ETV Bharat / state

কিশোরমৃত্যু নিয়ে পুলিশ সুপারকে প্রশ্ন শিশু সুরক্ষা কমিশনের

author img

By

Published : Nov 1, 2020, 10:52 PM IST

আজ নিহত পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ সঙ্গে ছিলেন চার সদস্যের প্রতিনিধি দল । এরপর বোলপুর সার্কিট হাউজ়ে এসে একটি বৈঠক করেন তাঁরা ।

child-protection
মল্লারপুর থানায় কিশোরমৃত্যু নিয়ে পুলিশ সুপারকে প্রশ্ন শিশু সুরক্ষা কমিশনের , তদন্তের দাবি

বোলপুর, 1 নভেম্বর : মল্লারপুর থানার সামনে কেন CCTV নেই ৷ আজ পুলিশ সুপারকে প্রশ্ন করা হয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে ৷ এর উত্তরে পুলিশ সুপার শ্যাম সিং বলেন , মল্লারপুর থানা-সহ জেলার অধিকাংশ থানায় CCTV ক্যামেরা কাজ করে না ৷ বৈঠক শেষে এমনই জানালেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী । এছাড়াও তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ওই কিশোর আত্মহত্যা করেছে ৷ এছাড়াও, বীরভূমের প্রতিটি থানাকে শিশু সুরক্ষা আইন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শুভ মেহেনাকে । মল্লারপুর থানায় পুলিশ লকআপে মৃত্যু হয় শুভ মেহেনার । নিহতের পরিবারের অভিযোগ ছিল আদালতে না নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল ওই কিশোরকে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ হয় এলাকায় । তোলপাড় হয় রাজ্য রাজনীতিও ।

মল্লারপুর থানায় কিশোরমৃত্যু নিয়ে পুলিশ সুপারকে প্রশ্ন শিশু সুরক্ষা কমিশনের

আজ নিহত পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ সঙ্গে ছিলেন চার সদস্যের প্রতিনিধি দল । এরপর বোলপুর সার্কিট হাউসে এসে একটি বৈঠক করেন তাঁরা । বৈঠকে ডাকা হয়েছিল জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার শ্যাম সিংকেও । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনন্যা চক্রবর্তী । তিনি বলেন, " বীরভূমের মল্লারপুর থানা-সহ অধিকাংশ থানায় CCTV ক্যামেরা থাকলেও তা সঠিকভাবে কাজ করে না । এমনই জানিয়েছেন জেলা পুলিশ সুপার । কেন মল্লারপুর থানার CCTV নেই তা নিয়েও প্রশ্ন করা হয় জেলা পুলিশ সুপারকে । এছাড়াও জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে নির্দেশ দেওয়া হয় জেলার প্রত্যেকটি থানাকে শিশু সুরক্ষা আইন সংক্রান্ত বিষয়ে যাতে প্রশিক্ষণ দেওয়া হয় ।

অন্যদিকে, নিহত নাবালকের মাকে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয় । এরপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, " ময়নাতদন্তের রিপোর্ট আমরা পেয়েছি । রিপোর্টের ভিডিয়োগ্রাফিও দেখেছি । সেই রিপোর্ট অনুযায়ী, ওই নাবালক আত্মহত্যা করেছে । তবে কেন আত্মহত্যা করল তা নিয়ে তদন্ত হওয়া জরুরি । একটি তার নিয়ে গলায় জড়িয়ে বাথরুমে আত্মহত্যা করেছে এমনই জেলা পুলিশ সুপার আমাদের জানিয়েছেন । তবে সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে । সঠিক তদন্ত হলে আসল ঘটনা উঠে আসবে । "

বোলপুর, 1 নভেম্বর : মল্লারপুর থানার সামনে কেন CCTV নেই ৷ আজ পুলিশ সুপারকে প্রশ্ন করা হয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে ৷ এর উত্তরে পুলিশ সুপার শ্যাম সিং বলেন , মল্লারপুর থানা-সহ জেলার অধিকাংশ থানায় CCTV ক্যামেরা কাজ করে না ৷ বৈঠক শেষে এমনই জানালেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী । এছাড়াও তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ওই কিশোর আত্মহত্যা করেছে ৷ এছাড়াও, বীরভূমের প্রতিটি থানাকে শিশু সুরক্ষা আইন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শুভ মেহেনাকে । মল্লারপুর থানায় পুলিশ লকআপে মৃত্যু হয় শুভ মেহেনার । নিহতের পরিবারের অভিযোগ ছিল আদালতে না নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল ওই কিশোরকে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ হয় এলাকায় । তোলপাড় হয় রাজ্য রাজনীতিও ।

মল্লারপুর থানায় কিশোরমৃত্যু নিয়ে পুলিশ সুপারকে প্রশ্ন শিশু সুরক্ষা কমিশনের

আজ নিহত পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ সঙ্গে ছিলেন চার সদস্যের প্রতিনিধি দল । এরপর বোলপুর সার্কিট হাউসে এসে একটি বৈঠক করেন তাঁরা । বৈঠকে ডাকা হয়েছিল জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার শ্যাম সিংকেও । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনন্যা চক্রবর্তী । তিনি বলেন, " বীরভূমের মল্লারপুর থানা-সহ অধিকাংশ থানায় CCTV ক্যামেরা থাকলেও তা সঠিকভাবে কাজ করে না । এমনই জানিয়েছেন জেলা পুলিশ সুপার । কেন মল্লারপুর থানার CCTV নেই তা নিয়েও প্রশ্ন করা হয় জেলা পুলিশ সুপারকে । এছাড়াও জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে নির্দেশ দেওয়া হয় জেলার প্রত্যেকটি থানাকে শিশু সুরক্ষা আইন সংক্রান্ত বিষয়ে যাতে প্রশিক্ষণ দেওয়া হয় ।

অন্যদিকে, নিহত নাবালকের মাকে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয় । এরপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, " ময়নাতদন্তের রিপোর্ট আমরা পেয়েছি । রিপোর্টের ভিডিয়োগ্রাফিও দেখেছি । সেই রিপোর্ট অনুযায়ী, ওই নাবালক আত্মহত্যা করেছে । তবে কেন আত্মহত্যা করল তা নিয়ে তদন্ত হওয়া জরুরি । একটি তার নিয়ে গলায় জড়িয়ে বাথরুমে আত্মহত্যা করেছে এমনই জেলা পুলিশ সুপার আমাদের জানিয়েছেন । তবে সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে । সঠিক তদন্ত হলে আসল ঘটনা উঠে আসবে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.