ETV Bharat / state

"নির্মল গ্রাম"-এই মুখ্যমন্ত্রীর নির্দেশে হল শৌচাগার ! - রূপপুর

144টি শৌচাগার হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামটিকে "মডেল গ্রাম" করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । যদিও দু'বছর আগেই রূপপুর গ্রাম পঞ্চায়েতকে "নির্মল গ্রাম" হিসেবে ঘোষণা করা হয়েছিল ৷

CM order to make toilets at Ruppur, which was declared "Nirmal Gram" two years back
CM order to make toilets at Ruppur, which was declared "Nirmal Gram" two years back
author img

By

Published : Jan 18, 2021, 9:45 PM IST

Updated : Jun 28, 2022, 1:10 PM IST

বোলপুর, 18 জানুয়ারি : শৌচাগার নির্মাণের জন্য খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হল । অথচ বীরভূমের রূপপুর গ্রাম পঞ্চায়েতকে দু'বছর আগেই "নির্মল গ্রাম" ঘোষণা করা হয়েছে । সম্প্রতি বোলপুর সফরে সোনাঝুরি জঙ্গল লাগোয়া রূপপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুরডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় মুখ্যমন্ত্রীর কাছে শৌচাগারের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা । তাঁর নির্দেশে শৌচাগার সহ গ্রামটিকে ঢেলে সাজিয়ে "মডেল গ্রাম" করা হচ্ছে । যার জন্য আনুমানিক 50 লাখ টাকা বরাদ্দও হয়েছে ।

বোলপুর সফরে এসে 29 ডিসেম্বর শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙার আদিবাসী গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের অভাব-অভিযোগের কথা জানান । গ্রামে পর্যাপ্ত শৌচাগার নেই বলে জানান তাঁরা । সঙ্গে সঙ্গে জেলাশাসক বিজয় ভারতী ও রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রামে শৌচাগার নির্মাণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশ মতো পরের দিন সকাল থেকেই শুরু হয় কাজ । 144টি শৌচাগার নির্মাণ-সহ নলকূপ, সৌর শক্তির আলো, নিকাশির উন্নয়ন, রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ এমনকী গ্রামের বাড়িগুলির দেওয়ালে রঙিন নকশাও করা হচ্ছে । কারণ গ্রামটিকে "মডেল গ্রাম" করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ হয়ে গিয়েছে । সোমবার গ্রামের কাজ খতিয়ে দেখতে আসেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাই ।

এবার মডেল গ্রাম বল্লভপুরডাঙা ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর অধ্যাপকের সাসপেনশন প্রত্যাহারে দাবি, উপাচার্যকে চিঠি অক্সফোর্ড-হার্ভার্ড-সহ বহু বিশ্ববিদ্যালয়ের

গ্রামবাসীরা খুশি ৷ তাঁরা বলেন, "আমরা দাবি করেছিলাম ৷ মুখ্যমন্ত্রী নির্দেশে গ্রামে শৌচাগার হচ্ছে ।" যদিও দু'বছর আগেই উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ হয়েছে, এই যুক্তিতে বীরভূম জেলার গোটা রূপপুর গ্রাম পঞ্চায়েতকেই "নির্মল গ্রাম" ঘোষণা করা হয়েছিল । প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সবে মাত্র গ্রামে শৌচাগার নির্মাণ হচ্ছে, সেখানে আগেভাগে কীভাবে এই গ্রাম তথা গোটা পঞ্চায়েত এলাকাকে "নির্মল গ্রাম" ঘোষণা করা হল !

CM order to make toilets at Ruppur, which was declared
তৈরি হয়েছে নতুন নলকূপ ৷

এই প্রসঙ্গে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাইয়ের যুক্তি, "শৌচাগার ছিল । তবে যে মডেল বানানো হয়েছিল তা এলাকার মানুষের পছন্দ হয়নি । তাই নতুন করে শৌচাগার বানানো হচ্ছে ।"

বোলপুর, 18 জানুয়ারি : শৌচাগার নির্মাণের জন্য খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হল । অথচ বীরভূমের রূপপুর গ্রাম পঞ্চায়েতকে দু'বছর আগেই "নির্মল গ্রাম" ঘোষণা করা হয়েছে । সম্প্রতি বোলপুর সফরে সোনাঝুরি জঙ্গল লাগোয়া রূপপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুরডাঙা আদিবাসী অধ্যুষিত গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় মুখ্যমন্ত্রীর কাছে শৌচাগারের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা । তাঁর নির্দেশে শৌচাগার সহ গ্রামটিকে ঢেলে সাজিয়ে "মডেল গ্রাম" করা হচ্ছে । যার জন্য আনুমানিক 50 লাখ টাকা বরাদ্দও হয়েছে ।

বোলপুর সফরে এসে 29 ডিসেম্বর শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল লাগোয়া বল্লভপুরডাঙার আদিবাসী গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে কাছে পেয়ে এলাকার বাসিন্দারা তাঁদের অভাব-অভিযোগের কথা জানান । গ্রামে পর্যাপ্ত শৌচাগার নেই বলে জানান তাঁরা । সঙ্গে সঙ্গে জেলাশাসক বিজয় ভারতী ও রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রামে শৌচাগার নির্মাণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশ মতো পরের দিন সকাল থেকেই শুরু হয় কাজ । 144টি শৌচাগার নির্মাণ-সহ নলকূপ, সৌর শক্তির আলো, নিকাশির উন্নয়ন, রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে ৷ এমনকী গ্রামের বাড়িগুলির দেওয়ালে রঙিন নকশাও করা হচ্ছে । কারণ গ্রামটিকে "মডেল গ্রাম" করার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ হয়ে গিয়েছে । সোমবার গ্রামের কাজ খতিয়ে দেখতে আসেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাই ।

এবার মডেল গ্রাম বল্লভপুরডাঙা ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর অধ্যাপকের সাসপেনশন প্রত্যাহারে দাবি, উপাচার্যকে চিঠি অক্সফোর্ড-হার্ভার্ড-সহ বহু বিশ্ববিদ্যালয়ের

গ্রামবাসীরা খুশি ৷ তাঁরা বলেন, "আমরা দাবি করেছিলাম ৷ মুখ্যমন্ত্রী নির্দেশে গ্রামে শৌচাগার হচ্ছে ।" যদিও দু'বছর আগেই উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ হয়েছে, এই যুক্তিতে বীরভূম জেলার গোটা রূপপুর গ্রাম পঞ্চায়েতকেই "নির্মল গ্রাম" ঘোষণা করা হয়েছিল । প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সবে মাত্র গ্রামে শৌচাগার নির্মাণ হচ্ছে, সেখানে আগেভাগে কীভাবে এই গ্রাম তথা গোটা পঞ্চায়েত এলাকাকে "নির্মল গ্রাম" ঘোষণা করা হল !

CM order to make toilets at Ruppur, which was declared
তৈরি হয়েছে নতুন নলকূপ ৷

এই প্রসঙ্গে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও শেখর সাইয়ের যুক্তি, "শৌচাগার ছিল । তবে যে মডেল বানানো হয়েছিল তা এলাকার মানুষের পছন্দ হয়নি । তাই নতুন করে শৌচাগার বানানো হচ্ছে ।"

Last Updated : Jun 28, 2022, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.