ETV Bharat / state

Shopping Mall : আদালতের নির্দেশ উপেক্ষা করে চলছে শপিং মল, ছবি তোলায় সাংবাদিকদের হেনস্থা - 1 arrested

আদালতের নির্দেশ উপেক্ষা করে শহরের বুকে রমরমিয়ে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্সটি। এই খবর প্রথম জনসমক্ষে আনে ইটিভি ভারত। শনিবার বোলপুর মহকুমা আদালত থেকে কোর্ট অফিসাররা শপিং কমপ্লেক্সে যান। সেই ছবি তুলতে গেলে ইটিভি ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয় ৷

Shopping Mall
আদালতের নির্দেশ উপেক্ষা করে রমরমিয়ে চলছে শপিং মল
author img

By

Published : Sep 18, 2021, 10:34 PM IST

বোলপুর, 18 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ অমান্য করে শহরের বুকে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ তারই তদন্তে এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন বোলপুর আদালতের অফিসার। সেই ছবি তুলতে গেলে ইটিভি ভারত সাংবাদিক-সহ অন্যান্য সাংবাদিকদের রীতিমতো হেনস্থা করে শপিং মলের ম্যানেজার ও কর্মচারীরা। ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে বোলপুর থানার পুলিশ ৷ বোলপুর আদালতে স্থগিতাদেশ উপেক্ষা করে চলছে বিলাসবহুল বেসরকারি শপিং কমপ্লেক্সটি ৷ এমনই অভিযোগ করেন মামলাকারী ও আইনজীবী।

বোলপুরে লজের মোড় এলাকায় রাস্তার উপর নির্মাণ হয়েছে একটি বেসরকারি বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ এটি নির্মাণের সময় প্রতারণার অভিযোগে এক ব্যক্তি বোলপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় বোলপুর আদালত নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয়। কিন্তু সেই স্থগিতাদেশ মানা হচ্ছিল না, এই অভিযোগ তুলে ফের বোলপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রদীপ কুমার চন্দ্র নামে ওই ব্যক্তি। বোলপুর আদালত পুনরায় স্থগিতাদেশ দেয়।

আদালতের নির্দেশ উপেক্ষা করে রমরমিয়ে চলছে শপিং মল

কিন্তু দেখা যায় আদালতের নির্দেশ উপেক্ষা করে শহরের বুকে রমরমিয়ে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্সটি। আদালতের নির্দেশ অমান্যের এই খবর প্রথম জনসমক্ষে আনে ইটিভি ভারত। এরপর এদিন বোলপুর মহকুমা আদালত থেকে কোর্ট অফিসাররা শপিং কমপ্লেক্সে যান। সেই ছবি তুলতে গেলে ইটিভি ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয়। ধাক্কাধাক্কি দেওয়া হয়। শপিং কমপ্লেক্সের ম্যানেজারের নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় ও বলপূর্বক ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ৷ পাশাপাশি অন্যান্য সাংবাদিকদেরও হেনস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। এই ঘটনায় শপিং কমপ্লেক্সের এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন: ঘড়ি ধরে থাকতে হবে শপিং মলে

আদালতের নির্দেশ না-মানায় শপিং কমপ্লেক্সের সামনে ধর্নায় বসেন অভিযোগকারী ব্যক্তি ৷ অভিযোগকারীর আইনজীবী নাজিমুল করিম বলেন, "কোর্টের নির্দেশ অমান্য করে সব কিছুই হচ্ছে ৷ খোলা আছে শপিং কমপ্লেক্স। কোর্ট অর্ডার মানছে না কেউ।" কোর্ট অফিসার বলেন, "কোর্টের নির্দেশে আমি খতিয়ে দেখতে এসেছিলাম। দেখলাম চলছে শপিং কমপ্লেক্স।"

বোলপুর, 18 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ অমান্য করে শহরের বুকে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ তারই তদন্তে এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন বোলপুর আদালতের অফিসার। সেই ছবি তুলতে গেলে ইটিভি ভারত সাংবাদিক-সহ অন্যান্য সাংবাদিকদের রীতিমতো হেনস্থা করে শপিং মলের ম্যানেজার ও কর্মচারীরা। ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে বোলপুর থানার পুলিশ ৷ বোলপুর আদালতে স্থগিতাদেশ উপেক্ষা করে চলছে বিলাসবহুল বেসরকারি শপিং কমপ্লেক্সটি ৷ এমনই অভিযোগ করেন মামলাকারী ও আইনজীবী।

বোলপুরে লজের মোড় এলাকায় রাস্তার উপর নির্মাণ হয়েছে একটি বেসরকারি বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ এটি নির্মাণের সময় প্রতারণার অভিযোগে এক ব্যক্তি বোলপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় বোলপুর আদালত নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয়। কিন্তু সেই স্থগিতাদেশ মানা হচ্ছিল না, এই অভিযোগ তুলে ফের বোলপুর আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রদীপ কুমার চন্দ্র নামে ওই ব্যক্তি। বোলপুর আদালত পুনরায় স্থগিতাদেশ দেয়।

আদালতের নির্দেশ উপেক্ষা করে রমরমিয়ে চলছে শপিং মল

কিন্তু দেখা যায় আদালতের নির্দেশ উপেক্ষা করে শহরের বুকে রমরমিয়ে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্সটি। আদালতের নির্দেশ অমান্যের এই খবর প্রথম জনসমক্ষে আনে ইটিভি ভারত। এরপর এদিন বোলপুর মহকুমা আদালত থেকে কোর্ট অফিসাররা শপিং কমপ্লেক্সে যান। সেই ছবি তুলতে গেলে ইটিভি ভারতের সাংবাদিককে হেনস্থা করা হয়। ধাক্কাধাক্কি দেওয়া হয়। শপিং কমপ্লেক্সের ম্যানেজারের নির্দেশে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয় ও বলপূর্বক ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ৷ পাশাপাশি অন্যান্য সাংবাদিকদেরও হেনস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। এই ঘটনায় শপিং কমপ্লেক্সের এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন: ঘড়ি ধরে থাকতে হবে শপিং মলে

আদালতের নির্দেশ না-মানায় শপিং কমপ্লেক্সের সামনে ধর্নায় বসেন অভিযোগকারী ব্যক্তি ৷ অভিযোগকারীর আইনজীবী নাজিমুল করিম বলেন, "কোর্টের নির্দেশ অমান্য করে সব কিছুই হচ্ছে ৷ খোলা আছে শপিং কমপ্লেক্স। কোর্ট অর্ডার মানছে না কেউ।" কোর্ট অফিসার বলেন, "কোর্টের নির্দেশে আমি খতিয়ে দেখতে এসেছিলাম। দেখলাম চলছে শপিং কমপ্লেক্স।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.