ETV Bharat / state

Tarapith Temple : ভক্তদের ছাড়াই শুরু তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো - Tarapith

আজ কৌশিকী অমাবস্যা । কিন্তু করোনা পরিস্থিতির জেরে তারাপীঠের মা তারার মন্দির বন্ধ রয়েছে ৷ মা তারার নিত্যপুজো করছেন সেবায়েতরা ।

tarapith temple closed for devotees today due to covid situation
Tarapith Temple : ভক্তদের ছাড়াই শুরু তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো
author img

By

Published : Sep 6, 2021, 2:09 PM IST

Updated : Sep 6, 2021, 3:11 PM IST

তারাপীঠ, 6 সেপ্টেম্বর : আজ কৌশিকী অমাবস্যা । কিন্তু করোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে তারাপীঠের মা তারার মন্দির । প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনও পুণ্যার্থীকে । মা তারার নিত্যপুজো করছেন সেবায়েতরা ।

আরও পড়ুন : Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির, ভক্তদের না আসার পরামর্শ প্রশাসনের

করোনা ভাইরাস তৃতীয় ঢেউ প্রতিরোধ করতে অমাবস্যা উপলক্ষে এবার কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই কারণে মন্দির গত 3 সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত ৷ গত 17 অগস্ট বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

tarapith temple closed for devotees today due to covid situation
তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো

কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতিবছর তারাপীঠে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় । করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরও মন্দির বন্ধ রাখা হয়েছিল কৌশিকী অমাবস্যার সময় ৷ এবারও তার পুনরাবৃত্তি হল ।

tarapith temple closed for devotees today due to covid situation
পুণ্যার্থী শূন্য তারাপীঠ মন্দির

আরও পড়ুন : Visva-Bharati : উপাচার্যের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে এবার অনশনে বিশ্বভারতীর অধ্যাপকও

তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "শুধুমাত্র মন্দিরের সেবায়েতরাই মন্দিরে প্রবেশ করার অনুমতি আছে । পালাদার সেবায়েতরা নিয়ম মেনে পুজো করছেন ।"

ভক্তদের ছাড়াই শুরু তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো

তারাপীঠ, 6 সেপ্টেম্বর : আজ কৌশিকী অমাবস্যা । কিন্তু করোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে তারাপীঠের মা তারার মন্দির । প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনও পুণ্যার্থীকে । মা তারার নিত্যপুজো করছেন সেবায়েতরা ।

আরও পড়ুন : Tarapith Temple : কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির, ভক্তদের না আসার পরামর্শ প্রশাসনের

করোনা ভাইরাস তৃতীয় ঢেউ প্রতিরোধ করতে অমাবস্যা উপলক্ষে এবার কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই কারণে মন্দির গত 3 সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত ৷ গত 17 অগস্ট বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

tarapith temple closed for devotees today due to covid situation
তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো

কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতিবছর তারাপীঠে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় । করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরও মন্দির বন্ধ রাখা হয়েছিল কৌশিকী অমাবস্যার সময় ৷ এবারও তার পুনরাবৃত্তি হল ।

tarapith temple closed for devotees today due to covid situation
পুণ্যার্থী শূন্য তারাপীঠ মন্দির

আরও পড়ুন : Visva-Bharati : উপাচার্যের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে এবার অনশনে বিশ্বভারতীর অধ্যাপকও

তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "শুধুমাত্র মন্দিরের সেবায়েতরাই মন্দিরে প্রবেশ করার অনুমতি আছে । পালাদার সেবায়েতরা নিয়ম মেনে পুজো করছেন ।"

ভক্তদের ছাড়াই শুরু তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজো
Last Updated : Sep 6, 2021, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.