ETV Bharat / state

TMC Core Committee: মমতার গঠিত কোর-কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন শীর্ষনেতার, প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব - তৃণমূলের বীরভূম জেলার সম্পাদক সুদীপ্ত ঘোষ

মুখ্যমন্ত্রী তাঁর শেষ বীরভূম সফরে গিয়ে 9 সদস্যের কোর-কমিটি (TMC Birbhum Core Committee) জেলার সংগঠন পরিচালনার জন্য তৈরি করেছিলেন ৷ কিন্তু, সেই কোর-কমিটির কোনও অস্তিত্ব আছে কি না, সেই নিয়ে প্রশ্ন তুললেন কমিটির সদস্য তথা বীরভূম জেলা তৃণমূলের সম্পাদক সুদীপ্ত ঘোষ ৷

TMC Birbhum Core Committee ETV BHARAT
TMC Birbhum Core Committee ETV BHARAT
author img

By

Published : Mar 18, 2023, 7:51 PM IST

মমতার গঠিত কোর-কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন বীরভূম জেলা তৃণমূলের সম্পাদক

বোলপুর, 18 মার্চ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কোর কমিটি নিয়ে অন্তর্দ্বন্দ্ব বীরভূমে ৷ তৃণমূলের বীরভূম জেলার সম্পাদক সুদীপ্ত ঘোষ ফেসবুকে একটি পোস্ট করেছেন (TMC Leader Raises Question on Existence of Core Committee) ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘বীরভূমে কোর কমিটি বলে কিছু নেই ৷’’ আর তাঁর সেই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ যদিও, তিনি নিজে আবার মমতার ঘোষিত 9 জনের কোর-কমিটির একজন সদস্য (Core Committee formed by Mamata Banerjee in Birbhum) ৷ বীরভূমে তৃণমূল নেতাদের ‘‘শুভবুদ্ধির উদয় হোক, চৈতন্য হোক’’, এমনও বললেন অনুব্রত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা ৷

অনুব্রতহীন বীরভূম সফরে এসে দলের নেতা-মন্ত্রী, সাংসদ-বিদায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেষ্টকে সভাপতি পদে বহাল রেখে জেলার সংগঠন চালাতে 9 জনের একটি কোর-কমিটি তৈরি করেছিলেন তিনি ৷ এমনকি, সরকারি জনসভা থেকেই বীরভূমের সংগঠন নিজে দেখার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, কিছুদিন পর থেকেই কোর-কমিটির সদস্যদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় ৷ বিভিন্ন ভাবে সেই বিবাদ প্রকাশ্যেও আসে ৷ আর সেই কারণে কোর-কমিটি গঠনের পর থেকে এখনও পর্যন্ত একটি বৈঠকও হয়নি ৷

অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে কোর-কমিটির সদস্য করা হয়েছে ৷ পদ পাওয়ার পর বিভিন্ন জায়গায় কর্মীসভা-জনসভা করে চলেছেন তিনি ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের অন্যন্য নেতাদের দুর্নীতি, বালির কারবার নিয়ে সরব হতে দেখা গিয়েছে কাজল শেখকে ৷ এবার সোশাল নেটওয়ার্কে খোদ তৃণমূল সুপ্রিমোর ঘোষিত কোর-কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ ৷ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই নেতা যদিও কোর-কমিটির একজন সদস্য ৷

TMC Birbhum Core Committee ETV BHARAT
সুদীপ্ত ঘোষের সেই ফেসবুক পোস্টের স্ক্রিন শট (ইটিভি ভারত ছবির সত্যতা যাচাই করেনি)

আরও পড়ুন: সাগরদিঘিতে হারলেও সংখ্যালঘুদের সমর্থন হারায়নি তৃণমূল, বৈঠকে বার্তা মমতার

তিনি ফেসবুকে লেখেন, ‘‘বীরভূমে কোর-কমিটি বলে কিছু নেই ৷ আসল কমিটি হচ্ছে আমি তৃণমূল-কংগ্রেস.., কি না... নাকি ধান্দাবাজ ?’’ তৃণমূলের জেলার শীর্ষ নেতার এই পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ যদিও, বিতর্ক তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট সুদীপ্ত ঘোষ মুছেও দিয়েছেন ৷ কিন্তু, ততক্ষণে সেই পোস্ট স্ক্রিন শট আকারে ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷

এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ বলেন, ‘‘আমি সংবাদমাধ্যম থেকে জেনেছি কোর-কমিটির সদস্য ৷ হাতে কোন কাগজ পাইনি ৷ কোর-কমিটির সদস্য হওয়াটা আমার কাছে বড় বিষয় নয়, পদটা আসল নয় ৷ মুখ্যমন্ত্রী নিজে জেলা চালাচ্ছেন, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে ৷ আমার বার্তা, আমাদের বড় পরিচয় আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক ৷ নিজেকে বড় ভেবে নিলে মুশকিল হবে ৷ আমাদের তৃণমূল নেতাদের শুভবুদ্ধির উদয় হোক, চৈতন্য হোক ৷’’

মমতার গঠিত কোর-কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন বীরভূম জেলা তৃণমূলের সম্পাদক

বোলপুর, 18 মার্চ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কোর কমিটি নিয়ে অন্তর্দ্বন্দ্ব বীরভূমে ৷ তৃণমূলের বীরভূম জেলার সম্পাদক সুদীপ্ত ঘোষ ফেসবুকে একটি পোস্ট করেছেন (TMC Leader Raises Question on Existence of Core Committee) ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘বীরভূমে কোর কমিটি বলে কিছু নেই ৷’’ আর তাঁর সেই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ৷ যদিও, তিনি নিজে আবার মমতার ঘোষিত 9 জনের কোর-কমিটির একজন সদস্য (Core Committee formed by Mamata Banerjee in Birbhum) ৷ বীরভূমে তৃণমূল নেতাদের ‘‘শুভবুদ্ধির উদয় হোক, চৈতন্য হোক’’, এমনও বললেন অনুব্রত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা ৷

অনুব্রতহীন বীরভূম সফরে এসে দলের নেতা-মন্ত্রী, সাংসদ-বিদায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেষ্টকে সভাপতি পদে বহাল রেখে জেলার সংগঠন চালাতে 9 জনের একটি কোর-কমিটি তৈরি করেছিলেন তিনি ৷ এমনকি, সরকারি জনসভা থেকেই বীরভূমের সংগঠন নিজে দেখার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, কিছুদিন পর থেকেই কোর-কমিটির সদস্যদের মধ্যে মত পার্থক্য দেখা দেয় ৷ বিভিন্ন ভাবে সেই বিবাদ প্রকাশ্যেও আসে ৷ আর সেই কারণে কোর-কমিটি গঠনের পর থেকে এখনও পর্যন্ত একটি বৈঠকও হয়নি ৷

অনুব্রত মণ্ডলের যুযুধান হিসাবে পরিচিত নানুরের তৃণমূল নেতা কাজল শেখকে কোর-কমিটির সদস্য করা হয়েছে ৷ পদ পাওয়ার পর বিভিন্ন জায়গায় কর্মীসভা-জনসভা করে চলেছেন তিনি ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের অন্যন্য নেতাদের দুর্নীতি, বালির কারবার নিয়ে সরব হতে দেখা গিয়েছে কাজল শেখকে ৷ এবার সোশাল নেটওয়ার্কে খোদ তৃণমূল সুপ্রিমোর ঘোষিত কোর-কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ ৷ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই নেতা যদিও কোর-কমিটির একজন সদস্য ৷

TMC Birbhum Core Committee ETV BHARAT
সুদীপ্ত ঘোষের সেই ফেসবুক পোস্টের স্ক্রিন শট (ইটিভি ভারত ছবির সত্যতা যাচাই করেনি)

আরও পড়ুন: সাগরদিঘিতে হারলেও সংখ্যালঘুদের সমর্থন হারায়নি তৃণমূল, বৈঠকে বার্তা মমতার

তিনি ফেসবুকে লেখেন, ‘‘বীরভূমে কোর-কমিটি বলে কিছু নেই ৷ আসল কমিটি হচ্ছে আমি তৃণমূল-কংগ্রেস.., কি না... নাকি ধান্দাবাজ ?’’ তৃণমূলের জেলার শীর্ষ নেতার এই পোস্ট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷ যদিও, বিতর্ক তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট সুদীপ্ত ঘোষ মুছেও দিয়েছেন ৷ কিন্তু, ততক্ষণে সেই পোস্ট স্ক্রিন শট আকারে ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷

এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ বলেন, ‘‘আমি সংবাদমাধ্যম থেকে জেনেছি কোর-কমিটির সদস্য ৷ হাতে কোন কাগজ পাইনি ৷ কোর-কমিটির সদস্য হওয়াটা আমার কাছে বড় বিষয় নয়, পদটা আসল নয় ৷ মুখ্যমন্ত্রী নিজে জেলা চালাচ্ছেন, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে ৷ আমার বার্তা, আমাদের বড় পরিচয় আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক ৷ নিজেকে বড় ভেবে নিলে মুশকিল হবে ৷ আমাদের তৃণমূল নেতাদের শুভবুদ্ধির উদয় হোক, চৈতন্য হোক ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.