ETV Bharat / state

Panchayat Election Result 2023: মমতার মামার বাড়িতে হারল তৃণমূল, জয়ী বিজেপি - মুখ্যমন্ত্রী মামার বাড়িতে হারল তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে ৷ এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে দু'জন তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থীরা ৷ একজন মাত্র তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jul 11, 2023, 1:07 PM IST

Updated : Jul 11, 2023, 3:05 PM IST

জয়ী বিজেপি প্রার্থীদের প্রতিক্রিয়া

রামপুরহাট, 11 জুলাই: রামপুরহাট 1 নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের তিনটি আসনের মধ্য়ে দু'টিতে জয়ী বিজেপি প্রার্থীরা ৷ এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি ৷ এখানে তিনটির মধ্যে দু'টি আসনে জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থী ৷ উল্লেখ্য, জেলার দাপুটে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবারের পঞ্চায়েত ভোটে নেই ৷ তিনি ও তাঁর কন্যা এখন তিহাড় জেলে বন্দি ৷

একটিমাত্র আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী ৷ কুশুম্বা গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর বুথে ভোট দেয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের পরিবার ৷ এই পঞ্চায়েত এলাকায় জয়ী বিজেপি প্রার্থী অর্চনা হাজরা ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী সাথী লেট ৷ অন্যদিকে এই গ্রামে 32 নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের গৌতম লেট । তবে 29 নম্বর বুথে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আদিত্য দত্ত ৷

এনিয়ে বিজেপির ব্লক সভাপতি তাপস মণ্ডল বলেন, "মানুষ বিজেপিকে গ্রহণ করেছে । তাই আমরা জিতেছি । তাছাড়া গত নির্বাচনে গায়ের জোরে ওরা পঞ্চায়েত দখল করেছিল । সেটা মানুষ মেনে নিতে পারেনি । তারই বদলা ব্যালটে দিয়েছেন মানুষ ৷" অন্যদিকে বিজেপি নেতা শুভাশিস চৌধুরী বলেন,"ওই অঞ্চলে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রীর মামার বাড়ির । মানুষ চোখের সামনে সব দেখতে পাচ্ছে । তাই মুখ ফিরিয়ে নিয়েছে ৷ "

যদিও পরাজয় নিয়ে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় । তৃণমূলের অঞ্চল সভাপতি বালক লেট বলেন,"বিরোধীরা একজোট হয়ে আমাদের হারিয়েছে । ভোটের পর এনিয়ে পর্যালোচনা করব ৷"

আরও পড়ুন: 'রেজাল্ট আবার কী হবে ? তৃণমূলই জিতবে', কটাক্ষ অগ্নিমিত্রার

তৃণমূলের নবজোয়ার যাত্রায় বীরভূমে এসেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এখানে কুশুম্বা গ্রামে এসে দাদুর সঙ্গে দেখা করেন ৷ প্রায় 10 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক ৷ সাক্ষাৎ হয় নাতি-দাদুর ৷ এই গ্রামে মামারবাড়িতেই মুখ্যমন্ত্রী বড়ো হয়েছেন ৷ মামা নিহার মুখোপাধ্যায় ও মামী পম্পা মুখোপাধ্যায় রয়েছেন গ্রামের এই বাড়িতে ৷ তবে তৃণমূল সুপ্রিমোর মামা অনিল মুখোপাধ্যায় অসুস্থ ৷ বীরভূম সফরে এসে অভিষেক বন্দ্য়োপাধ্যায় তাঁর দাদুকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছিলেন ৷

জয়ী বিজেপি প্রার্থীদের প্রতিক্রিয়া

রামপুরহাট, 11 জুলাই: রামপুরহাট 1 নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের তিনটি আসনের মধ্য়ে দু'টিতে জয়ী বিজেপি প্রার্থীরা ৷ এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি ৷ এখানে তিনটির মধ্যে দু'টি আসনে জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থী ৷ উল্লেখ্য, জেলার দাপুটে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবারের পঞ্চায়েত ভোটে নেই ৷ তিনি ও তাঁর কন্যা এখন তিহাড় জেলে বন্দি ৷

একটিমাত্র আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী ৷ কুশুম্বা গ্রাম পঞ্চায়েতের 31 নম্বর বুথে ভোট দেয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের পরিবার ৷ এই পঞ্চায়েত এলাকায় জয়ী বিজেপি প্রার্থী অর্চনা হাজরা ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের প্রার্থী সাথী লেট ৷ অন্যদিকে এই গ্রামে 32 নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা ৷ তাঁর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের গৌতম লেট । তবে 29 নম্বর বুথে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আদিত্য দত্ত ৷

এনিয়ে বিজেপির ব্লক সভাপতি তাপস মণ্ডল বলেন, "মানুষ বিজেপিকে গ্রহণ করেছে । তাই আমরা জিতেছি । তাছাড়া গত নির্বাচনে গায়ের জোরে ওরা পঞ্চায়েত দখল করেছিল । সেটা মানুষ মেনে নিতে পারেনি । তারই বদলা ব্যালটে দিয়েছেন মানুষ ৷" অন্যদিকে বিজেপি নেতা শুভাশিস চৌধুরী বলেন,"ওই অঞ্চলে সব থেকে বেশি উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রীর মামার বাড়ির । মানুষ চোখের সামনে সব দেখতে পাচ্ছে । তাই মুখ ফিরিয়ে নিয়েছে ৷ "

যদিও পরাজয় নিয়ে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় । তৃণমূলের অঞ্চল সভাপতি বালক লেট বলেন,"বিরোধীরা একজোট হয়ে আমাদের হারিয়েছে । ভোটের পর এনিয়ে পর্যালোচনা করব ৷"

আরও পড়ুন: 'রেজাল্ট আবার কী হবে ? তৃণমূলই জিতবে', কটাক্ষ অগ্নিমিত্রার

তৃণমূলের নবজোয়ার যাত্রায় বীরভূমে এসেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এখানে কুশুম্বা গ্রামে এসে দাদুর সঙ্গে দেখা করেন ৷ প্রায় 10 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক ৷ সাক্ষাৎ হয় নাতি-দাদুর ৷ এই গ্রামে মামারবাড়িতেই মুখ্যমন্ত্রী বড়ো হয়েছেন ৷ মামা নিহার মুখোপাধ্যায় ও মামী পম্পা মুখোপাধ্যায় রয়েছেন গ্রামের এই বাড়িতে ৷ তবে তৃণমূল সুপ্রিমোর মামা অনিল মুখোপাধ্যায় অসুস্থ ৷ বীরভূম সফরে এসে অভিষেক বন্দ্য়োপাধ্যায় তাঁর দাদুকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছিলেন ৷

Last Updated : Jul 11, 2023, 3:05 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.