ETV Bharat / state

সিউড়িতে BJP কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুরের অভিযোগ ; অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Sep 7, 2020, 1:45 PM IST

স্থানীয় BJP কর্মীদের অভিযোগ , রবিবার রাতে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদি , সুকান্ত দাস, অশোক মণ্ডলের নেতৃত্বে 50-60 জনের দল এসে জয়দেব মণ্ডল এবং দামোদর পালের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় ।

Tmc attack on BJP
সিউড়িতে BJP কর্মীদের বাড়ি লুটপাটের অভিযোগ

সিউড়ি , 7 সেপ্টেম্বর : সিউড়িতে BJP কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এমনকী, দুই কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ । সিউড়ি থানার কোমা গ্রাম পঞ্চায়েতের মেটে গ্রামের ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি , এরকম কোনও ঘটনা ঘটেনি । সবটাই সাজানো ঘটনা । এলাকায় BJP-র কোনও সংগঠন না থাকায় মানুষের সমর্থন পেতে এইরকম ঘটনা সাজানো হচ্ছে ।

স্থানীয় BJP কর্মীদের অভিযোগ , রবিবার রাতে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদি , সুকান্ত দাস, অশোক মণ্ডলের নেতৃত্বে 50-60 জনের একটি দলে এসে জয়দেব মণ্ডল এবং দামোদর পালের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় ।

এবিষয়ে BJP কর্মী দামোদর পাল বলেন , "গতরাতে তৃণমূলের লোকজন এসে জয়দেব মণ্ডলের বাড়ি থেকে জলের পাম্প তুলে নিয়ে চলে যায় । আমার বাড়িতে খাবার নষ্ট করে দিয়েছে । দুই-তিন হাজার টাকা লুট হয়েছে । ট্রাক্টর, মোটরবাইক ভাঙচুর করা হয়েছে । বর্তমানে BJP করি বলেই এইভাবে আমাদের উপর চড়াও হয়েছে । এছাড়াও দুই BJP কর্মীকে তৃণমূলের লোকজন তুলে নিয়ে গেছে ।"

কী বলছে BJP ও তৃণমূল , শুনে নিন

যদিও BJP-র এই অভিযোগ অস্বীকার করে বলরাম বাগদি বলেন , " ক্যানেলপাড়ে যে সরকারি গাছ রয়েছে BJP-র নেতৃত্বে সেই গাছ চুরি হয়েছে গতকাল । BJP করে এমন দু'জনের বাড়িতে ওই গাছ পাওয়া গেছে । পুলিশ এই ঘটনার তদন্ত করছে । দু'জনকে গ্রেপ্তার করেছে । কেউ নিখোঁজ হয়নি, কোনও লুটপাট , ভাঙচুর চালানো হয়নি । কোমা গ্রামে BJP-র কোনও সংগঠন নেই । এই সকল ঘটনা সাজিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করছে ।"

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিউড়ি থানার পুলিশ । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

সিউড়ি , 7 সেপ্টেম্বর : সিউড়িতে BJP কর্মীদের বাড়িতে লুটপাট, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এমনকী, দুই কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ । সিউড়ি থানার কোমা গ্রাম পঞ্চায়েতের মেটে গ্রামের ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি , এরকম কোনও ঘটনা ঘটেনি । সবটাই সাজানো ঘটনা । এলাকায় BJP-র কোনও সংগঠন না থাকায় মানুষের সমর্থন পেতে এইরকম ঘটনা সাজানো হচ্ছে ।

স্থানীয় BJP কর্মীদের অভিযোগ , রবিবার রাতে এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদি , সুকান্ত দাস, অশোক মণ্ডলের নেতৃত্বে 50-60 জনের একটি দলে এসে জয়দেব মণ্ডল এবং দামোদর পালের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় ।

এবিষয়ে BJP কর্মী দামোদর পাল বলেন , "গতরাতে তৃণমূলের লোকজন এসে জয়দেব মণ্ডলের বাড়ি থেকে জলের পাম্প তুলে নিয়ে চলে যায় । আমার বাড়িতে খাবার নষ্ট করে দিয়েছে । দুই-তিন হাজার টাকা লুট হয়েছে । ট্রাক্টর, মোটরবাইক ভাঙচুর করা হয়েছে । বর্তমানে BJP করি বলেই এইভাবে আমাদের উপর চড়াও হয়েছে । এছাড়াও দুই BJP কর্মীকে তৃণমূলের লোকজন তুলে নিয়ে গেছে ।"

কী বলছে BJP ও তৃণমূল , শুনে নিন

যদিও BJP-র এই অভিযোগ অস্বীকার করে বলরাম বাগদি বলেন , " ক্যানেলপাড়ে যে সরকারি গাছ রয়েছে BJP-র নেতৃত্বে সেই গাছ চুরি হয়েছে গতকাল । BJP করে এমন দু'জনের বাড়িতে ওই গাছ পাওয়া গেছে । পুলিশ এই ঘটনার তদন্ত করছে । দু'জনকে গ্রেপ্তার করেছে । কেউ নিখোঁজ হয়নি, কোনও লুটপাট , ভাঙচুর চালানো হয়নি । কোমা গ্রামে BJP-র কোনও সংগঠন নেই । এই সকল ঘটনা সাজিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করছে ।"

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিউড়ি থানার পুলিশ । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.