বোলপুর, 25 নভেম্বর: পড়ুয়াদের উপর 'হামলা'র প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (Visva Bharati Students Agitation)৷ এই দাবিতে শুক্রবার থেকে তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ৷ বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের কাছে ধর্না মঞ্চ তৈরি করে শুরু হয়েছে আন্দোলন ।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকদের একটা বড় অংশ প্রতিবাদ করে আসছে বেশ কিছুদিন ধরেই ৷ পূর্বে আন্দোলনকারী কয়েকজন পড়ুয়াকে ভর্তি নেওয়া হচ্ছে না, গবেষণায় বাধা দেওয়া হচ্ছে - এমনই নানা অভিযোগে বুধবার উপাচার্যকে নিজের দফতরে ঘেরাও করেন পড়ুয়ারা ৷ অভিযোগ, সেই সময় উপাচার্যকে ঘেরাও মুক্ত করতে কর্মী, নিরাপত্তারক্ষীরা গাঁইতি, শাবল, বাঁশ নিয়ে গেট খুলতে উদ্যত হয়েছিলেন ৷ ফলে রীতিমতো পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি হয় নিরাপত্তারক্ষীদের ৷ আহত হন দুই পড়ুয়া ও এক নিরাপত্তারক্ষী । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷
আরও পড়ুন: প্রায় 10 ঘণ্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য, পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বিশ্বভারতী
কেন পড়ুয়াদের উপর হামলা করা হল, কেন নিরাপত্তারক্ষীরা গাঁইতি, শাবল, বাঁশ নিয়ে পড়ুয়াদের উপর চড়াও হলেন, এই প্রশ্ন তুলে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা । পূর্বপল্লীতে উপাচার্যের বাসভবন পূর্বিতার কাছে ধর্না মঞ্চ তৈরি করে শুরু হয়েছে বিক্ষোভ । পড়ুয়াদের দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে ।
পড়ুয়াদের মধ্যে মীনাক্ষী ভট্টাচার্য, অক্ষয় কর্মকার বলেন, "আমরা উপাচার্যের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম । তখন তিনি তাঁর নিরাপত্তারক্ষীকে আমাদের গুলি করার নির্দেশ দেন ৷ এই উপাচার্য বিশ্বভারতীর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ৷ তাই উপাচার্যকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের দাবি ।"