রামপুরহাট, 25 জুন : রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ উত্তেজিত রোগীর পরিবারের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ ৷ এই ঘটনায় আহত হয়েছেন হাসপাতালের 5 নিরাপত্তা কর্মী । তাঁরা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । রামপুরহাট থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনায় 3 অভিযুক্তকে শুক্রবার রাতেই আটক করেছে রামপুরহাট থানার পুলিশ (Patient relatives vandalise Rampurhat Hospital over death in Rampurhat Birbhum)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় নলহাটি থানার পাইকপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনায় মুর্শিদাবাদের সুতি থানার কাঁদুয়া গ্রামের সুজন শেখ নামের এক যুবক আহত হন । তাঁকে প্রথমে নলহাটি স্বাস্থ্য কেন্দ্রে ও পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় আহত সুজন শেখের আত্মীয়রা। ফের রাত আটটা নাগাদ আহত ওই ব্যক্তিকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে আসেন পরিবারের লোকজন । কিছুক্ষণ পরেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আহত সুজন শেখের ।
তারপরই মৃতব্যক্তির আত্মীয়রা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায় । চড়াও হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তারক্ষীদের উপর। অভিযোগ, তাদের মারধর করা হয় । একজন নিরাপত্তা রক্ষীর মাথায় আঘাত লাগে ও একজন নিরাপত্তারক্ষীর হাত ভেঙে যায় ।
আরও পড়ুন : শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙড়ে, বাসন্তী হাইওয়ে অবরোধ এলাকাবাসীর
এই ঘটনায় রামপুরহাট রোগীর আত্মীয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আটক করা হয় তিনজনকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷