ETV Bharat / state

Suvendu slams Mamata: 'বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী পুরী বেড়াতে গেলেন' ! আক্রমণ শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্য়ায়

বগটুই গণহত্যার (Bogtui Massacre 2022) একবছর পূর্ণ হওয়ার দিনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ওড়িশা সফরে গেলেন ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷

Suvendu Adhikari slams Mamata Banerjee during Bogtui Massacre Anniversary
শুভেন্দুর শ্রদ্ধাজ্ঞাপন
author img

By

Published : Mar 21, 2023, 8:24 PM IST

শুভেন্দুর তোপ

রামপুরহাট, 21 মার্চ: বগটুই গণহত্যার (Bogtui Massacre 2022) একবছর পূর্ণ হল ! আর তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বেড়াতে গেলেন পুরীতে ! মঙ্গলবার বগটুইয়ে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷ গণহত্যার একবছর পূর্ণ হওয়া নিয়ে এদিন সকাল থেকে বগটুইয়ের 'হাওয়া গরম' ছিল ! নিহতদের কারা শ্রদ্ধা জানাবে, কারা নিহতদের পরিবারের বেশি কাছের মানুষ হিসাবে প্রমাণ করবে, এ নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ এই প্রেক্ষাপটে বিকেলে বগটুইয়ের অনুষ্ঠানে পৌঁছন শুভেন্দু ৷ নিহতদের স্মৃতির উদ্দেশে নির্মিত বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ একইসঙ্গে, ফের একবার বগটুই ইস্যুকে কেন্দ্র করে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সরকার ও দলের ৷ তাঁর নিশানা থেকে বাদ যাননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও ৷

শুভেন্দুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় নানা কারণে ফেসবুক ও টুইটারে পোস্ট করেন ৷ অথচ, এদিন বগটুই নিয়ে কোনও পোস্ট করেননি তিনি ৷ উলটে এদিন মমতা তিনদিনের সফরে চলে যান ওড়িশা ৷ বিমানে ওঠার আগে দমদম বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ নানা ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করেন ৷ কিন্তু, একবারের জন্যও বগটুইয়ের নাম উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী ৷ শুভেন্দুর দাবি, মমতা আসলে বগটুইকে ভুলে গিয়েছেন ! তিনি ভুলে গিয়েছেন, "তাঁর প্রজারা তাঁর দলের নেতাদের হাতে, তাঁর পুলিশের নিষ্ক্রিয়তায় খুন হয়ে গিয়েছেন !"

বগটুইয়ে এসে সংখ্যালঘু মন পাওয়ারও চেষ্টা করেন শুভেন্দু ৷ মনে করিয়ে দেন, গতবারের নির্বাচনে এই বগটুই থেকে মাত্র 17টি ভোট পেয়েছিলেন তাঁরা ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায় সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিলেন ৷ তিনি বুঝিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করলেই সংখ্যালঘুরা ভিটে, মাটি হারাবেন ৷ সেই কারণেই বিজেপি এত কম ভোট পেয়েছিল ৷ তাই এখানকার মানুষ দু'হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছিল ৷ কিন্তু, সেই তৃণমূলেরই নেতা "অনুব্রত মণ্ডলের নির্দেশে একবছর আগে বীরভূমের পুলিশ নিষ্ক্রিয় থেকেছিল ! আর সেই কারণেই বগটুই খুন হয়েছিলেন নিরাপরাধ, নিষ্পাপ মহিলারা !"

আরও পড়ুন: বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে শহিদ বেদি তৈরিতে পিছিয়েও মাল্যদানে এগিয়ে তৃণমূল

ওয়াকিবহাল মহল মনে করছে, শুভেন্দুর বার্তা খুব স্পষ্ট ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামাতেই বগটুই কাণ্ডকে হাতিয়ার করার চেষ্টা করেছেন তিনি ৷ সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন, এনআরসি হোক বা সিএএ, কোনও অবস্থাতেই বাংলার সংখ্যালঘুরা ভিটে-মাটি হারাবেন না ৷ একইসঙ্গে, বগটুইয়ের মানুষের ভাবাবেগ মমতার বিরুদ্ধে উস্কে দিয়ে এবং অনুব্রতর প্রসঙ্গ তুলে বগটুই তথা বীরভূমবাসীকে গেরুয়া শিবিরের দিকে টানার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

শুভেন্দুর তোপ

রামপুরহাট, 21 মার্চ: বগটুই গণহত্যার (Bogtui Massacre 2022) একবছর পূর্ণ হল ! আর তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বেড়াতে গেলেন পুরীতে ! মঙ্গলবার বগটুইয়ে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷ গণহত্যার একবছর পূর্ণ হওয়া নিয়ে এদিন সকাল থেকে বগটুইয়ের 'হাওয়া গরম' ছিল ! নিহতদের কারা শ্রদ্ধা জানাবে, কারা নিহতদের পরিবারের বেশি কাছের মানুষ হিসাবে প্রমাণ করবে, এ নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয় বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ এই প্রেক্ষাপটে বিকেলে বগটুইয়ের অনুষ্ঠানে পৌঁছন শুভেন্দু ৷ নিহতদের স্মৃতির উদ্দেশে নির্মিত বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ একইসঙ্গে, ফের একবার বগটুই ইস্যুকে কেন্দ্র করে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সরকার ও দলের ৷ তাঁর নিশানা থেকে বাদ যাননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও ৷

শুভেন্দুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নানা সময় নানা কারণে ফেসবুক ও টুইটারে পোস্ট করেন ৷ অথচ, এদিন বগটুই নিয়ে কোনও পোস্ট করেননি তিনি ৷ উলটে এদিন মমতা তিনদিনের সফরে চলে যান ওড়িশা ৷ বিমানে ওঠার আগে দমদম বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ নানা ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করেন ৷ কিন্তু, একবারের জন্যও বগটুইয়ের নাম উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী ৷ শুভেন্দুর দাবি, মমতা আসলে বগটুইকে ভুলে গিয়েছেন ! তিনি ভুলে গিয়েছেন, "তাঁর প্রজারা তাঁর দলের নেতাদের হাতে, তাঁর পুলিশের নিষ্ক্রিয়তায় খুন হয়ে গিয়েছেন !"

বগটুইয়ে এসে সংখ্যালঘু মন পাওয়ারও চেষ্টা করেন শুভেন্দু ৷ মনে করিয়ে দেন, গতবারের নির্বাচনে এই বগটুই থেকে মাত্র 17টি ভোট পেয়েছিলেন তাঁরা ৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায় সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিলেন ৷ তিনি বুঝিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করলেই সংখ্যালঘুরা ভিটে, মাটি হারাবেন ৷ সেই কারণেই বিজেপি এত কম ভোট পেয়েছিল ৷ তাই এখানকার মানুষ দু'হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছিল ৷ কিন্তু, সেই তৃণমূলেরই নেতা "অনুব্রত মণ্ডলের নির্দেশে একবছর আগে বীরভূমের পুলিশ নিষ্ক্রিয় থেকেছিল ! আর সেই কারণেই বগটুই খুন হয়েছিলেন নিরাপরাধ, নিষ্পাপ মহিলারা !"

আরও পড়ুন: বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে শহিদ বেদি তৈরিতে পিছিয়েও মাল্যদানে এগিয়ে তৃণমূল

ওয়াকিবহাল মহল মনে করছে, শুভেন্দুর বার্তা খুব স্পষ্ট ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামাতেই বগটুই কাণ্ডকে হাতিয়ার করার চেষ্টা করেছেন তিনি ৷ সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন, এনআরসি হোক বা সিএএ, কোনও অবস্থাতেই বাংলার সংখ্যালঘুরা ভিটে-মাটি হারাবেন না ৷ একইসঙ্গে, বগটুইয়ের মানুষের ভাবাবেগ মমতার বিরুদ্ধে উস্কে দিয়ে এবং অনুব্রতর প্রসঙ্গ তুলে বগটুই তথা বীরভূমবাসীকে গেরুয়া শিবিরের দিকে টানার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.