ETV Bharat / state

এমফিল ও পিএইচডি কোর্সের ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে এসএফআইয়ের বিক্ষোভ - এসএফআই

একাধিকবার ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলন করেছে বিশ্বভারতীর পড়ুয়ারা । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করেও আন্দোলন হয়েছে । ফের কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল এসএফআই । তাদের অভিযোগ, করোনা আবহে যেখানে আর্থিক সংকট, তার মধ্যেই 28 গুণ কোর্স ফি বৃদ্ধি করা হয়েছে ।

বিশ্বভারতীতে এসএফআইয়ের বিক্ষোভ
বিশ্বভারতীতে এসএফআইয়ের বিক্ষোভ
author img

By

Published : Jun 30, 2021, 4:52 PM IST

শান্তিনিকেতন, 30 জুন : এমফিল ও পিএইচডি-র ফি বৃদ্ধির প্রতিবাদে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই । কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে পোস্টার লাগিয়ে দেওয়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় এসএফআই সমর্থক পড়ুয়াদের । অভিযোগ, হঠাৎ করেই কোর্স ফি 28 গুণ বৃদ্ধি করা হয়েছে ।

এর আগেও একাধিকবার ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলন করেছে বিশ্বভারতীর পড়ুয়ারা । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করেও আন্দোলন হয়েছে । ফের কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতী এসএফআই । তাদের অভিযোগ, করোনা আবহে যেখানে আর্থিক সংকট, তার মধ্যেই 28 গুণ কোর্স ফি বৃদ্ধি করা হয়েছে । এমফিল ও পিএইচডি কোর্স ফি বৃদ্ধি করা হয়েছে । 50 টাকা থেকে বাড়িয়ে 1 হাজার 400 টাকা করে দেওয়া হয়েছে । হঠাৎ করে এত গুণ বৃদ্ধি করা হল কেন ? এরই প্রতিবাদে এদিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থক পড়ুয়ারা ।

এমফিল ও পিএইচডি কোর্সের ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে এসএফআইয়ের বিক্ষোভ

আরও পড়ুন, সাসপেন্ড তিন পড়ুয়া ‘মাওবাদী’ , বিশ্বভারতীর উপাচার্যর অডিও ক্লিপ ঘিরে ফের বিতর্ক

বিশ্বভারতীর গেটে পোস্টার লাগিয়ে দেয় বিক্ষোভকারী পড়ুয়ারা । বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা । এই নিয়ে শুরু হয় বচসা । ফি বৃদ্ধির পাশাপাশি 3 পড়ুয়ার সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবিও ছিল । এসএফআই সমর্থক পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "করোনা আবহে যেখানে মানুষজন আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, সেখানে হঠাৎ করে 28 গুণ বৃদ্ধি করে দেওয়া হল কেন ? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে । না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব ।"

শান্তিনিকেতন, 30 জুন : এমফিল ও পিএইচডি-র ফি বৃদ্ধির প্রতিবাদে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই । কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে পোস্টার লাগিয়ে দেওয়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় এসএফআই সমর্থক পড়ুয়াদের । অভিযোগ, হঠাৎ করেই কোর্স ফি 28 গুণ বৃদ্ধি করা হয়েছে ।

এর আগেও একাধিকবার ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলন করেছে বিশ্বভারতীর পড়ুয়ারা । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করেও আন্দোলন হয়েছে । ফের কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল বিশ্বভারতী এসএফআই । তাদের অভিযোগ, করোনা আবহে যেখানে আর্থিক সংকট, তার মধ্যেই 28 গুণ কোর্স ফি বৃদ্ধি করা হয়েছে । এমফিল ও পিএইচডি কোর্স ফি বৃদ্ধি করা হয়েছে । 50 টাকা থেকে বাড়িয়ে 1 হাজার 400 টাকা করে দেওয়া হয়েছে । হঠাৎ করে এত গুণ বৃদ্ধি করা হল কেন ? এরই প্রতিবাদে এদিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থক পড়ুয়ারা ।

এমফিল ও পিএইচডি কোর্সের ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে এসএফআইয়ের বিক্ষোভ

আরও পড়ুন, সাসপেন্ড তিন পড়ুয়া ‘মাওবাদী’ , বিশ্বভারতীর উপাচার্যর অডিও ক্লিপ ঘিরে ফের বিতর্ক

বিশ্বভারতীর গেটে পোস্টার লাগিয়ে দেয় বিক্ষোভকারী পড়ুয়ারা । বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা । এই নিয়ে শুরু হয় বচসা । ফি বৃদ্ধির পাশাপাশি 3 পড়ুয়ার সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবিও ছিল । এসএফআই সমর্থক পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "করোনা আবহে যেখানে মানুষজন আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, সেখানে হঠাৎ করে 28 গুণ বৃদ্ধি করে দেওয়া হল কেন ? কর্তৃপক্ষকে জবাব দিতে হবে । না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.