বোলপুর, 26 নভেম্বর : দিলীপ ঘোষের সভার পরে স্যানিটাইজ় করে বীরভূমের ছয়টি শহরে মিছিল করল তৃণমূল । বোলপুরের মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও দলের অন্যান্য নেতৃত্বরা ।
গতকাল সিউড়িতে একটি জনসভা করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া, নলহাটিতে মহিলাদের নিয়ে তারই পালটা মিছিল করল তৃণমূল । অনুব্রত মণ্ডলের নির্দেশে মিছিলের আগে রাস্তা স্যানিটাইজ় করা হয় ।
এর প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য, "দিলীপ ঘোষ একটি ভাইরাস, তাই তাঁর সভার পর বীরভূম জেলাকে স্যানিটাইজ় করা হল ।" এ ধরনের ব্যানার দেখা যায় তৃণমূল কর্মী ও সমর্থকদের হাতেও ।