ETV Bharat / state

Kali Puja 2022: কালী রূপে মা তারার পুজো, মানুষের ঢল তারাপীঠে - Tarapith

কখনও লক্ষ্মী (Lakshmi), তো কখনও কালী (Kali Puja) ৷ সিদ্ধপীঠ তারাপীঠের (Tarapith) মা তারা এভাবেই পূজিত হন ৷ তারাপীঠে কোন দেবী মূর্তি পুজোর চল নেই । তাই এখানে মা তারাকে সমস্ত দেবী রূপে পুজো করা হয় ৷

Tarapith Kali Puja 2022
Tarapith Kali Puja 2022
author img

By

Published : Oct 24, 2022, 7:10 PM IST

তারাপীঠ, 24 অক্টোবর: আজ কালীপুজো (Kali Puja) । তারাপীঠে (Tarapith) এদিন মা তারাকে কালী রূপে পুজো করা হয় । তারাপীঠে মা তারা অধিষ্ঠাত্রি দেবী । সব দেবীর উর্দ্ধে মা তারা । তাই তারাপীঠে কোনও দেবী মূর্তি পুজোর চল নেই । মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবী মূর্তির পুজো করা হয় সিদ্ধপীঠ তারাপীঠে । দীপান্বিতা কালীপুজোর তিথিতে তাই মা তারাকেও শ্যামা রূপে পুজো করা হয় ।

এদিন মায়ের নিত্য পূজার্চনার পাশাপাশি শ্যামা রূপে মা তারাকে বিশেষ পুজো করা হবে । আর পাঁচটা দিনের মতো মা তারাকে এদিন ভোরবেলা স্নান করানো হয় । এরপরে মা তারাকে অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, ডাকের সাজ ও ফুল-মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয় । এরপর শুরু হয় মঙ্গলারতি ।

মা তারার প্রথম পুজোর সঙ্গে দেওয়া হয় শীতল ভোগ । আর পাঁচটা দিনের মতো এদিনও মায়ের নিত্যভোগ হয় । আজ নিশিরাতে মা তারাকে সোনার অলঙ্কারে ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেসে সাজিয়ে শ্যামা রূপে পুজো শুরু করা হয় । আজ সারারাত মন্দির খুলে রাখা হয় দর্শনার্থীদের জন্য (Kali Puja 2022) ।

কালী রূপে মা তারার পুজো, মানুষের ঢল তারাপীঠে

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় মা তারা পূজিত হন লক্ষ্মীরূপে

তারাপীঠে আজ মানুষের ঢল নেমেছে ৷ দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটেছে এখানে ৷ মায়ের এক ঝলক দর্শন পাওয়ায় জন্য সকলে উন্মুখ হয়ে থাকে এই কালীপুজোর দিনে ৷

তারাপীঠ, 24 অক্টোবর: আজ কালীপুজো (Kali Puja) । তারাপীঠে (Tarapith) এদিন মা তারাকে কালী রূপে পুজো করা হয় । তারাপীঠে মা তারা অধিষ্ঠাত্রি দেবী । সব দেবীর উর্দ্ধে মা তারা । তাই তারাপীঠে কোনও দেবী মূর্তি পুজোর চল নেই । মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবী মূর্তির পুজো করা হয় সিদ্ধপীঠ তারাপীঠে । দীপান্বিতা কালীপুজোর তিথিতে তাই মা তারাকেও শ্যামা রূপে পুজো করা হয় ।

এদিন মায়ের নিত্য পূজার্চনার পাশাপাশি শ্যামা রূপে মা তারাকে বিশেষ পুজো করা হবে । আর পাঁচটা দিনের মতো মা তারাকে এদিন ভোরবেলা স্নান করানো হয় । এরপরে মা তারাকে অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, ডাকের সাজ ও ফুল-মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয় । এরপর শুরু হয় মঙ্গলারতি ।

মা তারার প্রথম পুজোর সঙ্গে দেওয়া হয় শীতল ভোগ । আর পাঁচটা দিনের মতো এদিনও মায়ের নিত্যভোগ হয় । আজ নিশিরাতে মা তারাকে সোনার অলঙ্কারে ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেসে সাজিয়ে শ্যামা রূপে পুজো শুরু করা হয় । আজ সারারাত মন্দির খুলে রাখা হয় দর্শনার্থীদের জন্য (Kali Puja 2022) ।

কালী রূপে মা তারার পুজো, মানুষের ঢল তারাপীঠে

আরও পড়ুন: কোজাগরী পূর্ণিমায় মা তারা পূজিত হন লক্ষ্মীরূপে

তারাপীঠে আজ মানুষের ঢল নেমেছে ৷ দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটেছে এখানে ৷ মায়ের এক ঝলক দর্শন পাওয়ায় জন্য সকলে উন্মুখ হয়ে থাকে এই কালীপুজোর দিনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.