ETV Bharat / state

গরম ও করোনা থেকে হরিণদের রক্ষা করতে উদ্যোগী বন দফতর - হরিণদের রক্ষা করতে উদ্যোগী বনদফতর

প্রচণ্ড গরমের হাত থেকে হরিণদের রক্ষা করতে ও সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ করেছে বন দফতর ৷ তাদের খাবারের সঙ্গে ওআরএস পাউডার মেশানো হচ্ছে । এছাড়া, পানীয় হিসাবে গ্লুকোজ জল দেওয়া হচ্ছে । চিকিৎসকের পরামর্শ মত ওষুধ দেওয়া হচ্ছে হরিণ শাবকদের । অন্যদিকে, করোনা ভাইরাস যাতে হরিণদের মধ্যে না ছড়ায় তাই পর্যটকদের জন্য অভয়ারণ্য আগেই বন্ধ করা হয়েছে ।

গরম ও করোনা থেকে হরিণদের রক্ষা করতে উদ্যোগী বনদফতর
গরম ও করোনা থেকে হরিণদের রক্ষা করতে উদ্যোগী বনদফতর
author img

By

Published : Jun 4, 2021, 9:18 PM IST

বোলপুর, 4 জুন : প্রচণ্ড গরম থেকে বাঁচতে বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের দেওয়া হচ্ছে গ্লুকোজ জল । হায়দরাবাদ চিড়িয়াখানায় সিংহের দেহে করোনা ভাইরাস মেলার পর এই অভয়ারণ্যে হরিণদের জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । এই অভয়ারণ্যে থেকে 169টি হরিণ উত্তরবঙ্গেও পাঠানো হয়েছে ।

কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ চড়ছে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও অনেক বেশি । এই গরমে সাধারণ মানুষের পাশাপাশি কষ্ট পায় হরিণরাও । পরিসংখ্যান অনুযায়ী, শান্তিনিকেতনে বল্লভপুর অভয়ারণ্যে প্রায় 371টি হরিণ ছিল । 169টি উত্তরবঙ্গের অভয়ারণ্যে পাঠানো হয়েছে । এখন বল্লভপুর অভয়ারণ্যে 221টি হরিণ আছে । তাদের মধ্যে 51টি হরিণ শাবক, 66টি স্ত্রী হরিণ রয়েছে । গত শীতে 5টি হরিণ শাবক জন্মায় ।

গরম ও করোনা থেকে হরিণদের রক্ষা করতে উদ্যোগী বনদফতর

প্রচণ্ড গরমের হাত থেকে হরিণদের রক্ষা করতে ও সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ করেছে বন দফতর ৷ তাদের খাবারের সঙ্গে ওআরএস পাউডার মেশানো হচ্ছে । এছাড়া, পানীয় হিসাবে গ্লুকোজ জল দেওয়া হচ্ছে । চিকিৎসকের পরামর্শ মত ওষুধ দেওয়া হচ্ছে হরিণ শাবকদের । অন্যদিকে, করোনা ভাইরাস যাতে হরিণদের মধ্যে না ছড়ায় তাই পর্যটকদের জন্য অভয়ারণ্য আগেই বন্ধ করা হয়েছে । যে সকল কর্মীরা হরিণদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তাঁদের হাতে গ্লাভস, মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে ৷

বোলপুর রেঞ্জের রেঞ্জার জয়নারায়ণ মণ্ডল বলেন, "গরম থেকে হরিণদের বাঁচাতে ওআরএশ, গ্লুকোজ জল দেওয়া হচ্ছে । চিকিৎসকদের পরামর্শ মত ওষুধও দিচ্ছি । করোনা সংক্রমণ যাতে হরিণদের মধ্যে না ছড়ায়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

বোলপুর, 4 জুন : প্রচণ্ড গরম থেকে বাঁচতে বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের দেওয়া হচ্ছে গ্লুকোজ জল । হায়দরাবাদ চিড়িয়াখানায় সিংহের দেহে করোনা ভাইরাস মেলার পর এই অভয়ারণ্যে হরিণদের জন্য একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । এই অভয়ারণ্যে থেকে 169টি হরিণ উত্তরবঙ্গেও পাঠানো হয়েছে ।

কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ চড়ছে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও অনেক বেশি । এই গরমে সাধারণ মানুষের পাশাপাশি কষ্ট পায় হরিণরাও । পরিসংখ্যান অনুযায়ী, শান্তিনিকেতনে বল্লভপুর অভয়ারণ্যে প্রায় 371টি হরিণ ছিল । 169টি উত্তরবঙ্গের অভয়ারণ্যে পাঠানো হয়েছে । এখন বল্লভপুর অভয়ারণ্যে 221টি হরিণ আছে । তাদের মধ্যে 51টি হরিণ শাবক, 66টি স্ত্রী হরিণ রয়েছে । গত শীতে 5টি হরিণ শাবক জন্মায় ।

গরম ও করোনা থেকে হরিণদের রক্ষা করতে উদ্যোগী বনদফতর

প্রচণ্ড গরমের হাত থেকে হরিণদের রক্ষা করতে ও সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ করেছে বন দফতর ৷ তাদের খাবারের সঙ্গে ওআরএস পাউডার মেশানো হচ্ছে । এছাড়া, পানীয় হিসাবে গ্লুকোজ জল দেওয়া হচ্ছে । চিকিৎসকের পরামর্শ মত ওষুধ দেওয়া হচ্ছে হরিণ শাবকদের । অন্যদিকে, করোনা ভাইরাস যাতে হরিণদের মধ্যে না ছড়ায় তাই পর্যটকদের জন্য অভয়ারণ্য আগেই বন্ধ করা হয়েছে । যে সকল কর্মীরা হরিণদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তাঁদের হাতে গ্লাভস, মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে ৷

বোলপুর রেঞ্জের রেঞ্জার জয়নারায়ণ মণ্ডল বলেন, "গরম থেকে হরিণদের বাঁচাতে ওআরএশ, গ্লুকোজ জল দেওয়া হচ্ছে । চিকিৎসকদের পরামর্শ মত ওষুধও দিচ্ছি । করোনা সংক্রমণ যাতে হরিণদের মধ্যে না ছড়ায়, তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.