বোলপুর, 12 মে: লাল মাটির রাস্তায় সাইকেল চালাচ্ছেন অমর্ত্য সেন ৷ এমন একটি ছবি পোস্ট করল 'দ্য নোবেল প্রাইজ' কমিটি ৷ টুইটারে কমিটি জানিয়েছে, অর্থনীতিবিদের সাইকেল তাঁর গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ প্রায় 40 বছর আগে বোলপুরে সোনাঝুরির লালমাটির রাস্তা দিয়ে গবেষণার কাজে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন অমর্ত্য সেন ৷ এদিকে শান্তিনিকেতনে নোবেলজয়ীর পৈতৃক বাড়ি 'প্রতীচী'র জমি নিয়ে বিতর্ক চলছে ৷ এমনকী জানুয়ারি মাসে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেন, অমর্ত্য অর্থনীতিতে গবেষণার জন্য নোবেল পাননি ৷ এই তথ্য মিথ্যে ৷
জল ঘোলার মাঝেই অর্থনীতিবিদকে নিয়ে টুইট করল নোবেল প্রাইজ কমিটি ৷ অন্যদের উৎসাহিত করতে সেই ছবি টুইট করে নোবেল প্রাইজ কমিটি ৷ ছবির সঙ্গে লেখে, অমর্ত্য সেন ছোট ছেলে ও মেয়ে সন্তানের মধ্যে পার্থক্য কী তা নিয়ে গবেষণা করেছেন ৷ তাঁর বাইসাইকেলটি এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ তাঁর সহকারী, ছোট ছেলেমেয়েদের ওজন নিতে গিয়ে মার খেয়েছিলেন ৷ তারপর অমর্ত্য সেন নিজেই সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গের চারদিকে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেন ৷ তিনি নিজেই শিশুদের ওজন করার কাজটি শুরু করেন ৷
-
Amartya Sen's bicycle played a key role in his research on the differences between baby boys and girls. After his assistant got bit by the children when weighing them, Sen decided to bicycle through the countryside of West Bengal, weighing the children himself. pic.twitter.com/IvQaNpfYWL
— The Nobel Prize (@NobelPrize) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Amartya Sen's bicycle played a key role in his research on the differences between baby boys and girls. After his assistant got bit by the children when weighing them, Sen decided to bicycle through the countryside of West Bengal, weighing the children himself. pic.twitter.com/IvQaNpfYWL
— The Nobel Prize (@NobelPrize) May 9, 2023Amartya Sen's bicycle played a key role in his research on the differences between baby boys and girls. After his assistant got bit by the children when weighing them, Sen decided to bicycle through the countryside of West Bengal, weighing the children himself. pic.twitter.com/IvQaNpfYWL
— The Nobel Prize (@NobelPrize) May 9, 2023
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ির নাম প্রতীচি ৷ এ নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অভিযোগ, অর্থনীতিবিদ বিশ্বভারতীর 0.13 ডেসিমেল অতিরিক্ত জমি দখল করে রেখেছেন ৷ এ নিয়ে তরজার মাঝে জানুয়ারি মাসে তিনি বলেন, "অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাননি ৷ তিনি নিজেকে নোবেল প্রাপক হিসেবে দাবি করেন ৷" তাঁর যুক্তি অর্থনীতিতে সরাসরি নোবেল পুরস্কার দেওয়া হয় না ৷ তাই তাঁকে সরাসরি নোবেলজয়ী বলা যায় না ৷
প্রসঙ্গত, অর্থনীতিতে নোবেল পুরস্কারটিও আলফ্রেড নোবেলের স্মরণেই দেওয়া হয় ৷ তবে এক্ষেত্রে নোবেল ফাউন্ডেশন নোবেলজয়ীকে পুরস্কারের অর্থ দেয় সুইডেনের সেন্ট্রাল ব্যাংক সোয়ারিয়েস রিক্সব্যাংকের অনুদান থেকে ৷ 1968 সালে নোবেল ফাউন্ডেশন এই অনুদান পায় ৷ তাই অর্থনীতিতে নোবেল পুরস্কারের আরেকটি নাম 'সোয়ারিয়েস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক্স সায়েন্সেস ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল' ৷
অর্থনীতিতে নোবেল পুরস্কারটি দেয় স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্য়াকাডেমি অফ সায়েন্সেস ৷ তবে তা অন্য বিষয়ে নোবেল পাওয়ার রীতিনীতি মেনেই দেওয়া হয় ৷ উল্লেখ্য, 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতি নিয়ে গবেষণার জন্য এই নোবেল পুরস্কার তথা 'সোয়ারিয়েস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক্স সায়েন্সেস ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল' পান ৷ তিনিই প্রথম ভারতীয়, যিনি অর্থনীতিতে এই পুরস্কার পেয়েছেন ৷ তাঁর পর আরও এক বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও অর্থনীতিতে নোবেল পেয়েছেন।
আরও পড়ুন: 'অমর্ত্য সেন নোবেলজয়ী নন !' ফের বিস্ফোরক বিদ্যুৎ চক্রবর্তী