ETV Bharat / state

Visva Bharati : আমরণ অনশন-সহ কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীতে চলছে বিক্ষোভ - ছাত্র আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী

বিশ্বভারতীর পড়ুয়ারা এবার বসল আমরণ অনশনে ৷ এমনিতেই বাসভবনে ঘেরাও উপাচার্য, সঙ্গে পড়ুয়ারা এবার বাংলাদেশ ভবনে ঘেরাও করলেন বিশ্বভারতীর কর্মসচিব, সহ অধ্যক্ষ ও আধিকারিকদের (Deadlock Continues in Visva Bharati University) ৷ পড়ুয়ারা চাই যতদিন না তাদের দাবি মানা হবে, আন্দোলন চলবে ৷

Visva Bharati
বাংলাদেশ ভবনে ঘেরাও কর্মসচিব, সহ অধ্যক্ষ ও আধিকারিকেরা
author img

By

Published : Mar 14, 2022, 8:30 PM IST

শান্তিনিকেতন, 14 মার্চ : একদিকে বাসভবনে ঘেরাও উপাচার্য ৷ অন্যদিকে, বাংলাদেশ ভবনে ঘেরাও কর্মসচিব, সহ অধ্যক্ষ ও আধিকারিকেরা ৷ 15 দিনের মাথায় আমরণ অনশনে বসল আন্দোলনকারী পড়ুয়ারা ৷ সব মিলিয়ে উত্তাল ও অচল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Deadlock Continues in Visva Bharati University) ।

28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলার দাবি সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে ৷ পরীক্ষা বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা ৷ এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে স্পষ্ট বলা হয়, যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দেবেন না তাঁদের নিয়ম অনুসারে অনুপস্থিত দেখিয়ে ফেল করিয়ে দেওয়া হবে । এরপরই ছাত্র আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ।

এদিন সকাল থেকে বাসভবনে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে রাখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সমর্থিত পড়ুয়ারা ৷ উপাচার্যের গেটে দলীয় ব্যানার লাগিয়ে চলেছে বিক্ষোভ । অন্যদিকে, বিকেল থেকে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে একটি বৈঠক চলাকালীন বিক্ষোভ শুরু করে বাম ও তৃণমূল সমর্থিত পড়ুয়ারা । পরে কর্মসচিব আশিস আগরওয়াল সহ আধিকারিক, অধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের ঘেরাও করে চলে বিক্ষোভ ।

কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীর পড়ুয়াদের চলছে বিক্ষোভ

আরও পড়ুন : Visva Bharati : অনলাইনে পরীক্ষা বয়কট করল আন্দোলনকারীরা, উত্তাল বিশ্বভারতী

পাশাপাশি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন শুরু করলেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ 15 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল ও অচল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । আন্দোলনকারী পড়ুয়ারা বলেন, "আমাদের সঙ্গে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কথা বলেনি ৷ দাবিও মানা হয়নি ৷ হাইকোর্টের নির্দেশ পর্যন্ত মানছে না ৷ তাই আন্দোলন চালিয়ে যাব ৷ বাধ্য হয়ে অনশন শুরু করেছি । যত দিন না দাবি পূরণ হবে, আন্দোলন চলবে ।

শান্তিনিকেতন, 14 মার্চ : একদিকে বাসভবনে ঘেরাও উপাচার্য ৷ অন্যদিকে, বাংলাদেশ ভবনে ঘেরাও কর্মসচিব, সহ অধ্যক্ষ ও আধিকারিকেরা ৷ 15 দিনের মাথায় আমরণ অনশনে বসল আন্দোলনকারী পড়ুয়ারা ৷ সব মিলিয়ে উত্তাল ও অচল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Deadlock Continues in Visva Bharati University) ।

28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলার দাবি সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে ৷ পরীক্ষা বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা ৷ এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে স্পষ্ট বলা হয়, যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দেবেন না তাঁদের নিয়ম অনুসারে অনুপস্থিত দেখিয়ে ফেল করিয়ে দেওয়া হবে । এরপরই ছাত্র আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ।

এদিন সকাল থেকে বাসভবনে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে রাখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সমর্থিত পড়ুয়ারা ৷ উপাচার্যের গেটে দলীয় ব্যানার লাগিয়ে চলেছে বিক্ষোভ । অন্যদিকে, বিকেল থেকে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে একটি বৈঠক চলাকালীন বিক্ষোভ শুরু করে বাম ও তৃণমূল সমর্থিত পড়ুয়ারা । পরে কর্মসচিব আশিস আগরওয়াল সহ আধিকারিক, অধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের ঘেরাও করে চলে বিক্ষোভ ।

কর্মসচিবকে ঘেরাও করে বিশ্বভারতীর পড়ুয়াদের চলছে বিক্ষোভ

আরও পড়ুন : Visva Bharati : অনলাইনে পরীক্ষা বয়কট করল আন্দোলনকারীরা, উত্তাল বিশ্বভারতী

পাশাপাশি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন শুরু করলেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷ 15 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল ও অচল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । আন্দোলনকারী পড়ুয়ারা বলেন, "আমাদের সঙ্গে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কথা বলেনি ৷ দাবিও মানা হয়নি ৷ হাইকোর্টের নির্দেশ পর্যন্ত মানছে না ৷ তাই আন্দোলন চালিয়ে যাব ৷ বাধ্য হয়ে অনশন শুরু করেছি । যত দিন না দাবি পূরণ হবে, আন্দোলন চলবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.