শান্তিনিকেতন, 11 জুলাই: ক্রমশ খারাপ হচ্ছে দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি । দেশের পরিস্থিতির জন্য উদ্বিগ্ন শান্তিনিকেতনে বসবাসকারী শ্রীলঙ্কান পরিবার ৷ যদিও এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করছেন চাঁদনি কস্তুরি আরচি ও তাঁর ছেলে লাহিরু সাতসার (Sri Lankan Family spending their days in worries) ।
শ্রীলঙ্কার কালুতারা জেলার হরানা শহরে জন্ম চাঁদনি কস্তুরি আরচির । বিশ্বভারতীর সঙ্গীত ভবনে কথাকলি নৃত্য নিয়ে পড়তে আসা ৷ তারপর এখানেই বিয়ে করে থেকে যাওয়া ৷ 2017 সালে শেষবার শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি । ছেলে লাহিরু সাতসরের জন্ম শ্রীলঙ্কার কলম্বোতে ৷ শেষবার 2019 সালে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি । বর্তমানে শান্তিনিকেতনের অ্যান্ড্রুজপল্লীর বাসিন্দা তাঁরা ৷ তবে শ্রীলঙ্কায় বহু আত্মীয়স্বজন রয়েছেন ।
দেশের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন শান্তিনিকেতনে বসবাসকারী শ্রীলঙ্কান এই পরিবার ৷ তাঁরা জানালেন, বর্তমানে শ্রীলঙ্কায় মানুষজনের হাতে টাকা থাকলেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না ৷ জ্বালানি, খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ দেশের এই পরিস্থিতির জন্য সরকারের ভুল সিদ্ধান্ত ও ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তাঁরা ৷
আরও পড়ুন : গোতাবায়ার পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত, জানাল প্রধানমন্ত্রীর দফতর
পরিবারের সদস্যরা বলেন, "পরিবারের সবার সঙ্গেই কথা হয় ৷ খুবই চিন্তায় আছি ৷ দেশের এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী ৷ টাকা থাকলেও জিনিস কিনতে পারছে না কেউ ৷ ফুয়েলের এত দাম, কেউ কোথাও যেতে পারছে না ৷ দেশের জনগণ যদি আরও আগে সজাগ হত, ভালো হত । পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই চাইছি ।"