ETV Bharat / state

Student Agitation at Visva-Bharati : হস্টেল খোলা-সহ 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী - বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ

হস্টেল খোলা-সহ 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Student Agitation at Visva-Bharati) ৷ উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা (Demand of Hostel Reopening) ৷

Visva Bharati Student Agitation
হস্টেল খোলা-সহ 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী
author img

By

Published : Feb 23, 2022, 2:01 PM IST

শান্তিনিকেতন, 23 ফেব্রুয়ারি: ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী (Student Agitation at Visva-Bharati) । অবিলম্বে ছাত্রাবাস খোলার দাবি জানিয়ে চলছে বিক্ষোভ ৷ তিন দফা দাবিতে বেড়া টপকে উপাচার্যের দফতরের সামনে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷

কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী (Students Agitation at VC office of Visva-Bharati) । কিন্তু ছাত্রাবাসগুলি এখন বন্ধ রয়েছে ৷ বিশ্বভারতীর একটা বড় অংশের পড়ুয়া বাইরে থেকে আসেন । তাঁরা ছাত্রাবাসে থেকে পঠন-পাঠন করেন । পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্রাবাসগুলি খুলতে হবে ৷ এ ছাড়া এত দিন অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই এ বছর অফলাইনে নয়, অনলাইনেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা ৷ পাঠভবন ও শিক্ষাসত্রের ক্লাস না হওয়ায় পড়ুয়াদের পাঠ্যক্রম শেষ হয়নি ৷ তাই তাঁদের পরীক্ষা পিছিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Visva Bharati reopening: রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে 3 ফেব্রুয়ারি খুলছে বিশ্বভারতী

এই তিন দফা দাবিতে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে বেড়া টপকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু হয় ৷ ছাত্র বিক্ষোভে উত্তাল হয় বিশ্বভারতী ।

Visva Bharati Student Agitation
বিশ্বভারতীতে বিক্ষোভ

পড়ুয়ারা জানালেন, "হোস্টেল না খুললে বাইরের ছাত্রছাত্রীরা খুব সমস্যায় পড়ছে । বাইরে থেকে এখানে এসে এত ঘর ভাড়া দিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয় ৷ অনলাইন পড়ানো হয়েছে, সিলেবাসও শেষ হয়নি । এখন অফলাইনে পরীক্ষা নেব বলছে ৷ এতেও সমস্যা হবে ৷ অনেকে এখনও আসতেই পারেননি । এই দাবিতে আমাদের বিক্ষোভ ।"

আরও পড়ুন: Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

শান্তিনিকেতন, 23 ফেব্রুয়ারি: ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী (Student Agitation at Visva-Bharati) । অবিলম্বে ছাত্রাবাস খোলার দাবি জানিয়ে চলছে বিক্ষোভ ৷ তিন দফা দাবিতে বেড়া টপকে উপাচার্যের দফতরের সামনে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷

কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী (Students Agitation at VC office of Visva-Bharati) । কিন্তু ছাত্রাবাসগুলি এখন বন্ধ রয়েছে ৷ বিশ্বভারতীর একটা বড় অংশের পড়ুয়া বাইরে থেকে আসেন । তাঁরা ছাত্রাবাসে থেকে পঠন-পাঠন করেন । পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্রাবাসগুলি খুলতে হবে ৷ এ ছাড়া এত দিন অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই এ বছর অফলাইনে নয়, অনলাইনেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা ৷ পাঠভবন ও শিক্ষাসত্রের ক্লাস না হওয়ায় পড়ুয়াদের পাঠ্যক্রম শেষ হয়নি ৷ তাই তাঁদের পরীক্ষা পিছিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Visva Bharati reopening: রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে 3 ফেব্রুয়ারি খুলছে বিশ্বভারতী

এই তিন দফা দাবিতে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে বেড়া টপকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু হয় ৷ ছাত্র বিক্ষোভে উত্তাল হয় বিশ্বভারতী ।

Visva Bharati Student Agitation
বিশ্বভারতীতে বিক্ষোভ

পড়ুয়ারা জানালেন, "হোস্টেল না খুললে বাইরের ছাত্রছাত্রীরা খুব সমস্যায় পড়ছে । বাইরে থেকে এখানে এসে এত ঘর ভাড়া দিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয় ৷ অনলাইন পড়ানো হয়েছে, সিলেবাসও শেষ হয়নি । এখন অফলাইনে পরীক্ষা নেব বলছে ৷ এতেও সমস্যা হবে ৷ অনেকে এখনও আসতেই পারেননি । এই দাবিতে আমাদের বিক্ষোভ ।"

আরও পড়ুন: Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.