উত্তাল ছিল বিশ্বভারতী । ছাত্রাবাস খোলার দাবি-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয় ছাত্র আন্দোলন ৷ দুই দফায় আধিকারিকদের ঘেরাও করেছিল পড়ুয়ারা ৷
আরও পড়ুন: Visva Bharati : আমরণ অনশন-সহ কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীতে চলছে বিক্ষোভ
16 মার্চ প্রায় 30 ঘণ্টা বাংলাদেশ ভবনে ঘেরাও থাকার পর মুক্তি পায় কর্মসচিব সহ আধিকারিক, অধ্যক্ষরা । ঘেরাও থাকাকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে মতানৈক্যর জন্য ইস্তফা দেন কর্মসচিব আশিষ আগরওয়াল । ঘেরাও মুক্ত হয়ে এদিন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক পদ ত্যাগ করেন অতীগ ঘোষ । ইতিহাস বিভাগের এই অধ্যাপক জনসংযোগ আধিকারিকের পদ সামলাচ্ছিলেন ৷
পাশাপাশি, এদিন বিশ্বভারতীর সর্বোচ্চ নীতি নির্ণায়ক কর্মসমিতির সদস্য পদ ত্যাগ করলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ স্বপন ঘোষ ৷ অতীগ ঘোষ পারিবারিক সমস্যার কারণেই পদ ত্যাগ করছেন বলে জানিয়েছেন ৷ স্বপন ঘোষ ছাত্রদের কোনও সাহায্য না করতে পারার কথা তুলে ধরেন ৷ যদিও, বিশ্বভারতীর অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, উপাচার্যের সঙ্গে মতবিরোধের জন্যই পদ থেকে একে একে সরে যাচ্ছেন আধিকারিকেরা ৷