সিউড়ি, 26 এপ্রিল: কেন্দ্রের দেওয়া চাল বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ চাল পাচ্ছে না ৷ এই অভিযোগে বীরভূম জেলার বিভিন্ন কার্যালয়ের সামনে ধরনায় বসলেন BJP নেতা-কর্মীরা।
হাতে প্ল্যাকার্ড নিয়ে সিউড়িতে দলীয় কার্যালয়ের সামনে ধরনায় বসেন BJP জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। প্ল্যাকার্ডে লেখা ছিল, "চাল চোর তৃণমূল বাংলা থেকে দূর হাটো" । এছাড়া বোলপুর, ইলামবাজার, লাভপুর, রামপুরহাট সহ একাধিক জায়গায় BJP কার্যালয়ের সামনে ধর্নায় বসেন দলীয় নেতা-কর্মীরা।
তিন মাসের জন্য প্রায় 40 হাজার 200 মেট্রিক টন চাল বীরভূমের জন্য পাঠিয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া । BJP-এর জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "মানুষ ঠিক মতো চাল পাচ্ছে না ৷ চাল নিয়ে নাটক চলছে ৷ আমাদের দাবি, সরকারি ত্রাণ রং না দেখে সবাইকে দেওয়া হোক।"