বোলপুর, 14 মে: আদালতের নির্দেশে এক ধাক্কায় চাকরি গিয়েছে 36 হাজার শিক্ষকের ৷ প্রাথমিকে সেই সব চাকরিহারাদের নিয়ে বোলপুরে বৈঠক করলেন তৃণমূল নেতা ৷ বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির নেতৃত্বে এই বৈঠক হয় রবিবার ৷ তৃণমূল নেতার তরফে এদিন চাকরিহারাদের আশ্বস্ত করা হয়েছে ৷ সেই সঙ্গে কোনওভাবেই তাদের বিভ্রান্ত না-হওয়ারও আবেদন জানানো হয়েছে ৷
তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি প্রলয় নায়েক এদিন প্রায় 800 জন চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন ৷ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে যাওয়া সংক্রান্ত বিষয়-সহ চাকরিহারাদের বিভ্রান্ত না-হওয়ার পরামর্শ দেওয়া হয় এদিনের বৈঠকে। জানা গিয়েছে, চাকরিহারা শিক্ষকরা এদিনের বৈঠকে কার্যত ভেঙে পড়েন। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খুইয়েছেন 36 হাজার প্রাথমিক শিক্ষক ৷ 2016-17 সালে প্রায় 42 হাজার 500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল ৷ তাদের মধ্যে প্রায় 36 হাজার শিক্ষককে টেট প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মামলাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি খোয়ান শিক্ষকরা।
চাকরিহারাদের এই তালিকায় বীরভূম জেলায় রয়েছে প্রায় 800 জন ৷ এদিন, বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে জেলার চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতা প্রলয় নায়েক ৷ তিনি বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদেও রয়েছেন। এদিন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় জেলা শিক্ষা সংসদের সভাপতি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনি পথে যাচ্ছে বলে এদিন চাকরিহারাদের আশ্বস্ত করেছে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ৷ সেইসঙ্গে যদি পর্ষদ বা সরকার রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে না-যায়, তবে দলগতভাবে আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি ৷ এদিন বৈঠকে দেখা যায় কার্যত ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা ৷ অনেকেই চাকরি যাওয়ার প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। অনেকে আবার ক্ষোভ উগরেও দিয়েছেন এদিন ৷
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক বলেন, "আদালতের রায়কে সম্মান করি ৷ তবে সেই রায়কে আমরা চ্যালেঞ্জ জানাব ৷ রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনি পথে যাবে ৷ যদি তারাও না যায় আমরা দলীয়ভাবে আইনি লড়াই করব ৷ দুর্নীতির কোন প্রশ্নই আসে না ৷ আমি বলেছি, কেউ যেন বিভ্রান্ত না হন।"
আরও পড়ুন: তৃণমূলের শিক্ষক সংগঠনে রদবদল, বৈঠকের পর জানালেন ব্রাত্য