ETV Bharat / state

সেমিনার,কর্মসূচি সার; থমকে বীরভূমের গ্রাম্য পর্যটনের উন্নয়ন - বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন নিয়ে একাধিক সেমিনার হয়েছে ইতিমধ্যে । লাখ লাখ টাকা খরচ আর নতুন কর্মসূচি নেওয়া হয়েছে । কিন্তু চার বছরে একটিও কর্মসূচি বাস্তবায়িত হয়নি । তাই থমকে বীরভূমের গ্রাম্য পর্যটনের উন্নয়ন।

ছবি
author img

By

Published : Nov 17, 2019, 3:30 AM IST

শান্তিনিকেতন, 17 নভেম্বর : কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্বভারতীতে একটি সেমিনার শুরু হল । বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনদিন ধরে চলবে এই সেমিনার । প্রতিবারের মতো নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি । তবে এই সবকিছুর বাস্তবায়ন নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গেছে । স্থানীয়দের একাংশের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয় করে প্রতি বছরই সেমিনার হচ্ছে । কিন্তু, আলোচনা থেকে উঠে আসা কর্মসূচিগুলি পরবর্তীতে বাস্তবায়িত হয় না ।

এই সেমিনারের খরচ প্রায় ১০ লাখ টাকা । স্থানীয়দের দাবি, এনিয়ে চতুর্থবার এই আলোচনা সভা । বিশ্বভারতীর অন্তর্ভুক্ত প্রায় 100 টি গ্রাম । কিন্তু, আলোচনা সভা থেকে উঠে আসা কর্মসূচি অনুযায়ী এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি । গত চার বছরে একটিও কর্মসূচি বাস্তবায়িত হয়নি । প্রতিবার শুধু লাখ লাখ টাকা খরচ করে এই সেমিনার হয় । এনিয়ে বিশ্বভারতীর নানা মহলেও ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন । এই প্রসঙ্গে আলোচনা সভার আহ্বায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আলোচনায় উঠে আসা কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করতে আমরা চেষ্টা করি । ভিতরে ভিতরে কাজও শুরু করে দিয়েছি । তবে সেই কাজগুলি সেভাবে বোঝা যায় না ।"

বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি জাতীয় স্তরের আলোচনা সভা শুরু হল । 18 নভেম্বর পর্যন্ত চলবে এই সভা । গতকাল সভার সূচনায় উপস্থিত ছিলেন জাপানের কলকাতা স্থিত কনসুল জেনারেল মাসা ইয়ুকি তাগা, কেন্দ্রীয় হস্তশিল্প বিভাগের সচিব বাণীব্রত রায়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ ।

শান্তিনিকেতন, 17 নভেম্বর : কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্বভারতীতে একটি সেমিনার শুরু হল । বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনদিন ধরে চলবে এই সেমিনার । প্রতিবারের মতো নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি । তবে এই সবকিছুর বাস্তবায়ন নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গেছে । স্থানীয়দের একাংশের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয় করে প্রতি বছরই সেমিনার হচ্ছে । কিন্তু, আলোচনা থেকে উঠে আসা কর্মসূচিগুলি পরবর্তীতে বাস্তবায়িত হয় না ।

এই সেমিনারের খরচ প্রায় ১০ লাখ টাকা । স্থানীয়দের দাবি, এনিয়ে চতুর্থবার এই আলোচনা সভা । বিশ্বভারতীর অন্তর্ভুক্ত প্রায় 100 টি গ্রাম । কিন্তু, আলোচনা সভা থেকে উঠে আসা কর্মসূচি অনুযায়ী এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি । গত চার বছরে একটিও কর্মসূচি বাস্তবায়িত হয়নি । প্রতিবার শুধু লাখ লাখ টাকা খরচ করে এই সেমিনার হয় । এনিয়ে বিশ্বভারতীর নানা মহলেও ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন । এই প্রসঙ্গে আলোচনা সভার আহ্বায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আলোচনায় উঠে আসা কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করতে আমরা চেষ্টা করি । ভিতরে ভিতরে কাজও শুরু করে দিয়েছি । তবে সেই কাজগুলি সেভাবে বোঝা যায় না ।"

বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি জাতীয় স্তরের আলোচনা সভা শুরু হল । 18 নভেম্বর পর্যন্ত চলবে এই সভা । গতকাল সভার সূচনায় উপস্থিত ছিলেন জাপানের কলকাতা স্থিত কনসুল জেনারেল মাসা ইয়ুকি তাগা, কেন্দ্রীয় হস্তশিল্প বিভাগের সচিব বাণীব্রত রায়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ ।

Intro:শান্তিনিকেতন, ১৬ নভেম্বরঃ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে বিশ্বভারতীতে শুরু হল একটি জাতীয় আলোচনাসভা। বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিন দিন ধরে চলবে এই সভা। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রতি বছরই এই আলোচনাসভা হয়ে থাকে। কিন্তু, আলোচনা থেকে উঠে আসা কর্মসূচি গুলি পরবর্তীতে বাস্তবায়িত হয় না।Body:শান্তিনিকেতন, ১৬ নভেম্বরঃ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে বিশ্বভারতীতে শুরু হল একটি জাতীয় আলোচনাসভা। বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিন দিন ধরে চলবে এই সভা। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রতি বছরই এই আলোচনাসভা হয়ে থাকে। কিন্তু, আলোচনা থেকে উঠে আসা কর্মসূচি গুলি পরবর্তীতে বাস্তবায়িত হয় না।

এই প্রসঙ্গে আলোচনাসভার আহ্বায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা চেষ্টা করি আলোচনায় উঠে আসা কর্মসূচি গুলি বাস্তব রূপ দিতে। তলায় তলায় কাজও চালিয়ে যাই।"

বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয় একটি জাতীয় স্তরের আলোচনা সভা। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সভা। এদিন সভার সূচনায় উপস্থিত ছিলেন, জাপানের কলকাতা স্থিত কনসুল জেনারেল মাসা ইয়ুকি তাগা, কেন্দ্রীয় হস্তশিল্প বিভাগের সচিব বাণীব্রত রায়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভায় ব্যয় ১০ লক্ষ টাকা। অভিযোগ, এই নিয়ে চতুর্থ তম এই আলোচনা সভা। বিশ্বভারতীর অন্তর্ভুক্ত প্রায় ১০০ টি গ্রাম রয়েছে। কিন্তু, আলোচনা সভা থেকে উঠে আসা কর্মসূচি অনুযায়ী কাজ হয় না। এখনও পর্যন্ত, এই আলোচনা থেকে নেওয়া একটিও কর্মসূচি গত ৪ বছরে হয়নি বলেই অভিযোগ। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিবছরই পর্যটনের আলোচনা সভা হয়ে থাকে। যা নিয়ে রীতিমত ক্ষোভ রয়েছে বিশ্বভারতীর বিভিন্ন মহলে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.