ETV Bharat / state

অন্যদিনের ইউনিফর্ম পরায় খুলে নিল স্কুল কর্তৃপক্ষ, অভিযোগে বিক্ষোভ

author img

By

Published : Nov 19, 2019, 1:54 PM IST

Updated : Nov 19, 2019, 2:54 PM IST

নিয়ম অনুযায়ী গতকাল যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী । তাই খুলে নেওয়া হল ছাত্রীদের পোশাক । এরকমই অভিযোগ উঠেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে ।

স্কুলের সামনে বিক্ষোভ

শান্তিনিকেতন, 19 নভেম্বর : নিয়ম অনুযায়ী সঠিক রঙের পোশাক পরে আসেনি । তাই খুলে নেওয়া হল ছাত্রীদের পোশাক । এরকমই অভিযোগ উঠেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে ।

শান্তিনিকেতনের মকরমপুরের ওই বেসরকারি স্কুলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের ইউনিফর্ম পরতে হয় । এই নিয়ম অনুযায়ী গতকাল যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী । অভিযোগ, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিন্স খুলে নেয় । শুধু তাই নয়, গতকাল এই অবস্থাতেই ওই ছাত্রীদের ক্লাস করতে হয় বলে অভিযোগ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

এই ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা । আজ এই ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভও দেখান তাঁরা । এক অভিভাবক বলেন, বিক্ষোভের মুখে পড়ে থানায় ঘটনার কথা স্বীকার করে নিয়ে স্কুলের প্রিন্সিপাল ক্ষমা চান । যদিও স্কুলের সহকারী শিক্ষক মহম্মদ জহর আলি মণ্ডল বলেন, ওই ছাত্রীরা নিয়মমাফিক পোশাক পরে না আসায় তাদের মৌখিকভাবে সে সম্পর্কে বলা হয়েছিল । তবে, লেগিন্স খুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ।

শান্তিনিকেতন, 19 নভেম্বর : নিয়ম অনুযায়ী সঠিক রঙের পোশাক পরে আসেনি । তাই খুলে নেওয়া হল ছাত্রীদের পোশাক । এরকমই অভিযোগ উঠেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে ।

শান্তিনিকেতনের মকরমপুরের ওই বেসরকারি স্কুলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের ইউনিফর্ম পরতে হয় । এই নিয়ম অনুযায়ী গতকাল যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী । অভিযোগ, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিন্স খুলে নেয় । শুধু তাই নয়, গতকাল এই অবস্থাতেই ওই ছাত্রীদের ক্লাস করতে হয় বলে অভিযোগ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

এই ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা । আজ এই ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভও দেখান তাঁরা । এক অভিভাবক বলেন, বিক্ষোভের মুখে পড়ে থানায় ঘটনার কথা স্বীকার করে নিয়ে স্কুলের প্রিন্সিপাল ক্ষমা চান । যদিও স্কুলের সহকারী শিক্ষক মহম্মদ জহর আলি মণ্ডল বলেন, ওই ছাত্রীরা নিয়মমাফিক পোশাক পরে না আসায় তাদের মৌখিকভাবে সে সম্পর্কে বলা হয়েছিল । তবে, লেগিন্স খুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ।

Intro:শান্তিনিকেতন, ১৯ নভেম্বরঃ নিয়ম অনুযায়ী পোষাক পরে না আসার জন্য কয়েকজন ছাত্রীর পোষাক খুলে নেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত একটি বেসরকারি ইংরাজি মাধ্যম সেন্ট টেরেজা স্কুলে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন অভিবাবক।Body:শান্তিনিকেতন, ১৯ নভেম্বরঃ নিয়ম অনুযায়ী পোষাক পরে না আসার জন্য কয়েকজন ছাত্রীর পোষাক খুলে নেওয়ার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত একটি বেসরকারি ইংরাজি মাধ্যম সেন্ট টেরেজা স্কুলে। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন অভিবাবক।

জানা গিয়েছে, শান্তিনিকেতনের মকরমপুরে সেন্ট টেরেজা স্কুলে বার অনুযায়ী পোষাক রয়েছে। সোমবার যে রঙের পোষাক পড়ার কথা কয়েকজন ছাত্রী সেই রঙের পোষাক পরেনি। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিংস খুলে নেন। দিনভর এই ভাবেই ক্লাস করেন ছাত্রীরা। পরে বিষয়টি অভিবাবকেরা জানলে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। এদিন, স্কুলের সামনে বিক্ষোভও দেখান অভিবাবকেরা। চাপের মুখে পড়ে ঘটনার কথা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ।Conclusion:
Last Updated : Nov 19, 2019, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.