নানুর, 19 অক্টোবর : একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ সেই অভিযোগে এক যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর নিদান দেয় সালিশিসভা ৷ সেইমতো আজ তাঁকে নগ্ন করে এক যুবতিকে গ্রামে ঘোরানো হয় ৷ পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ৷ ঘটনাটি নানুরের ৷
বছর 13 আগে বিয়ে হয় ওই যুবতির ৷ তাঁর দুটি পুত্রসন্তান হয় ৷ স্থানীয়দের দাবি, 2011 সালে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ পরের বছর আবার তিনি বাড়িতে ফিরে আসেন ৷ কয়েকদিন ফের তিনি ফের অন্য একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন ৷ এরপরই গ্রামে সালিশিসভা বসানো হয় ৷ যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর নিদান দেওয়া হয় ৷
এরপর আজ সকালে ওই যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয় ৷ বেধড়ক মারধরও করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে ৷