ETV Bharat / state

Poush Utsav 2022: হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা, প্রথা মেনে শুরু 'পৌষ উৎসব' - Poush Utsav Started According to Tradition

চিরাচরিত প্রথা মেনে 7 পৌষ ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় সকালে বিশেষ উপাসনার মধ্যে দিয়েই তিনদিনের পৌষ উৎসবের সূচনা করা হল (Poush Utsav Started According to Tradition) ।

Poush Utsav 2022
প্রথা মেনে গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসব
author img

By

Published : Dec 23, 2022, 10:24 AM IST

Updated : Dec 23, 2022, 1:46 PM IST

প্রথা মেনে গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসব

বোলপুর, 23 ডিসেম্বর: হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে প্রথা মেনে শুরু পৌষ উৎসব (Poush Utsav)। বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হল তিন দিনের এই পৌষ উৎসবের (Poush Utsav Started According to Tradition) । অংশ নেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

1843 সালের 21 ডিসেম্বর (7 পৌষ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন । তিনি এই ধর্মের প্রচার করেন । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মহর্ষি 1845 সালে কলকাতার গোরিটির বাগানে উপাসনা, ব্রাহ্ম মন্ত্র পাঠের আয়োজন করেন । এভাবেই পৌষমেলার সূচনা হয় । পরে 1862 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন । দীর্ঘদিন বাদে 1891 সালে ব্রহ্মমন্দির বা উপাসনাগৃহ প্রতিষ্ঠিত হয় । এখান থেকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা ।

আরও পড়ুন: শান্তিনিকেতনে হবে না পৌষমেলা

1894 সালে এই উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষমেলা । দিন দিন মেলার পরিধি বৃদ্ধি পায় । পরে মেলা উঠে আসে পূর্ব পল্লির মাঠে। এ পর্যন্ত 2019 সালে শেষ বার হয় ঐতিহ্যবাহী পৌষমেলা । তারপর 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় । 2021 থেকে রাজ্য সরকারের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর লাগাতার সংঘাতের জেরে মেলা বন্ধ । তবে প্রথা অনুযায়ী এদিন শুরু হল পৌষ উৎসব ।

7 পৌষ ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় সকালে বিশেষ উপাসনার মধ্যে দিয়েই তিনদিনের পৌষ উৎসবের সূচনা হল । মহর্ষি স্মারক বক্তৃতা থেকে শুরু করে খ্রিস্ট উৎসব, বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে প্রথা মেনে সবই হবে উৎসবে।

আরও পড়ুন: কবিগুরুকে চূড়ান্ত অপমান ! বিকল্প পৌষমেলার অতিথি তালিকা নিয়ে তৃণমূলকে বিঁধলেন অনুপম

জানা গিয়েছে, বিশ্বভারতীর রবীন্দ্র ভবন গৌরপ্রাঙ্গণ, ছাতিমতলা, উপাসনাগৃহ প্রভৃতি জায়গায় এই তিনদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ মহর্ষি স্মারক বক্তৃতা, বইপ্রকাশ, রবীন্দ্র কালানুক্রমিক উন্মোচন-সহ বিভিন্ন অনুষ্ঠানও হবে বলে জানা গিয়েছে ৷ আগামী 9 পৌষ উৎসব শেষ হবে ৷ বড়দিনে ছাতিমতলা সাজবে আলোয় ৷

প্রথা মেনে গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় শুরু হল পৌষ উৎসব

বোলপুর, 23 ডিসেম্বর: হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা । তবে প্রথা মেনে শুরু পৌষ উৎসব (Poush Utsav)। বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হল তিন দিনের এই পৌষ উৎসবের (Poush Utsav Started According to Tradition) । অংশ নেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

1843 সালের 21 ডিসেম্বর (7 পৌষ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন । তিনি এই ধর্মের প্রচার করেন । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মহর্ষি 1845 সালে কলকাতার গোরিটির বাগানে উপাসনা, ব্রাহ্ম মন্ত্র পাঠের আয়োজন করেন । এভাবেই পৌষমেলার সূচনা হয় । পরে 1862 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন । দীর্ঘদিন বাদে 1891 সালে ব্রহ্মমন্দির বা উপাসনাগৃহ প্রতিষ্ঠিত হয় । এখান থেকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা ।

আরও পড়ুন: শান্তিনিকেতনে হবে না পৌষমেলা

1894 সালে এই উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষমেলা । দিন দিন মেলার পরিধি বৃদ্ধি পায় । পরে মেলা উঠে আসে পূর্ব পল্লির মাঠে। এ পর্যন্ত 2019 সালে শেষ বার হয় ঐতিহ্যবাহী পৌষমেলা । তারপর 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় । 2021 থেকে রাজ্য সরকারের সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর লাগাতার সংঘাতের জেরে মেলা বন্ধ । তবে প্রথা অনুযায়ী এদিন শুরু হল পৌষ উৎসব ।

7 পৌষ ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও ছাতিমতলায় সকালে বিশেষ উপাসনার মধ্যে দিয়েই তিনদিনের পৌষ উৎসবের সূচনা হল । মহর্ষি স্মারক বক্তৃতা থেকে শুরু করে খ্রিস্ট উৎসব, বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে প্রথা মেনে সবই হবে উৎসবে।

আরও পড়ুন: কবিগুরুকে চূড়ান্ত অপমান ! বিকল্প পৌষমেলার অতিথি তালিকা নিয়ে তৃণমূলকে বিঁধলেন অনুপম

জানা গিয়েছে, বিশ্বভারতীর রবীন্দ্র ভবন গৌরপ্রাঙ্গণ, ছাতিমতলা, উপাসনাগৃহ প্রভৃতি জায়গায় এই তিনদিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ মহর্ষি স্মারক বক্তৃতা, বইপ্রকাশ, রবীন্দ্র কালানুক্রমিক উন্মোচন-সহ বিভিন্ন অনুষ্ঠানও হবে বলে জানা গিয়েছে ৷ আগামী 9 পৌষ উৎসব শেষ হবে ৷ বড়দিনে ছাতিমতলা সাজবে আলোয় ৷

Last Updated : Dec 23, 2022, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.