ETV Bharat / state

Students Protest in Visva Bharati: ঘেরাও উপাচার্য, ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠল ছাত্র বিক্ষোভে (Students Protest in Visva Bharati)৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Vice-Chancellor gheraoed) ঘেরাও করেন পড়ুয়ারা ৷

Students create ruckus at Visva Bharati, Vice-Chancellor gheraoed
ঘেরাও উপাচার্য, ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী
author img

By

Published : Nov 23, 2022, 6:10 PM IST

Updated : Nov 23, 2022, 7:08 PM IST

বোলপুর, 23 নভেম্বর: ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Students Protest in Visva Bharati University)৷ ঘেরাও করা হল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Vice-Chancellor gheraoed)। পড়ুয়াদের ভর্তি না নেওয়া, আদালতের নির্দেশ অমান্য করা, এমনই নানা অভিযোগে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা ৷ এই অবস্থায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বললেন, তাঁকে হেনস্থা করা হয়েছে ৷ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীদের বড় অংশের বিরোধিতা চলছে ৷ পূর্বের আন্দোলনকারী পড়ুয়াদের ভর্তি না নেওয়া, গবেষণারত পড়ুয়াদের পাঠে বাধা দেওয়া, এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে ঘেরাও করা হয় উপাচার্যকে ৷ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দফতরেই ঘেরাও করা হয় তাঁকে ৷ পড়ুয়াদের সঙ্গে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের রীতিমতো ধস্তাধস্তি হয় ৷ উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ (Students Protest in Visva Bharati)।

ঘেরাও উপাচার্য, ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

আরও পড়ুন: বিশ্বভারতীতে 'কালী পুজোর ধারণা' নিয়ে আলোচনা সভা ঘিরে বিতর্ক

পড়ুয়াদের মধ্যে মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আমরা উপাচার্যের পদত্যাগ চাই । তিনি আদালতের নির্দেশ মানেন না, ভর্তি নিচ্ছেন না ৷ আমরা বলতে গেলে তিনি নিরাপত্তরক্ষীকে ছাত্রছাত্রীদের উপর গুলি চালাতে বলেন ।"

বোলপুর, 23 নভেম্বর: ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Students Protest in Visva Bharati University)৷ ঘেরাও করা হল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Vice-Chancellor gheraoed)। পড়ুয়াদের ভর্তি না নেওয়া, আদালতের নির্দেশ অমান্য করা, এমনই নানা অভিযোগে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা ৷ এই অবস্থায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বললেন, তাঁকে হেনস্থা করা হয়েছে ৷ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীদের বড় অংশের বিরোধিতা চলছে ৷ পূর্বের আন্দোলনকারী পড়ুয়াদের ভর্তি না নেওয়া, গবেষণারত পড়ুয়াদের পাঠে বাধা দেওয়া, এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে ঘেরাও করা হয় উপাচার্যকে ৷ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দফতরেই ঘেরাও করা হয় তাঁকে ৷ পড়ুয়াদের সঙ্গে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের রীতিমতো ধস্তাধস্তি হয় ৷ উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ (Students Protest in Visva Bharati)।

ঘেরাও উপাচার্য, ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

আরও পড়ুন: বিশ্বভারতীতে 'কালী পুজোর ধারণা' নিয়ে আলোচনা সভা ঘিরে বিতর্ক

পড়ুয়াদের মধ্যে মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আমরা উপাচার্যের পদত্যাগ চাই । তিনি আদালতের নির্দেশ মানেন না, ভর্তি নিচ্ছেন না ৷ আমরা বলতে গেলে তিনি নিরাপত্তরক্ষীকে ছাত্রছাত্রীদের উপর গুলি চালাতে বলেন ।"

Last Updated : Nov 23, 2022, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.