নলহাটি, 9 এপ্রিল : এক মৌলবীর যৌন নির্যাতনের শিকার হয়েছে নাবালিকা । এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু তারপরও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে । নলহাটিতে নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার । যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । তাদের দাবি, অতি গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত চলছে । তবে, কোরোনার জেরে তদন্ত ধীর গতিতে চলছে ।
প্রতিদিন ভোরে গ্রামের মসজিদে আরবি ও নমাজ় শিখতে যেত ওই নাবালিকা । কয়েকদিন ধরে মসজিদে যেতে চাইছিল না সে । বাবা-মা কারণ জানতে চাইলে ওই নাবালিকা জানায়, মসজিদের মৌলবী তাকে যৌন নির্যাতন করেছে ।
বিষয়টি নিয়ে নির্যাতিতার আব্বা গ্রামে আলোচনা করেন । তারপর সালিশি সভায় 20 দিন আগে গ্রাম থেকে চলে যেতে বলা হয় অভিযুক্ত ওই মৌলবীকে । সেই মুহূর্তে গ্রাম থেকে চলে গেলেও 3 এপ্রিল কয়েকজনের মদতে সে ফিরে আসে । ওইদিনই নলহাটি থানায় ওই মৌলবীর বিরুদ্ধে নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার আম্মি । 4 এপ্রিল রামপুরহাট মেডিকেল কলেজে নলহাটি থানার তরফে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয় । কিন্তু তারপরে পুলিশের তরফে আর কোনওরকম তৎপরতা দেখানো হয়নি বলে অভিযোগ নির্যাতিতার আব্বার । এখনও মসজিদেই রয়েছে অভিযুক্ত ওই মৌলবী ।
নির্যাতিতার বাবা বলেন, "আমার বিবি নলহাটি থানায় অভিযোগ করেছেন । কিন্তু এখনও পর্যন্ত মৌলবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়নি । গ্রামের কয়েকজনের মদতে এখনও পর্যন্ত মৌলবী মসজিদে নিজের কাজ চালিয়ে যাচ্ছে । আমরা এই মৌলবীর গ্রেপ্তারের দাবি করছি ।"
নির্যাতিতার পরিবারের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ । পুলিশ জানায়, অভিযোগের পরের দিনই নির্যাতিতার জবানবন্দী রামপুরহাট কোর্টে নেওয়া হয়েছে । অভিযোগের ভিত্তিতে অতি গুরুত্ব সহকারে তদন্ত চলছে । আপাতত কোরোনার জেরে জেলায় বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ফলে তদন্ত ধীর গতিতে চলছে । তবে, তদন্তের স্বার্থে যে কোনও সময় মৌলবীকে আটক করা হতে পারে ।