ETV Bharat / state

রিসর্ট মালিকের বিরুদ্ধে সোনাঝুরি জঙ্গলের গাছ কাটার অভিযোগ, বিক্ষোভ - locals

সোনাঝুরি জঙ্গলে প্রায় 300 গাছ কাটার অভিযোগ উঠল এক রিসর্ট মালিকের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় ব্যবসায়ীরা।

চলছে বিক্ষোভ
author img

By

Published : Apr 15, 2019, 1:05 AM IST

শান্তিনিকেতন, 15 এপ্রিল : শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে প্রায় 250 থেকে 300 গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক রিসর্ট মালিকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখায় ও ওই রিসর্ট মালিকের ছেলেকে মারধর করে। অভিযোগ, সোনাঝুরি জঙ্গলে একাধিক গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি রিসর্ট থেকে মদের বোতল জঙ্গলে ছুড়ে ফেলা হচ্ছে। উত্তেজিত ব্যবসায়ীরা গতকাল রিসর্টে চড়াও হয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা, লেখনীতে স্থান পেয়েছে সোনাঝুরি, খোয়াই। দিন দিন এই ঐতিহ্যবাহী খোয়াই প্রায় ধ্বংসের মুখে। খোয়াইয়ের সোনাঝুরি জঙ্গলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক রিসর্ট, হোটেল। যার মধ্যে অধিকাংশই নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। কিছু দিন আগে এই সোনাঝুরির এক রিসর্টে নুড ফটোশুটের অভিযোগও উঠেছিল।

এবার সোনাঝুরি জঙ্গলে প্রায় 250 থেকে 300 গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রিসর্ট ব্যবসায়ী গণেশ ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগে সোনাঝুরি হাটের প্রায় কয়েকশো ব্যবসায়ী গতকাল রিসর্টে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে রিসর্ট মালিকের ছেলেকে মারধরও করে বিক্ষোভকারীরা। অভিযোগ, রিসর্ট বিস্তার করার জন্য সোনাঝুরি জঙ্গলের গাছ কেটে ফেলা হচ্ছে। পাশাপাশি, রিসর্ট থেকে মদের বোতল জঙ্গলে ফেলে পরিবেশকে কলুষিত করা হচ্ছে। বিক্ষোভকারী ব্যবসায়ীদের দাবি, এই রিসর্ট থেকে জঙ্গলের পরিবেশ নষ্ট করার ফলে বন দপ্তর হাট বন্ধ করে দিতে পারে। তাতে বহু ব্যবসায়ীর রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এই রিসর্ট বন্ধ করে দেওয়া হোক।

অভিযুক্ত রিসর্ট মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। বন দপ্তরের তরফে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখছে তারা।

শান্তিনিকেতন, 15 এপ্রিল : শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে প্রায় 250 থেকে 300 গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক রিসর্ট মালিকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখায় ও ওই রিসর্ট মালিকের ছেলেকে মারধর করে। অভিযোগ, সোনাঝুরি জঙ্গলে একাধিক গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি রিসর্ট থেকে মদের বোতল জঙ্গলে ছুড়ে ফেলা হচ্ছে। উত্তেজিত ব্যবসায়ীরা গতকাল রিসর্টে চড়াও হয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা, লেখনীতে স্থান পেয়েছে সোনাঝুরি, খোয়াই। দিন দিন এই ঐতিহ্যবাহী খোয়াই প্রায় ধ্বংসের মুখে। খোয়াইয়ের সোনাঝুরি জঙ্গলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক রিসর্ট, হোটেল। যার মধ্যে অধিকাংশই নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে বলে অভিযোগ। কিছু দিন আগে এই সোনাঝুরির এক রিসর্টে নুড ফটোশুটের অভিযোগও উঠেছিল।

এবার সোনাঝুরি জঙ্গলে প্রায় 250 থেকে 300 গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রিসর্ট ব্যবসায়ী গণেশ ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগে সোনাঝুরি হাটের প্রায় কয়েকশো ব্যবসায়ী গতকাল রিসর্টে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে রিসর্ট মালিকের ছেলেকে মারধরও করে বিক্ষোভকারীরা। অভিযোগ, রিসর্ট বিস্তার করার জন্য সোনাঝুরি জঙ্গলের গাছ কেটে ফেলা হচ্ছে। পাশাপাশি, রিসর্ট থেকে মদের বোতল জঙ্গলে ফেলে পরিবেশকে কলুষিত করা হচ্ছে। বিক্ষোভকারী ব্যবসায়ীদের দাবি, এই রিসর্ট থেকে জঙ্গলের পরিবেশ নষ্ট করার ফলে বন দপ্তর হাট বন্ধ করে দিতে পারে। তাতে বহু ব্যবসায়ীর রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এই রিসর্ট বন্ধ করে দেওয়া হোক।

অভিযুক্ত রিসর্ট মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। বন দপ্তরের তরফে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখছে তারা।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.