ETV Bharat / state

Sonajhuri Haat Closed অনুব্রতর গ্রেফতারিতে বন্ধ সোনাঝুরির হাট, প্রতিবাদে বিজেপি

author img

By

Published : Aug 13, 2022, 4:24 PM IST

Updated : Aug 13, 2022, 7:13 PM IST

গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে শনিবার শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বন্ধ করা রাখা হয় ৷ এই নিয়ে প্রতিবাদ করে টুইট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) ৷

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
Sonajhuri Hat Closed অনুব্রতর গ্রেফতারিতে বন্ধ সোনাঝুরির হাট, প্রতিবাদে বিজেপি

বোলপুর, 13 অগস্ট : অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতারের প্রতিবাদে বন্ধ রাখা হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ৷ প্রতি শনিবার বড় আকারে বসে এই হাট ৷ কয়েক হাজার পর্যটক আসেন সেখানে । হঠাৎ হাট বন্ধ রাখায় নিরাশ হয়ে ফিরছেন সকলে ৷ অনুব্রতর জন্য হাট বন্ধ করে গরিব মানুষের পেটে লাথি মারা হল, এই লিখে টুইট করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) ।

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
ফাঁকা সোনাঝুরির হাট

শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে খোয়াই হাট ৷ সপ্তাহের অন্যান্য দিন এই হাট বসলেও বড় আকারে প্রতি শনিবার বসে । প্রচুর মানুষের ভিড় জমে । লক্ষ লক্ষ টাকার হস্তশিল্প, পোশাক, গহনা বিকিকিনি হয় ৷ গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন ৷ সেই প্রতিবাদে এদিন হাট বন্ধ করে দেন তৃণমূল (Trinamool Congress) নেতারা ৷ হাটে মাইকে ঘোষণা করা হচ্ছে, অনুব্রত মণ্ডলের জন্য এই হাটে সকল শিল্পী রোজগার করে । তাঁকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে । সেই প্রতিবাদে বন্ধ হাট ।

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
ফাঁকা সোনাঝুরির হাট
TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
ফাঁকা সোনাঝুরির হাট

শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র এই হাট বন্ধ থাকায় নিরাশ হয়ে ফিরছেন পর্যটকেরা ৷ পালটা বিজেপির (BJP) জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "এই হাটে কত ব্যবসায়ীর রুজিরুটি চলে ৷ একজন গোরু পাচারে অভিযুক্তের জন্য বন্ধ করে দেওয়া হল হাট । কত মানুষের পেটের ভাতে লাথি মারা হল ।"

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
বিজেপি নেতা অনুপম হাজরার টুইট

আরও পড়ুন : গুড় বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান, বিতর্কে ইলামবাজারের তৃণমূল নেতা

বোলপুর, 13 অগস্ট : অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতারের প্রতিবাদে বন্ধ রাখা হল শান্তিনিকেতনের সোনাঝুরির হাট ৷ প্রতি শনিবার বড় আকারে বসে এই হাট ৷ কয়েক হাজার পর্যটক আসেন সেখানে । হঠাৎ হাট বন্ধ রাখায় নিরাশ হয়ে ফিরছেন সকলে ৷ অনুব্রতর জন্য হাট বন্ধ করে গরিব মানুষের পেটে লাথি মারা হল, এই লিখে টুইট করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) ।

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
ফাঁকা সোনাঝুরির হাট

শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে খোয়াই হাট ৷ সপ্তাহের অন্যান্য দিন এই হাট বসলেও বড় আকারে প্রতি শনিবার বসে । প্রচুর মানুষের ভিড় জমে । লক্ষ লক্ষ টাকার হস্তশিল্প, পোশাক, গহনা বিকিকিনি হয় ৷ গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন ৷ সেই প্রতিবাদে এদিন হাট বন্ধ করে দেন তৃণমূল (Trinamool Congress) নেতারা ৷ হাটে মাইকে ঘোষণা করা হচ্ছে, অনুব্রত মণ্ডলের জন্য এই হাটে সকল শিল্পী রোজগার করে । তাঁকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে । সেই প্রতিবাদে বন্ধ হাট ।

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
ফাঁকা সোনাঝুরির হাট
TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
ফাঁকা সোনাঝুরির হাট

শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র এই হাট বন্ধ থাকায় নিরাশ হয়ে ফিরছেন পর্যটকেরা ৷ পালটা বিজেপির (BJP) জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, "এই হাটে কত ব্যবসায়ীর রুজিরুটি চলে ৷ একজন গোরু পাচারে অভিযুক্তের জন্য বন্ধ করে দেওয়া হল হাট । কত মানুষের পেটের ভাতে লাথি মারা হল ।"

TMC Allegedly Forcibly Closes Santiniketan Famous Market Due to Anubrata Mondal Arrest
বিজেপি নেতা অনুপম হাজরার টুইট

আরও পড়ুন : গুড় বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান, বিতর্কে ইলামবাজারের তৃণমূল নেতা

Last Updated : Aug 13, 2022, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.