ETV Bharat / state

Bomb Recovered by Police: নেই বম্ব স্কোয়াড, হাতে করেই বোমা উদ্ধার শান্তিনিকেতন পুলিশের - তাজা বোমা

হাতে করে বোমা উদ্ধার করতে গিয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল ৷ এরপর ফের মঙ্গলবার হাতে করেই বোমা উদ্ধার করতে দেখা গেল শান্তিনিকেতন পুলিশকে ৷

Bomb Recovered
তাজা বোমা উদ্ধার পুলিশের
author img

By

Published : Apr 12, 2023, 7:47 PM IST

বোলপুর, 12 এপ্রিল: শান্তিনিকেতন থানার লোহাগর থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হয়েছে ছ'টি বোমা ৷ তবে বম্ব স্কোয়াডকে খবর না-দিয়েই সেই বোমা হাতে করে উদ্ধার করতে দেখা গেল শান্তিনিকেতন থানার পুলিশকে ৷ যা নিয়ে প্রশ্ন উঠছে । প্রসঙ্গত, এর আগে বীরভূমে হাতে করে বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মীর ৷

ওই দিন শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগর গ্রামে বাগানপাড়ায় একটি ড্রেন থেকে প্রায় 6টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ কিন্তু, বোমা উদ্ধারে বম্ব স্কোয়াডকে দেখা নেই ৷ বোলপুরে সিআইডি বম্ব স্কোয়াডর দফতর থাকা সত্ত্বেও তাজা বোমা উদ্ধার করতে দেখা গিয়েছে পুলিশকে ৷ শান্তিনিকেতন থানার এক কর্তব্যরত পুলিশ অফিসার হাতে করেই তাজা বোমা উদ্ধার করছে । যা অত্যন্ত বিপদজনক । যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ৷ ইতিমধ্যেই পুলিশকর্মীর হাতে করে বোমা উদ্ধারের ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷

প্রসঙ্গত, এই জেলার নানুরে ঠিক এভাবেই হাতে করে তাজা বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল । যাতে মৃত্যু হয়েছিল নওনেয়াল মির্জা নামে এক পুলিশ কর্মীর ৷ তারপরেও বীরভূমের একাধিক জায়গায় বোমা উদ্ধারের ক্ষেত্রে পুলিশের উদাসীনতাই দেখা গিয়েছে ৷ যেখানে এই জেলার বোলপুরেই রয়েছে সিআইডি বম্ব স্কোয়াডের দফতর । সেখানে এরকম ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে ৷ যদিও, বীরভূম পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "বোমাগুলি পুলিশ নিষ্ক্রিয় করেনি ৷ যাতে ফেটে না যায় তার জন্য উদ্ধার করে নিরাপদ জায়গায় রেখেছে ।"

Bomb Recovered
হাতে করেই তাজা বোমা উদ্ধার শান্তিনিকেতন পুলিশের

উল্লেখ্য, গত দু'মাসে বীরভূমের মুরারই, নানুর, সিউড়ি, মল্লারপুর, সাঁইথিয়া, মাড়গ্রাম, পাঁড়ুই থানা থেকে বোমা-সহ দেশি পিস্তল, কার্তুজ, জিলেটিন স্টিক, 9 এম এম, 7 এম এম, ওয়ান সার্টার, কারবাইন প্রভৃতি উদ্ধার করে পুলিশ ৷ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারে নামা হয়েছে ৷ বেশ কয়েকজনক দুষ্কৃতীকেও গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন: কয়লাকাণ্ডে ইডি-সিবিআইয়ের নজরে থাকা সিউড়ি থানার আইসি বদল

বোলপুর, 12 এপ্রিল: শান্তিনিকেতন থানার লোহাগর থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হয়েছে ছ'টি বোমা ৷ তবে বম্ব স্কোয়াডকে খবর না-দিয়েই সেই বোমা হাতে করে উদ্ধার করতে দেখা গেল শান্তিনিকেতন থানার পুলিশকে ৷ যা নিয়ে প্রশ্ন উঠছে । প্রসঙ্গত, এর আগে বীরভূমে হাতে করে বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মীর ৷

ওই দিন শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগর গ্রামে বাগানপাড়ায় একটি ড্রেন থেকে প্রায় 6টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ৷ কিন্তু, বোমা উদ্ধারে বম্ব স্কোয়াডকে দেখা নেই ৷ বোলপুরে সিআইডি বম্ব স্কোয়াডর দফতর থাকা সত্ত্বেও তাজা বোমা উদ্ধার করতে দেখা গিয়েছে পুলিশকে ৷ শান্তিনিকেতন থানার এক কর্তব্যরত পুলিশ অফিসার হাতে করেই তাজা বোমা উদ্ধার করছে । যা অত্যন্ত বিপদজনক । যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা ৷ ইতিমধ্যেই পুলিশকর্মীর হাতে করে বোমা উদ্ধারের ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷

প্রসঙ্গত, এই জেলার নানুরে ঠিক এভাবেই হাতে করে তাজা বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল । যাতে মৃত্যু হয়েছিল নওনেয়াল মির্জা নামে এক পুলিশ কর্মীর ৷ তারপরেও বীরভূমের একাধিক জায়গায় বোমা উদ্ধারের ক্ষেত্রে পুলিশের উদাসীনতাই দেখা গিয়েছে ৷ যেখানে এই জেলার বোলপুরেই রয়েছে সিআইডি বম্ব স্কোয়াডের দফতর । সেখানে এরকম ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে ৷ যদিও, বীরভূম পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "বোমাগুলি পুলিশ নিষ্ক্রিয় করেনি ৷ যাতে ফেটে না যায় তার জন্য উদ্ধার করে নিরাপদ জায়গায় রেখেছে ।"

Bomb Recovered
হাতে করেই তাজা বোমা উদ্ধার শান্তিনিকেতন পুলিশের

উল্লেখ্য, গত দু'মাসে বীরভূমের মুরারই, নানুর, সিউড়ি, মল্লারপুর, সাঁইথিয়া, মাড়গ্রাম, পাঁড়ুই থানা থেকে বোমা-সহ দেশি পিস্তল, কার্তুজ, জিলেটিন স্টিক, 9 এম এম, 7 এম এম, ওয়ান সার্টার, কারবাইন প্রভৃতি উদ্ধার করে পুলিশ ৷ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারে নামা হয়েছে ৷ বেশ কয়েকজনক দুষ্কৃতীকেও গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন: কয়লাকাণ্ডে ইডি-সিবিআইয়ের নজরে থাকা সিউড়ি থানার আইসি বদল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.