ETV Bharat / state

উদ্ধার নাবালিকার দেহ, প্রেমের সমস্যায় আত্মঘাতী; দাবি পরিবারের - বীরভূম নাবালিকা আত্মহত্যা

বীরভূমের মুরারইয়ের প্রণয়ঘটিত সমস্যার কারণে আত্মঘাতী নাবালিকা। নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনার পর থেকে পলাতক প্রেমিক।

a girl suicide in birbhum
প্রেমের সমস্যায় আত্মঘাতী
author img

By

Published : Jan 20, 2020, 11:00 AM IST

বীরভূম, 20 জানুয়ারি : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ । বীরভূমের মুরারইয়ের ঘটনা ৷ প্রণয়ঘটিত সমস্যার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান এমনই ৷ ঘটনার পর থেকেই পলাতক মেয়েটির বিবাহিত প্রেমিক ৷

মৃতার পরিবারের দাবি, বেশ কয়েকমাস ধরে ওই নাবালিকার সঙ্গে স্থানীয় এক যুবক রাজেশ মালের প্রেমের সম্পর্ক ছিল । রাজেশ বিবাহিত ৷ তাই সম্পর্কের বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকাকে ছেলের জীবন থেকে সরে যেতে বলে রাজেশের পরিবার । এরপরই দুই পরিবার সমস্যা মেটাতে শনিবার মুরারই থানার দ্বারস্থ হয় । পুলিশ দুই পরিবারকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় ।

মৃতার পরিবারের অভিযোগ, নাবালিকাকে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিতে থাকে রাজেশের পরিবার ৷ রাজি না হওয়ায় প্রেমিকের পরিবার ওই নাবালিকাকে টাকার প্রলোভন দিতে শুরু করে বলে অভিযোগ । এরপর বাধ্য হয়ে টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে রাজি হয় তারা, নাবালিকার পরিবারের দাবি ৷ পরিবারের দাবি, অবসাদে পড়ে একটি নির্মীয়মাণ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে ৷

প্রেমের সমস্যায় আত্মঘাতী

ঘটনার পর থেকেই পলাতক রাজেশ । যদিও, মুরারই থানা সূত্রে খবর, থানা চত্বরে কোনও মীমাংসা হয়নি । যে মীমাংসার কথা বলা হচ্ছে তা থানার বাইরে গিয়েই দুই পক্ষ নিজের ইচ্ছেয় করেছে ৷

বীরভূম, 20 জানুয়ারি : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ । বীরভূমের মুরারইয়ের ঘটনা ৷ প্রণয়ঘটিত সমস্যার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান এমনই ৷ ঘটনার পর থেকেই পলাতক মেয়েটির বিবাহিত প্রেমিক ৷

মৃতার পরিবারের দাবি, বেশ কয়েকমাস ধরে ওই নাবালিকার সঙ্গে স্থানীয় এক যুবক রাজেশ মালের প্রেমের সম্পর্ক ছিল । রাজেশ বিবাহিত ৷ তাই সম্পর্কের বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকাকে ছেলের জীবন থেকে সরে যেতে বলে রাজেশের পরিবার । এরপরই দুই পরিবার সমস্যা মেটাতে শনিবার মুরারই থানার দ্বারস্থ হয় । পুলিশ দুই পরিবারকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় ।

মৃতার পরিবারের অভিযোগ, নাবালিকাকে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিতে থাকে রাজেশের পরিবার ৷ রাজি না হওয়ায় প্রেমিকের পরিবার ওই নাবালিকাকে টাকার প্রলোভন দিতে শুরু করে বলে অভিযোগ । এরপর বাধ্য হয়ে টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে রাজি হয় তারা, নাবালিকার পরিবারের দাবি ৷ পরিবারের দাবি, অবসাদে পড়ে একটি নির্মীয়মাণ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে ৷

প্রেমের সমস্যায় আত্মঘাতী

ঘটনার পর থেকেই পলাতক রাজেশ । যদিও, মুরারই থানা সূত্রে খবর, থানা চত্বরে কোনও মীমাংসা হয়নি । যে মীমাংসার কথা বলা হচ্ছে তা থানার বাইরে গিয়েই দুই পক্ষ নিজের ইচ্ছেয় করেছে ৷

Intro:Body:মুরারই, ১৯ জানুয়ারী: থানায় গিয়ে প্রেমের মীমাংসা না মানতে পেরে আত্মঘাতী হল নাবালিকা প্রেমিকা। অভিযোগ, পুলিশের পরামর্শে মীমাংসা করতে হয়েছিল নাবালিকা প্রেমিকাকে, আর সেই মীমাংসা মেনে নিতে নাপারায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো নাবালিকাক। অভিযোগ থানা চত্বরে বসে দুই পরিবার ও পুলিশের মধ্যস্থ আর্থিক লেনদেন এর মাধ্যমে প্রেমিকাকে ছাড়তে বাধ্য করানো হয় । ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই এ । আজ সকালে বাড়ির পাশে এক নির্মীয়মান বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা । মৃত প্রেমিকার নাম অনন্যা রাজবংশী , বয়স ১৬। মৃতার বাড়ি বীরভূমের মুরারই থানার গোপালপুর গ্রামে । ঘটনার পর প্রেমিক রাজেশ মাল পলাতক । পরিবারের দাবি , নাবালিকা অনন্যার সাথে কয়েক মাস ধরে বিবাহিত রাজেশ এর সাথে প্রেমের সম্পর্ক হয় । বিষয় টি মেয়ের পরিবার জানতে পারলে তারা রাজেশের পরিবারের কাছে গিয়ে বিষয়টি জানায় । কিন্তু ওই মেয়েকে তার ছেলের কাছ থেকে সরে যাওয়ার কথা বলে । এই নিয়ে গত কাল মুরারই থানায় উভয় পক্ষ যায় । সেখানে টাকার বিনিময়ে এই সম্পর্ক ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয় ছেলের পরিবারের তরফ থেকে । বাধ্য হয়ে মেয়ের পরিবারও টাকার বিনিময়ে মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক ছিন্ন করতে রাজি হয় । পরিবারের দাবি এর পর ভেঙ্গে পরে নাবালিকা প্রেমিকা । আজ দুপুরে বাড়ির অদূরে একটি নির্মীয়মান বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় অনন্যা । যদিও মুরারই থানার সুত্রে জানা যায়, থানা চত্বরে কোন মীমাংসা হয় নি। যে মীমাংসার কথা বলা হচ্ছে তা থানার বাইরে গিয়ে দুই পক্ষ নিজস্ব সম্মতিতেই করে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.