ETV Bharat / state

Panchayat Election 2023: 'বিরোধীদের মনোনয়নে বাধা দিলে তিনি দলের কেউ নন', মাইক নিয়ে প্রচারে তৃণমূল বিধায়ক - পঞ্চায়েত নির্বাচন 2023

যিনি বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেবেন, তিনি দলের কেউ নন ৷ মাইক নিয়ে প্রচারে নেমে এ কথাই বলছেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ৷

Panchayat Election 2023
Panchayat Election 2023
author img

By

Published : Jun 11, 2023, 4:51 PM IST

Updated : Jun 11, 2023, 11:01 PM IST

মাইক নিয়ে প্রচারে তৃণমূল বিধায়ক

লাভপুর, 11 জুন: "বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিলে তিনি দলের কেউ নন ৷" রাজ্যের বিভিন্ন জায়গায় যখন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে হিংসার ঘটনা ঘটছে, তখনই বীরভূমের লাভপুরের রাস্তায় মাইক নিয়ে এ হেন প্রচারে নামলেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ । তিনি জানান, বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিক, সুষ্ঠু ভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক । কেউ বাধা দিলে তাঁর দায় দলের নয় বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ৷ সে ক্ষেত্রে প্রশাসন ও নির্বাচন কমিশন আইন যাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়, সেই আবেদন করেন লাভপুরের বিধায়ক ৷

বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় তিহাড় সংশোধনাগারের হেফাজতে রয়েছেন । তা সত্ত্বেও বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন । মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, হেনস্থার অভিযোগ উঠেছে ৷ একইভাবে বীরভূমের বেশকিছু জায়গা থেকেও একই অভিযোগ উঠেছে ৷

রবিবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে দেখা গেল মাইক নিয়ে প্রচারে নামতে ৷ এলাকার রাস্তায় ঘুরে ঘুরে তিনি প্রচার করেন, "গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন ৷ তাই এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া যাবে না ৷ এটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ৷ যদি কেউ বিরোধীদের বাধা দেয় দায় তাঁর ৷ দল সেই দায় নেবে না ।" প্রচারে বিধায়ককে আরও বলতে শোনা যায়, "যদি কেউ বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রশাসন ও নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিক, এটাই আবেদন ।"

আরও পড়ুন: ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির কাছে হারের পরও পঞ্চায়েতে গৌতমেই আস্থা তৃণমূলের

তৃণমূল বিধায়কের মাইক নিয়ে এ হেন প্রচার ঘিরে জল্পলা তুঙ্গে ৷ প্রসঙ্গত, 2018 সালে বীরভূম জেলায় 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 166টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল । বিরোধীদের প্রার্থী দিতেই দেওয়াই হয়নি ৷ তাই এ বার বিরোধীদের চাপে পড়েই কি উলটপুরাণ প্রচারে বিধায়ক ? তা নিয়েও চর্চা শুরু হয়েছে ।

তবে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, "এলাকার জন প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব দলের শীর্ষ নেতা-নেত্রীর নির্দেশ পালন করা ৷ নির্বাচন প্রক্রিয়ায় যাতে সবাই অংশ নেয় সেটাই গণতন্ত্র । বিরোধীদের কোনও ভাবে বাধা দেওয়া যাবে না ৷ এটা বললাম ।"

মাইক নিয়ে প্রচারে তৃণমূল বিধায়ক

লাভপুর, 11 জুন: "বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিলে তিনি দলের কেউ নন ৷" রাজ্যের বিভিন্ন জায়গায় যখন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে হিংসার ঘটনা ঘটছে, তখনই বীরভূমের লাভপুরের রাস্তায় মাইক নিয়ে এ হেন প্রচারে নামলেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ । তিনি জানান, বিরোধীরা মনোনয়ন পত্র জমা দিক, সুষ্ঠু ভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক । কেউ বাধা দিলে তাঁর দায় দলের নয় বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ৷ সে ক্ষেত্রে প্রশাসন ও নির্বাচন কমিশন আইন যাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়, সেই আবেদন করেন লাভপুরের বিধায়ক ৷

বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় তিহাড় সংশোধনাগারের হেফাজতে রয়েছেন । তা সত্ত্বেও বীরভূম জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন । মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাধা দেওয়া, মারধর, হেনস্থার অভিযোগ উঠেছে ৷ একইভাবে বীরভূমের বেশকিছু জায়গা থেকেও একই অভিযোগ উঠেছে ৷

রবিবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে দেখা গেল মাইক নিয়ে প্রচারে নামতে ৷ এলাকার রাস্তায় ঘুরে ঘুরে তিনি প্রচার করেন, "গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন ৷ তাই এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া যাবে না ৷ এটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ৷ যদি কেউ বিরোধীদের বাধা দেয় দায় তাঁর ৷ দল সেই দায় নেবে না ।" প্রচারে বিধায়ককে আরও বলতে শোনা যায়, "যদি কেউ বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রশাসন ও নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিক, এটাই আবেদন ।"

আরও পড়ুন: ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির কাছে হারের পরও পঞ্চায়েতে গৌতমেই আস্থা তৃণমূলের

তৃণমূল বিধায়কের মাইক নিয়ে এ হেন প্রচার ঘিরে জল্পলা তুঙ্গে ৷ প্রসঙ্গত, 2018 সালে বীরভূম জেলায় 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 166টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল । বিরোধীদের প্রার্থী দিতেই দেওয়াই হয়নি ৷ তাই এ বার বিরোধীদের চাপে পড়েই কি উলটপুরাণ প্রচারে বিধায়ক ? তা নিয়েও চর্চা শুরু হয়েছে ।

তবে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, "এলাকার জন প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব দলের শীর্ষ নেতা-নেত্রীর নির্দেশ পালন করা ৷ নির্বাচন প্রক্রিয়ায় যাতে সবাই অংশ নেয় সেটাই গণতন্ত্র । বিরোধীদের কোনও ভাবে বাধা দেওয়া যাবে না ৷ এটা বললাম ।"

Last Updated : Jun 11, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.