বোলপুর, 20 জুন : দীর্ঘদিন পর বোলপুরে তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে যোগ দিতে দেখা গেল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডলও ৷ কিন্তু শতাব্দী ও অনুব্রতর সম্পর্ক যে আদা-কাঁচকলায়, তা সকলেরই জানা ৷ একাধিকবার তাঁদের সংঘাত প্রকাশ্যেওএসেছে ৷ বীরভূমে নিজের মতো করে কাজ করতে পারছিলেন না বলেও একাধিকবার দলের অন্দরে অভিযোগ তোলেন শতাব্দী ৷ তাতে খুব একটা লাভ হয়নি বলেই সূত্রের খবর ৷
চলতি বছরের জানুয়ারি মাস ৷ অভিনেত্রী সাংসদের ফ্যানস ক্লাবের তরফে ফেসবুকে একটি পোস্ট করা হয় ৷ অনেকেই ভেবেছিলেন এবার বোধ হয় তিনি দল ছাড়বেন ৷ তারপর দলের তরফে একাধিক বৈঠক হয় ৷ তারপর শতাব্দী দলের একাংশের কাজে অখুশি বলে মুখ খোলেন ৷ তাই স্বাভাবিকভাবেই অভিযোগের তির যায় অনুব্রত মণ্ডলের দিকেই ৷
কিন্তু এদিন যখন তাঁকে সরাসরি অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় , তিনি সরাসরি বলেন, " আমি বলেছিলাম , সিস্টেম কাজ করতে দিচ্ছে না ৷ আমি অনুব্রত মণ্ডলের কথা বলিনি ৷ " তাহলে কি সম্পর্কে কিছুটা হলেও জট কাটল ? উত্তরে শতাব্দী বললেন, " সব সময় সম্পর্ক ভাল নয় বলে যে আসা হয়নি তা নয় । অনেক সময় আমি এসেছি , আবার অনেক সময়ে আসতে পারিনি ৷ "
আরও পড়ুন : TMC : মুকুলায়নে কেষ্টবচন ; গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, খুঁটিতে বাঁধা হল
শতাব্দী জানান, এদিনের বৈঠক সাধারণ বৈঠকই ছিল ৷ যে কেন্দ্রগুলিতে দল হেরেছে, সেখানে কেন হেরেছে , সেই বিষয় নিয়েই আলোচনা হয় ৷ পাশাপাশি তিনি এও জানান, আপাতত পৌরসভা এলাকার নেতাদের সঙ্গে মিটিং হয়েছে ৷ এরপর ব্লকস্তরে নেতাদের সঙ্গে বৈঠক হবে ৷
তবে প্রত্যেক বারের মতো এদিন দলীয় বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করতে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে ৷ পরে ফোনেও পাওয়া যায়নি তাঁকে ৷ তাহলে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ দেখা যাবে অনুব্রত ও শতাব্দীর মধ্যে, তা সময়ই বলবে ৷