ETV Bharat / state

Panchayat Elections 2023: নির্দল প্রার্থী হওয়ায় বীরভূমে 30 নেতা-কর্মীকে বহিষ্কার করল তৃণমূল - দল ৫৬ জনকে বরখাস্ত করেছিল

নির্দল প্রার্থী হওয়ায় এবার বীরভূমে ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল । এর আগে একই কারণে দল ৫৬ জনকে বরখাস্ত করেছিল ।

Etv Bharat
বীরভূমের ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল
author img

By

Published : Jun 25, 2023, 4:27 PM IST

বীরভূমের ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল

বোলপুর, 25 জুন: বার বার সতর্ক করেছিল দল । তারপরও অবশ্য অনেক জায়গাতেই নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি । আর তার জেরেই এবার দল থেকে তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নদিয়া, মুর্শিদাবাদের পর এবার বীরভূম জেলায় 30 জন নেতা-কর্মীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সকলের নামের তালিকা নিয়ে এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন কোর কমিটির দুই সদস্য বিকাশ রায়চৌধুরী ও অভিজিৎ সিংহ। সতর্ক করা সত্ত্বেও প্রার্থীপদ প্রত্যাহার করেননি, তাই দলবিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয় দলের তরফে ৷

এর আগে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি মিলিয়ে মোট 56 জনকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, দলের কেউ যদি নির্দল হয়ে ভোটে দাঁড়ায় তাদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে ৷ সেই মতো কলকাতায় তৃণমূল ভবন থেকে 56 জনকে বহিষ্কার করা হয়। এই সংখ্যাটা আরও বাড়বে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছিল ৷ রবিবার বীরভূম জেলায় 30 জনকে বহিষ্কার করা হয় ৷ এর মধ্যে খয়রাশোল ব্লকেরই 19 জন রয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়া, মুরারই এক নম্বর ব্লকের সাত জন, সিউড়ি এক নম্বর ব্লক, রাজনগর ব্লক, দুবরাজপুর ব্লক ও রামপুরহাট দুই নম্বর ব্লক থেকে এক জন করে বহিষ্কার করা হয়েছে ৷ এদিন, বোলপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা কোর কমিটি সদস্য তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তাঁরা জানান, বহিষ্কৃত 30 জনকে অনেকবার সতর্ক করা হয়েছিল ৷ দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করে নিতেও তাঁদের বলা হয়েছিল ৷ কিন্তু, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনও বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বলে দলের তরফে জানানো হয় ৷ তাই কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ শাসক শিবিরে, 56 জন নির্দল প্রার্থীকে সাসপেন্ড করল তৃণমূল

উল্লেখ্য, অনুব্রতহীন বীরভূমে এই প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে ৷ 2013 ও 2018 সালে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস। এবার জেলা পরিষদ-সহ বেশ কিছু পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে ৷ যদিও, মনোনয়ন পত্র জমা ও প্রত্যাহারে বিরোধী প্রার্থীদের রীতিমতো হেনস্থা, মারধর, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তবে বীরভূমে তৃণমূল প্রার্থীদের মাথাব্যথার মূল কারণ বিক্ষুব্ধ প্রার্থীরা। সাংবাদিক বৈঠকে বিকাশ রায়চৌধুরী বলেন, "দল বিরোধী কাজ করেছে তাই 30 জনকে বহিষ্কার করা হল। কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের তালিকা তৈরি করা হয়েছে। আজ থেকে দলের সঙ্গে এই 30 জনের কোনও সম্পর্ক রইল না ৷ অনেকবার তাদের সতর্ক করা হয়েছিল ৷ না-শোনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বীরভূমের ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল

বোলপুর, 25 জুন: বার বার সতর্ক করেছিল দল । তারপরও অবশ্য অনেক জায়গাতেই নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি । আর তার জেরেই এবার দল থেকে তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নদিয়া, মুর্শিদাবাদের পর এবার বীরভূম জেলায় 30 জন নেতা-কর্মীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সকলের নামের তালিকা নিয়ে এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন কোর কমিটির দুই সদস্য বিকাশ রায়চৌধুরী ও অভিজিৎ সিংহ। সতর্ক করা সত্ত্বেও প্রার্থীপদ প্রত্যাহার করেননি, তাই দলবিরোধী কাজের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয় দলের তরফে ৷

এর আগে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি মিলিয়ে মোট 56 জনকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, দলের কেউ যদি নির্দল হয়ে ভোটে দাঁড়ায় তাদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে ৷ সেই মতো কলকাতায় তৃণমূল ভবন থেকে 56 জনকে বহিষ্কার করা হয়। এই সংখ্যাটা আরও বাড়বে সেই ইঙ্গিতও দেওয়া হয়েছিল ৷ রবিবার বীরভূম জেলায় 30 জনকে বহিষ্কার করা হয় ৷ এর মধ্যে খয়রাশোল ব্লকেরই 19 জন রয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়া, মুরারই এক নম্বর ব্লকের সাত জন, সিউড়ি এক নম্বর ব্লক, রাজনগর ব্লক, দুবরাজপুর ব্লক ও রামপুরহাট দুই নম্বর ব্লক থেকে এক জন করে বহিষ্কার করা হয়েছে ৷ এদিন, বোলপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা কোর কমিটি সদস্য তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তাঁরা জানান, বহিষ্কৃত 30 জনকে অনেকবার সতর্ক করা হয়েছিল ৷ দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করে নিতেও তাঁদের বলা হয়েছিল ৷ কিন্তু, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনও বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বলে দলের তরফে জানানো হয় ৷ তাই কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ শাসক শিবিরে, 56 জন নির্দল প্রার্থীকে সাসপেন্ড করল তৃণমূল

উল্লেখ্য, অনুব্রতহীন বীরভূমে এই প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে ৷ 2013 ও 2018 সালে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল কংগ্রেস। এবার জেলা পরিষদ-সহ বেশ কিছু পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে ৷ যদিও, মনোনয়ন পত্র জমা ও প্রত্যাহারে বিরোধী প্রার্থীদের রীতিমতো হেনস্থা, মারধর, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তবে বীরভূমে তৃণমূল প্রার্থীদের মাথাব্যথার মূল কারণ বিক্ষুব্ধ প্রার্থীরা। সাংবাদিক বৈঠকে বিকাশ রায়চৌধুরী বলেন, "দল বিরোধী কাজ করেছে তাই 30 জনকে বহিষ্কার করা হল। কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের তালিকা তৈরি করা হয়েছে। আজ থেকে দলের সঙ্গে এই 30 জনের কোনও সম্পর্ক রইল না ৷ অনেকবার তাদের সতর্ক করা হয়েছিল ৷ না-শোনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.