ETV Bharat / state

'রাজ্যপাল বেরিয়ে যান', হলকর্ষণ অনুষ্ঠানে পোস্টার বিশ্বভারতীজুড়ে - রাজ্যপাল জগদীপ ধনকড় বিরোধী দেওয়াল লিখন-পোস্টার

শ্রীনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে এলেন রাজ্যপাল । সেই সময়ে বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড় বিরোধী দেওয়াল লিখন-পোস্টার ।

rajyapal
rajyapal
author img

By

Published : Aug 12, 2020, 1:59 PM IST

শান্তিনিকেতন, 12 অগাস্ট : শ্রীনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল । বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড় বিরোধী দেওয়াল লিখন-পোস্টার । সরাসরি রাজ্যপালকে উদ্দেশ্য করে 'গো ব্যাক' লেখাই বিশ্ববিদ্যালয়জুড়ে । ফি বৃদ্ধির চক্রান্তকারী বলেও ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে ।

কোরোনা পরিস্থিতিতে ফি মকুবের দাবি তুলেছিলেন শিক্ষার্থীদের একাংশ । বিশ্বভারতীর উপাচার্য ও কর্মসচিবকে চিঠিও দেন পড়ুয়ারা । আজ রাজ্যপাল যখন শ্রীনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন দেওয়ালে পড়ল পোস্টার ।

রাজ্যপালকে সরাসরি BJP-র দালাল বলে কটাক্ষ করা হয় । 'ফি বৃদ্ধির চক্রান্তকারী উপাচার্য,BJP-র দালাল রাজ্যপাল গো ব্যাক', 'BJP-র দালাল উপাচার্য গো ব্যাক', 'বিশ্বভারতী BJP-র দলীয় কার্যালয় নয়, রাজ্যপাল গেট আউট' ইত্যাদি পোস্টার দেখা গেল ক্যাম্পাসজুড়ে । তবে কেন এই পোস্টার, সে প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

campus
বিশ্বভারতীতে রাজ্যপাল বিরোধী লিখন

8টা 40মিনিটে বিশ্বভারতীর শ্রীনিকেতনে পল্লী শিক্ষা ভবনের মাঠে নামে রাজ্যপালের হেলিকপ্টার । সস্ত্রীক রাজ্যপালকে স্বাগত জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় । সেখান থেকে শ্রীনিকেতন মাঠে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর রেক্টর জগদীপ ধনকড় ।

wall
দেওয়াল লিখন বিশ্বভারতীজুড়ে

শান্তিনিকেতন, 12 অগাস্ট : শ্রীনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল । বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড় বিরোধী দেওয়াল লিখন-পোস্টার । সরাসরি রাজ্যপালকে উদ্দেশ্য করে 'গো ব্যাক' লেখাই বিশ্ববিদ্যালয়জুড়ে । ফি বৃদ্ধির চক্রান্তকারী বলেও ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে ।

কোরোনা পরিস্থিতিতে ফি মকুবের দাবি তুলেছিলেন শিক্ষার্থীদের একাংশ । বিশ্বভারতীর উপাচার্য ও কর্মসচিবকে চিঠিও দেন পড়ুয়ারা । আজ রাজ্যপাল যখন শ্রীনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন দেওয়ালে পড়ল পোস্টার ।

রাজ্যপালকে সরাসরি BJP-র দালাল বলে কটাক্ষ করা হয় । 'ফি বৃদ্ধির চক্রান্তকারী উপাচার্য,BJP-র দালাল রাজ্যপাল গো ব্যাক', 'BJP-র দালাল উপাচার্য গো ব্যাক', 'বিশ্বভারতী BJP-র দলীয় কার্যালয় নয়, রাজ্যপাল গেট আউট' ইত্যাদি পোস্টার দেখা গেল ক্যাম্পাসজুড়ে । তবে কেন এই পোস্টার, সে প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

campus
বিশ্বভারতীতে রাজ্যপাল বিরোধী লিখন

8টা 40মিনিটে বিশ্বভারতীর শ্রীনিকেতনে পল্লী শিক্ষা ভবনের মাঠে নামে রাজ্যপালের হেলিকপ্টার । সস্ত্রীক রাজ্যপালকে স্বাগত জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় । সেখান থেকে শ্রীনিকেতন মাঠে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর রেক্টর জগদীপ ধনকড় ।

wall
দেওয়াল লিখন বিশ্বভারতীজুড়ে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.