ETV Bharat / state

TMC Leader Controversy: ‘রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল’, উপাচার্য বিরোধী মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার - প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গদাধর হাজরা

মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা 6 দিন ধরে শান্তিনিকেতনে চলছে তৃণমূলের আন্দোলন । সেই মঞ্চেই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা গদাধর হাজরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 10:49 PM IST

বোলপুর, 1 নভেম্বর: বিশ্বভারতীর উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন মঞ্চ থেকে ‘রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল’ বলে বিতর্কিত মন্তব্য করলেন নানুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গদাধর হাজরা । পাশাপাশি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে তাঁকে খাটে করে 'হরি বোল' বলে দিল্লি পৌঁছে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ৷ প্রসঙ্গত, বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা 6 দিন ধরে শান্তিনিকেতনে চলছে তৃণমূলের আন্দোলন ।

17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো । তার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ 3টি শ্বেতপাথরের ফলক বসিয়েছে । তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব ।

এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে 6 দিন ধরে শান্তিনিকেতনে মঞ্চ তৈরি করে চলছে ধর্না-বিক্ষোভ । এই মঞ্চ থেকে আগেই বিশ্বভারতীর উপাচার্যকে হুমকি দিতে শোনা গিয়েছে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ও তৃণমূল নেতা বাবু দাসকে ৷ যা নিয়ে 'প্রাণ সংশয়ের আশঙ্কা' প্রকাশ করে শান্তিনিকেতন থানায় অভিযোগও করেছেন উপাচার্য ।

এদিন ফের ধর্না মঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে হুমকি দিতে শোনা গেল তৃণমূল নেতা গদাধর হাজরাকে ৷ তিনি বলেন, ‘‘আপনার দিন ঘনিয়ে এসেছে । আর মাত্র এক সপ্তাহ ৷ আপনার মেয়াদ শেষে আপনাকে খাটে তুলে বলো হরি হরি বোল বলে দিল্লি পৌঁছে দিয়ে আসব ।’’ এছাড়াও, তিনি বলেন, ‘‘মনে রাখবেন রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল ।’’ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্রর বনবাসকে জেল খাটার সঙ্গে তুলনা করলেন এই তৃণমূল নেতা । যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও ।

বোলপুরের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ বলেন, ‘‘তৃণমূলের নেতাদের মধ্যে শিক্ষার অভাব ৷ তাই রামচন্দ্রের প্রসঙ্গে এমন কথা বলে ৷ ওদের নেত্রীও এই ধরনের বহু কথা বলেন ৷ আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা করি । ধিক্কার জানাই ৷ গদাধর হাজরার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ।’’

আরও পড়ুন: গুরুদেব আমাদের রক্তে, তাঁর সম্মানের খেয়াল রাখা প্রয়োজন; বললেন রাজ্যপাল

বোলপুর, 1 নভেম্বর: বিশ্বভারতীর উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন মঞ্চ থেকে ‘রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল’ বলে বিতর্কিত মন্তব্য করলেন নানুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গদাধর হাজরা । পাশাপাশি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে তাঁকে খাটে করে 'হরি বোল' বলে দিল্লি পৌঁছে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি ৷ প্রসঙ্গত, বিশ্ব ঐতিহ্যের ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর । মুখ্যমন্ত্রীর নির্দেশে টানা 6 দিন ধরে শান্তিনিকেতনে চলছে তৃণমূলের আন্দোলন ।

17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো । তার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ 3টি শ্বেতপাথরের ফলক বসিয়েছে । তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব ।

এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে 6 দিন ধরে শান্তিনিকেতনে মঞ্চ তৈরি করে চলছে ধর্না-বিক্ষোভ । এই মঞ্চ থেকে আগেই বিশ্বভারতীর উপাচার্যকে হুমকি দিতে শোনা গিয়েছে নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ও তৃণমূল নেতা বাবু দাসকে ৷ যা নিয়ে 'প্রাণ সংশয়ের আশঙ্কা' প্রকাশ করে শান্তিনিকেতন থানায় অভিযোগও করেছেন উপাচার্য ।

এদিন ফের ধর্না মঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে হুমকি দিতে শোনা গেল তৃণমূল নেতা গদাধর হাজরাকে ৷ তিনি বলেন, ‘‘আপনার দিন ঘনিয়ে এসেছে । আর মাত্র এক সপ্তাহ ৷ আপনার মেয়াদ শেষে আপনাকে খাটে তুলে বলো হরি হরি বোল বলে দিল্লি পৌঁছে দিয়ে আসব ।’’ এছাড়াও, তিনি বলেন, ‘‘মনে রাখবেন রামচন্দ্র 14 বছর জেল খেটেছিল ।’’ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্রর বনবাসকে জেল খাটার সঙ্গে তুলনা করলেন এই তৃণমূল নেতা । যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও ।

বোলপুরের বিজেপি নেতা কাঞ্চন ঘোষ বলেন, ‘‘তৃণমূলের নেতাদের মধ্যে শিক্ষার অভাব ৷ তাই রামচন্দ্রের প্রসঙ্গে এমন কথা বলে ৷ ওদের নেত্রীও এই ধরনের বহু কথা বলেন ৷ আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা করি । ধিক্কার জানাই ৷ গদাধর হাজরার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ।’’

আরও পড়ুন: গুরুদেব আমাদের রক্তে, তাঁর সম্মানের খেয়াল রাখা প্রয়োজন; বললেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.