ETV Bharat / state

সালিশিসভার নিদানে নানুরে বিবস্ত্র করে ঘোরানো হল যুবতিকে - নানুরে বিবস্ত্র মহিলাকে

একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে নানুরে বিবস্ত্র করে ঘোরানো হল যুবতিকে ৷

যুবতি
author img

By

Published : Oct 19, 2019, 1:24 PM IST

Updated : Oct 19, 2019, 1:43 PM IST

নানুর, 19 অক্টোবর : একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ সেই অভিযোগে এক যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর নিদান দেয় সালিশিসভা ৷ সেইমতো আজ তাঁকে নগ্ন করে এক যুবতিকে গ্রামে ঘোরানো হয় ৷ পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ৷ ঘটনাটি নানুরের ৷

বছর 13 আগে বিয়ে হয় ওই যুবতির ৷ তাঁর দুটি পুত্রসন্তান হয় ৷ স্থানীয়দের দাবি, 2011 সালে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ পরের বছর আবার তিনি বাড়িতে ফিরে আসেন ৷ কয়েকদিন ফের তিনি ফের অন্য একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন ৷ এরপরই গ্রামে সালিশিসভা বসানো হয় ৷ যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর নিদান দেওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

এরপর আজ সকালে ওই যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয় ৷ বেধড়ক মারধরও করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে ৷

নানুর, 19 অক্টোবর : একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ৷ সেই অভিযোগে এক যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর নিদান দেয় সালিশিসভা ৷ সেইমতো আজ তাঁকে নগ্ন করে এক যুবতিকে গ্রামে ঘোরানো হয় ৷ পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ৷ ঘটনাটি নানুরের ৷

বছর 13 আগে বিয়ে হয় ওই যুবতির ৷ তাঁর দুটি পুত্রসন্তান হয় ৷ স্থানীয়দের দাবি, 2011 সালে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ পরের বছর আবার তিনি বাড়িতে ফিরে আসেন ৷ কয়েকদিন ফের তিনি ফের অন্য একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন ৷ এরপরই গ্রামে সালিশিসভা বসানো হয় ৷ যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর নিদান দেওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো

এরপর আজ সকালে ওই যুবতিকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয় ৷ বেধড়ক মারধরও করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে ৷

Intro:নানুর, ১৯ অক্টোবরঃ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় সালিশি সভার সিদ্ধান্তে গৃহবধূকে উলঙ্গ করে গ্রাম ঘোরানো হল। এমনই মধ্যযুগীয় বর্বরতা’র নজির নানুরের খুঁজুটিপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ওই গৃহবধূকে।Body:নানুর, ১৯ অক্টোবরঃ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় সালিশি সভার সিদ্ধান্তে গৃহবধূকে উলঙ্গ করে গ্রাম ঘোরানো হল। এমনই মধ্যযুগীয় বর্বরতা’র নজির নানুরের খুঁজুটিপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ওই গৃহবধূকে।

বীরভূমের নানুর থানার খুঁজুটিপাড়ার এক মহিলা ২০১১ সালে দুই পুত্র সন্তানকে ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ। পরের বছর ফিরে এসে ফের সংসার শুরু করেন। কিছু দিন আগে ফের অন্য একটি পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এই ঘটনায় গ্রামে সালিশি সভা বসানো হয়। সেই সালিশি সভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহবধূকে বেধড়ক মারধর করা করা। পরে বিবস্ত্র করে গ্রাম ঘোড়ানো হয়। এমনকি, গ্রামের মূল রাস্তা দিয়েও বিবস্ত্র ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে নানুর থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। তাঁকে খুঁজুটিপাড়া পুলিশ ক্যাম্পে রাখা হয়।Conclusion:
Last Updated : Oct 19, 2019, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.