শান্তিনিকেতন, 17 নভেম্বর : কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ও রাজ্য পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্বভারতীতে একটি সেমিনার শুরু হল । বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনদিন ধরে চলবে এই সেমিনার । প্রতিবারের মতো নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি । তবে এই সবকিছুর বাস্তবায়ন নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গেছে । স্থানীয়দের একাংশের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয় করে প্রতি বছরই সেমিনার হচ্ছে । কিন্তু, আলোচনা থেকে উঠে আসা কর্মসূচিগুলি পরবর্তীতে বাস্তবায়িত হয় না ।
এই সেমিনারের খরচ প্রায় ১০ লাখ টাকা । স্থানীয়দের দাবি, এনিয়ে চতুর্থবার এই আলোচনা সভা । বিশ্বভারতীর অন্তর্ভুক্ত প্রায় 100 টি গ্রাম । কিন্তু, আলোচনা সভা থেকে উঠে আসা কর্মসূচি অনুযায়ী এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি । গত চার বছরে একটিও কর্মসূচি বাস্তবায়িত হয়নি । প্রতিবার শুধু লাখ লাখ টাকা খরচ করে এই সেমিনার হয় । এনিয়ে বিশ্বভারতীর নানা মহলেও ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন । এই প্রসঙ্গে আলোচনা সভার আহ্বায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "আলোচনায় উঠে আসা কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করতে আমরা চেষ্টা করি । ভিতরে ভিতরে কাজও শুরু করে দিয়েছি । তবে সেই কাজগুলি সেভাবে বোঝা যায় না ।"
বীরভূমের গ্রাম্য পর্যটন উন্নয়ন প্রসঙ্গে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি জাতীয় স্তরের আলোচনা সভা শুরু হল । 18 নভেম্বর পর্যন্ত চলবে এই সভা । গতকাল সভার সূচনায় উপস্থিত ছিলেন জাপানের কলকাতা স্থিত কনসুল জেনারেল মাসা ইয়ুকি তাগা, কেন্দ্রীয় হস্তশিল্প বিভাগের সচিব বাণীব্রত রায়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ ।