মুরারই, 4 নভেম্বর: ঝাড়খণ্ড সীমান্ত থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ । দীপাবলির আগে সেখানে অভিযান চালানো হয় । আজ মুরারই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমান্ত এলাকার দুলান্দি মোড় থেকে নিষিদ্ধ শব্দবাজি বোঝাই গাড়ি আটক করে ।
13 হাজার 500 প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয় । আজ দুপুরে ঝাড়খণ্ড সীমান্তে দুলান্দি গ্রামের কাছে একটি পিকআপ ভ্যানে এই শব্দবাজিগুলো মুরারইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ।
পুলিশ ওই গাড়িটি আটক করে এই শব্দবাজিগুলো বাজেয়াপ্ত করে । এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ।